নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের বাবুগঞ্জে দোকান থেকে লোহার পাত চুরির অভিযোগে দুই যুবককে হাত-পা বেঁধে প্রকাশ্যে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। আজ রোববার দুপুরে উপজেলার রহমতপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার যুবকেরা হলেন বাবুগঞ্জ উপজেলার দোয়ারিকা গ্রামের চান মুন্সির ছেলে মিঠুন (২০) ও একই গ্রামের বাবুল ব্যাপারীর ছেলে লিংকন (২৩)। আটক হাসান রহমতপুর ব্রিজ এলাকার সেবা ইঞ্জিনিয়ারিং নামের দোকানের মালিক এবং উপজেলার দোয়ারিকা গ্রামের বাসিন্দা। মিঠুন ও লিংকনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে রহমতপুর ব্রিজের উত্তর পাশের ঢালে সেবা ইঞ্জিনিয়ারিং নামের একটি দোকান থেকে বেশ কিছু লোহার পাত চুরি হয়। রোববার সকালে দোকানের মালিক হাসান এসে খোঁজ নিয়ে জানতে পারেন, পাশের ভাঙারি ব্যবসায়ী সাইদুল চোরাই লোহার পাত কিনেছেন। পরে সাইদুলের স্বীকারোক্তি অনুযায়ী মিঠুন ও লিংকনকে ডেকে নিয়ে নির্যাতন করেন দোকান মালিক হাসান ও স্থানীয় কিছু লোক।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক যুবককে রোদের মধ্যে উপুড় করে হাত-পা বেঁধে মাটিতে ফেলে রাখা হয়েছে। এরপর পেছনে ঘুরে ঘুরে তাঁর পায়ে লোহার রড দিয়ে পেটাচ্ছেন দোকানের মালিক হাসান। অপর যুবককে মারধর করে পাশেই একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। দোকানের মালিকের সঙ্গে এক নারী এবং স্থানীয় আরও কয়েক ব্যক্তি দুই যুবককে মারধরসহ নির্যাতনে সহযোগিতা করেন। পাশে অনেকে দাঁড়িয়ে তা দেখছেন।
আটকের আগে দোকানের মালিক হাসান সাংবাদিকদের বলেন, ‘আমার দোকানের মালামাল চুরি করে পাশের ভাঙারি দোকানে ৪-৫ হাজার টাকায় বিক্রি করেছেন ওই দুই যুবক। ভাঙারি দোকানের মালিক এবং অভিযুক্ত দুই যুবকও চুরির কথা স্বীকার করেছে।’ পুলিশে না দিয়ে কেন নির্মম নির্যাতন করা হলো এমন প্রশ্নের কোনো উত্তর দেননি হাসান।
ওসি জাকির হোসেন শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেঁধে রাখা দুই যুবককে ছেড়ে দিয়েছেন অভিযুক্তেরা। পরে বিকেলে অভিযুক্ত হাসানকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা হলে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বরিশালের বাবুগঞ্জে দোকান থেকে লোহার পাত চুরির অভিযোগে দুই যুবককে হাত-পা বেঁধে প্রকাশ্যে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। আজ রোববার দুপুরে উপজেলার রহমতপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার যুবকেরা হলেন বাবুগঞ্জ উপজেলার দোয়ারিকা গ্রামের চান মুন্সির ছেলে মিঠুন (২০) ও একই গ্রামের বাবুল ব্যাপারীর ছেলে লিংকন (২৩)। আটক হাসান রহমতপুর ব্রিজ এলাকার সেবা ইঞ্জিনিয়ারিং নামের দোকানের মালিক এবং উপজেলার দোয়ারিকা গ্রামের বাসিন্দা। মিঠুন ও লিংকনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে রহমতপুর ব্রিজের উত্তর পাশের ঢালে সেবা ইঞ্জিনিয়ারিং নামের একটি দোকান থেকে বেশ কিছু লোহার পাত চুরি হয়। রোববার সকালে দোকানের মালিক হাসান এসে খোঁজ নিয়ে জানতে পারেন, পাশের ভাঙারি ব্যবসায়ী সাইদুল চোরাই লোহার পাত কিনেছেন। পরে সাইদুলের স্বীকারোক্তি অনুযায়ী মিঠুন ও লিংকনকে ডেকে নিয়ে নির্যাতন করেন দোকান মালিক হাসান ও স্থানীয় কিছু লোক।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক যুবককে রোদের মধ্যে উপুড় করে হাত-পা বেঁধে মাটিতে ফেলে রাখা হয়েছে। এরপর পেছনে ঘুরে ঘুরে তাঁর পায়ে লোহার রড দিয়ে পেটাচ্ছেন দোকানের মালিক হাসান। অপর যুবককে মারধর করে পাশেই একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। দোকানের মালিকের সঙ্গে এক নারী এবং স্থানীয় আরও কয়েক ব্যক্তি দুই যুবককে মারধরসহ নির্যাতনে সহযোগিতা করেন। পাশে অনেকে দাঁড়িয়ে তা দেখছেন।
আটকের আগে দোকানের মালিক হাসান সাংবাদিকদের বলেন, ‘আমার দোকানের মালামাল চুরি করে পাশের ভাঙারি দোকানে ৪-৫ হাজার টাকায় বিক্রি করেছেন ওই দুই যুবক। ভাঙারি দোকানের মালিক এবং অভিযুক্ত দুই যুবকও চুরির কথা স্বীকার করেছে।’ পুলিশে না দিয়ে কেন নির্মম নির্যাতন করা হলো এমন প্রশ্নের কোনো উত্তর দেননি হাসান।
ওসি জাকির হোসেন শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেঁধে রাখা দুই যুবককে ছেড়ে দিয়েছেন অভিযুক্তেরা। পরে বিকেলে অভিযুক্ত হাসানকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা হলে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় মুজিবুর রহমান (৩৭) নামের এক অটোরিকশার চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের পাহাড়তলী বাজারে এ ঘটনা ঘটে।
২ মিনিট আগেনীলফামারীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ৮টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের হরিবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেসীতাকুণ্ডে টিটু সূত্রধর (৩৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সংসারের অভাব-অনটন ও ঋণের চাপে বিষপানে আত্মহত্যা করেছে বলে জানান পরিবারের সদস্যরা।
২৫ মিনিট আগেবরগুনার আমতলীতে ইসমাইল শাহের মাজারে বার্ষিক ওরস চলাকালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। আমতলী পৌর শহরের বটতলা এলাকায় গতকাল রোববার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে মাজারের ভেতরের শামিয়ানা ও দুটি বৈঠকখানা পুড়ে গেছে।
৩৬ মিনিট আগে