তারিক-উল ইসলাম
যাবার আগেই পৌঁছে যাচ্ছি। যাচ্ছি আজ তোমার কাছে।
মেঘ যাচ্ছি। ট্রাম-ট্রেন পাখি যাচ্ছি। বাতাস-শিশির ফুল যাচ্ছি।
ধানের পাতা দুল যাচ্ছি।
মাশকারা ভ্রু চোখ দেখছি। হেমন্ত-হিম সন্ধ্যা দেখছি।
আটাশ-ত্রিশ ভরতনাট্যম, হাতের আঙুল মণিপুরি
খানিক কত্থক মুদ্রা দেখছি। মায়া-আলো ছায়া দেখছি।
পর্দাজুড়ে ধূপ পোড়ানো উদিত মুখ-দিগন্তে ভোর
সূর্য দেখছি। দ্রুত লয়ের দাদরা শুনছি।
কাঁপছে পাতা-পায়ের পাতা। প্রকাশ্যে আজ পা দেখছি।
মঞ্চে তুমুল করতালি। দ্বিধায় খানিক থমকে যাচ্ছি।
চমকে আবার সামলে নিচ্ছি। পা দেখছি। ছবি আঁকছি।
ছবি তুলছি। বিন্দু ঘামের লজ্জা দেখছি।
হাসছে কাজল-ক্লিওপেট্রা। ভাসছে জলে ফড়িং নাকি!
নারাজলিপি খামের ওপর। ভেতরে খুব মিনতি আঁকা।
মাঠ যাচ্ছে। নদী যাচ্ছে। জলের ফুলে স্বপ্ন যাচ্ছে।
বনবীথি সবুজ যাচ্ছে। সোনালি পাড় শাড়ি যাচ্ছে।
বাড়ি যাচ্ছে। খানিক অভিমানও যাচ্ছে।
বাড়ি যাচ্ছে। শাড়ি যাচ্ছে। আড়ি যাচ্ছে।
যাচ্ছে পা তোমার কাছে।
যাবার আগেই তোমার কাছে পৌঁছে যাচ্ছি।
যাবার আগেই পৌঁছে যাচ্ছি। যাচ্ছি আজ তোমার কাছে।
মেঘ যাচ্ছি। ট্রাম-ট্রেন পাখি যাচ্ছি। বাতাস-শিশির ফুল যাচ্ছি।
ধানের পাতা দুল যাচ্ছি।
মাশকারা ভ্রু চোখ দেখছি। হেমন্ত-হিম সন্ধ্যা দেখছি।
আটাশ-ত্রিশ ভরতনাট্যম, হাতের আঙুল মণিপুরি
খানিক কত্থক মুদ্রা দেখছি। মায়া-আলো ছায়া দেখছি।
পর্দাজুড়ে ধূপ পোড়ানো উদিত মুখ-দিগন্তে ভোর
সূর্য দেখছি। দ্রুত লয়ের দাদরা শুনছি।
কাঁপছে পাতা-পায়ের পাতা। প্রকাশ্যে আজ পা দেখছি।
মঞ্চে তুমুল করতালি। দ্বিধায় খানিক থমকে যাচ্ছি।
চমকে আবার সামলে নিচ্ছি। পা দেখছি। ছবি আঁকছি।
ছবি তুলছি। বিন্দু ঘামের লজ্জা দেখছি।
হাসছে কাজল-ক্লিওপেট্রা। ভাসছে জলে ফড়িং নাকি!
নারাজলিপি খামের ওপর। ভেতরে খুব মিনতি আঁকা।
মাঠ যাচ্ছে। নদী যাচ্ছে। জলের ফুলে স্বপ্ন যাচ্ছে।
বনবীথি সবুজ যাচ্ছে। সোনালি পাড় শাড়ি যাচ্ছে।
বাড়ি যাচ্ছে। খানিক অভিমানও যাচ্ছে।
বাড়ি যাচ্ছে। শাড়ি যাচ্ছে। আড়ি যাচ্ছে।
যাচ্ছে পা তোমার কাছে।
যাবার আগেই তোমার কাছে পৌঁছে যাচ্ছি।
আকাশি রঙের বাড়ি। দোতলায় দুটি কক্ষে আলো জ্বলছে। সন্ধ্যার আবছা আঁধারে ছেয়ে আছে বাড়িটির চারদিকের গাছগুলো। সন্ধ্যার নীল আকাশে ভেসে বেড়াচ্ছে পেঁজা তুলোর মতো মেঘ। বাড়ির সামনে ল্যাম্পপোস্টের আলোয় জলাশয়ে প্রকৃতির এই মোহনীয় ছবি প্রতিফলিত হয়েছে।
২ দিন আগেচারুশিল্প হচ্ছে মানুষের অনুভূতি প্রকাশের মাধ্যম। একটি ছবি একটি বিপ্লবের উন্মেষ ঘটাতে পারে। ছবি শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বিপ্লবের বার্তাও নিয়ে আসে।
১৩ দিন আগেআপনি যে বয়সেরই হোন না কেন, এই বই পড়লে তারুণ্যশক্তিকে অনুভব করবেন, অনুপ্রাণিত হবেন। নতুন শুরুর একটা তাগিদ পাবেন। এই তরুণদের প্রত্যেকের মতো আপনিও বলে উঠবেন—সব সম্ভব! এই বইয়ে দেশের বিভিন্ন স্থানে জন্ম নেওয়া অবহেলিত অবস্থা থেকে সাফল্যের শীর্ষে যাওয়ার পথচলার গল্প উঠে এসেছে। প্রায় চার শ পৃষ্ঠার বইটির দাম
২০ দিন আগেপ্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ তার দুই যুগের পথচলা (২০০০-২০২৪) স্মরণীয় করে রাখতে বাংলা একাডেমি প্রাঙ্গণে দশ দিনব্যাপী ‘ঐতিহ্য বই উৎসব ২০২৪’ আয়োজন করেছে। আজ ২ নভেম্বর শনিবার বেলা ১১টায় যৌথভাবে উৎসব উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট লেখক-গবেষক শারমিন আহমদ এবং তরুণ
২০ দিন আগে