নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অমর একুশে বইমেলায় বড় ব্যাগ, কার্টন, দাহ্য পদার্থ নিয়ে কেউ প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ বুধবার (২২ জানুয়ারি) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে আসন্ন বইমেলার সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত ডিএমপির সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, প্রতিবছরই অমর একুশে বইমেলার আয়োজন করে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। ফেব্রুয়ারি মাসজুড়ে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে চলবে অমর একুশে বইমেলা। এই বইমেলাকে ঘিরে ঢাকা মহানগর পুলিশ পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
সাজ্জাত আলী বলেন, প্রত্যেক দর্শনার্থীকে আর্চওয়ে দিয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে হবে। বড় ব্যাগ, কার্টন, দাহ্য পদার্থ নিয়ে মেলায় কেউ প্রবেশ করতে পারবেন না। প্রতিবারের ন্যায় মেলায় থাকবে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, হেল্প ডেস্ক ও শিশু পরিচর্যা কেন্দ্র। সার্বক্ষণিক আলোর ব্যবস্থা নিশ্চিত করা হবে।
সবার সহযোগিতা ও সমন্বয়ে একটি সুশৃঙ্খল পরিবেশে বইমেলা সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন ডিএমপি কমিশনার।
নিরাপত্তার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, বইমেলার ভেতরে ও বাইরে পুলিশ সাদা পোশাকে ও ইউনিফর্মে দায়িত্বে থাকবে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ, ওয়াচ টাওয়ার, ফায়ার টেন্ডার ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকবে। বিলবোর্ড, ব্যানার ও মাইকিং করে দিকনির্দেশনা প্রদান, সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং, মেলা প্রাঙ্গণ ড্রোন দ্বারা মনিটরিং এবং সোয়াত ও বোম্ব ডিসপোজাল টিম কাজ করবে।
সমন্বয় সভায় বইমেলাসংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন। মেলা সুন্দরভাবে আয়োজনের জন্য সবাই তাঁদের মতামত জানান।
অমর একুশে বইমেলায় বড় ব্যাগ, কার্টন, দাহ্য পদার্থ নিয়ে কেউ প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ বুধবার (২২ জানুয়ারি) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে আসন্ন বইমেলার সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত ডিএমপির সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, প্রতিবছরই অমর একুশে বইমেলার আয়োজন করে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। ফেব্রুয়ারি মাসজুড়ে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে চলবে অমর একুশে বইমেলা। এই বইমেলাকে ঘিরে ঢাকা মহানগর পুলিশ পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
সাজ্জাত আলী বলেন, প্রত্যেক দর্শনার্থীকে আর্চওয়ে দিয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে হবে। বড় ব্যাগ, কার্টন, দাহ্য পদার্থ নিয়ে মেলায় কেউ প্রবেশ করতে পারবেন না। প্রতিবারের ন্যায় মেলায় থাকবে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, হেল্প ডেস্ক ও শিশু পরিচর্যা কেন্দ্র। সার্বক্ষণিক আলোর ব্যবস্থা নিশ্চিত করা হবে।
সবার সহযোগিতা ও সমন্বয়ে একটি সুশৃঙ্খল পরিবেশে বইমেলা সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন ডিএমপি কমিশনার।
নিরাপত্তার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, বইমেলার ভেতরে ও বাইরে পুলিশ সাদা পোশাকে ও ইউনিফর্মে দায়িত্বে থাকবে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ, ওয়াচ টাওয়ার, ফায়ার টেন্ডার ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকবে। বিলবোর্ড, ব্যানার ও মাইকিং করে দিকনির্দেশনা প্রদান, সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং, মেলা প্রাঙ্গণ ড্রোন দ্বারা মনিটরিং এবং সোয়াত ও বোম্ব ডিসপোজাল টিম কাজ করবে।
সমন্বয় সভায় বইমেলাসংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন। মেলা সুন্দরভাবে আয়োজনের জন্য সবাই তাঁদের মতামত জানান।
সমন্বয়ক পরিচয়ে ময়মনসিংহের ফুলপুরে অবৈধভাবে ভারতীয় চিনি ও জিরা গুদামজাতের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ বুধবার পৌর শহরের আমুয়াকান্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেরাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনা সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বনানীর ১৭ নম্বর সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক, জুতা, পরিচয়পত্র, তালা ভাঙার সরঞ্জামাদি উদ্ধারসহ একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
১ ঘণ্টা আগেমধ্যরাতে রাজশাহীর পবায় যুবদল নেতা সালাহউদ্দিন মিন্টুর বাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। দরজা ভেদ করে একটি গুলি বাড়ির ভেতরে ঢোকে। এতে আহত হন মিন্টুর বাবা আলাউদ্দিন (৬০)। গুলিটি তাঁর কোমরে লাগে। পরদিন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান তিনি।
১ ঘণ্টা আগেজুলাই আন্দোলনে নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মেহেদি হাসানসহ তিন রাবি শিক্ষার্থীর মৃত্যুবিমা দাবি পরিশোধ করেছে জেনিথ ইসলামি লাইফ ইনস্যুরেন্স লিমিটেড। আজ বুধবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের...
১ ঘণ্টা আগে