মুর্তজা বশীরকে লেখা ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র চিঠি

রফী হক
প্রকাশ : ২০ আগস্ট ২০২২, ০৬: ২৬
আপডেট : ২০ আগস্ট ২০২২, ০৯: ৫৬

বহু ভাষাবিদ, জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ প্রথম দিকে চাননি তাঁর পুত্র মুর্তজা বশীর চিত্রশিল্পী হোক, চারুকলায় ভর্তি হোক। মুর্তজা বশীর তাঁর বাবাকে যখন আর্ট স্কুলে ভর্তি হওয়ার কথা বলেন, ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ সরাসরি প্রত্যাখ্যান করে বলেছিলেন, ‘আমি প্যারিসে ছিলাম, সেখানে আর্টিস্টদের দেখেছি খুব অভাব-অনটনে থাকে। তুমি আমার ছেলে, তুমি অভাব-অনটনে পড়ো, এটা আমি চাই না। অতএব তুমি আলিগড়ে যাও, সেখানে পড়াশোনা করো।’

মুর্তজা বশীর আর্ট স্কুলে ভর্তি হওয়ার জন্য অটল ছিলেন, শেষ পর্যন্ত ভর্তি হয়েছিলেন। এ ঘটনার পরে কিছুদিন পিতা-পুত্রের মনোমালিন্য ছিল, একে-অপরের সঙ্গে কথা বলা বন্ধ ছিল। তারপর অবশ্য ছেলের ইচ্ছা প্রাধান্য দিয়েছিলেন পিতা।

কেউ কেউ বলেন, সংগীতচর্চা, ছবি আঁকার বিষয়ে ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র অনীহা ছিল। তবে তা ঠিক নয়। তৎকালীন সময়ে চিত্রশিল্পীদের আয়-রোজগার খুবই কম ছিল, চাকরি-বাকরির বাজারও ছোট ছিল। মূলত ভবিষ্যতের কথা ভেবেই পিতা তাঁর সন্তানকে চিত্রশিল্পী হওয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করেছিলেন। প্রথম দিকে শিল্পী হওয়াকে ভালোভাবে না নিলেও পরে মুতর্জা বশীরকে তাঁর পিতা উৎসাহ দিয়েছিলেন।

ছবি: একটা দুর্লভ চিঠিতে দেখা যায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ তাঁর পুত্রকে শিল্পী হিসেবে গ্রহণ করেছেন। ১৯৬১ সালে লেখা এই চিঠিটি তৎকালীন চিত্রকলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দলিল। তাতে শিল্পী আমিনুল ইসলামের প্রদর্শনীর কথা রয়েছে, প্রদর্শনী করে অর্থপ্রাপ্তিরও উল্লেখ রয়েছে। এ ছাড়া পুত্র বশীরের শিল্পী হওয়াকে খুব আনন্দের সঙ্গে দেখেছেন, পুত্রকে ‘শিল্পী’ হিসেবে সম্বোধন করেছেন। জন্মভূমিতে বশীরের শিল্প প্রতিভা বিকাশ ও প্রসারের কথা ভেবেছেন।

কয়েক বছর আগে মুর্তজা বশীর স্যারের বাসায় গেলে তিনি এই দুর্লভ চিঠিটি আমাকে দেখিয়েছিলেন, আনন্দের সঙ্গে তা পড়েও শুনিয়েছিলেন। আমি তাঁকে অনুরোধ করি চিঠিটির একটি কপি আমাকে দিতে। তিনি আগ্রহভরে তা আমাকে দেন।

চিঠিটি দিতে দিতে স্যার বলেছিলেন, ‘অনেক বছর চিঠিটি কোনো একটা পুরোনো ফাইলের ভেতর ছিল। কোনোভাবেই তা খুঁজে পাচ্ছিলাম না। একসময় চিঠিটির কথা ভুলেই গিয়েছিলাম। দীর্ঘ বছর পর তা খুঁজে পেয়েছি।’

 

79 Begum Bazar Road, Dacca

21.3.61

Murtaza Bashir, Artist

Pakistan Art Council, Lahore

 

প্রাণাধিকেষু,

অসংখ্য দো’আ এবং ঈদের মুবারকবাদ জানিবে। তোমার ঈদকার্ড পাইয়া তোমার মা এবং আমি সন্তুষ্ট হইয়াছি। ঢাকায় কিছুদিন পূর্বে আমিনুল ইসলাম ছবি প্রদর্শনী করিয়া ১৫০০ /- টাকা পাইয়াছে। তুমিও এখানে আসিয়া প্রদর্শনী কর। সফীর মুখে তোমার সংবাদ শুনিলাম। লাহোরে যখন যত্র আয় তত্র ব্যয়, তখন ঢাকায় আসাই উচিত। এখানে Institute of Art এ হয়ত পদ পাইতে পার। আমরা তোমাকে দেখেতেছি না, কিন্তু আল্লাহ দেখিতেছেন।

 

শুভাকাঙ্ক্ষী—মুহম্মদ শহীদুল্লাহ্‌

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত