বগুড়া প্রতিনিধি
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীকে দুই বছর ধরে ‘ধর্ষণের অভিযোগে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের একজন শিক্ষক নেতাকে চট্টগ্রামের সন্দ্বীপে বদলি করা হয়েছে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম ড. গাজী মো. তৌহিদুল আলম চৌধুরী। তিনি কলেজের স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক।
ধর্ষণের অভিযোগ ওঠার পর ওই শিক্ষককে চট্টগ্রামের সন্দ্বীপে হাজী আব্দুল বাতেন সরকারি কলেজে বদলি করা হয়েছে। তবে ওই শিক্ষক নেতার দাবি, ধর্ষণের অভিযোগ এখনো তদন্তাধীন। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় জামায়াত সমর্থিত শিক্ষকেরা চক্রান্ত করে তাঁকে বদলি করিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত ২০ জানুয়ারি তারিখের এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ জারি হয়।
ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ক্যানসারে আক্রান্ত হয়ে স্বামী মারা যাওয়ার পর তিনি বগুড়া শহরে এক সন্তানকে নিয়ে বসবাস করতেন। ২০২২ সালে একটি অনুষ্ঠানে ড. গাজী মো. তৌহিদুল আলম চৌধুরীর সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর থেকে দু’জনের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। একপর্যায়ে তৌহিদুল আলম তাঁকে দ্বিতীয় স্ত্রী করার প্রস্তাব দেন এবং বগুড়া শহরের বাসায় নিয়মিত যাতায়াত শুরু করেন।
ভুক্তভোগী নারী অভিযোগ করেন, বিয়ের প্রলোভন দেখিয়ে তৌহিদুল আলম বগুড়ায় এবং ঢাকায় নিয়ে গিয়ে ২০২৪ সাল পর্যন্ত তাঁকে ‘ধর্ষণ’ করেন। একপর্যায়ে বিয়ের জন্য চাপ দিলে, তিনি যোগাযোগ বন্ধ করে দেন এবং সম্পর্ক অস্বীকার করেন।
এরপর ২০২৪ সালের নভেম্বরে ভুক্তভোগী নারী তৌহিদুল আলম চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠ কিছু ছবি প্রমাণ হিসেবে সংযুক্ত করে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবার লিখিত অভিযোগ করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে, গত ১২ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের শৃঙ্খলা বিষয়ক শাখার উপসচিব শাহিনা পারভিন অভিযোগ তদন্ত করে ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অনুরোধ করেন। এরপর গত ২০ জানুয়ারি ড. তৌহিদুল আলম চৌধুরীকে বদলি করা হয়।
এদিকে বগুড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সরকারি আজিজুল হক কলেজের আরও দুজন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ রয়েছে। এর মধ্যে হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক জিন্নাতুল ইসলাম দুই বছর আগে এক ছাত্রীর করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।
এ ছাড়া গত ৫ আগস্টের পর ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে শিক্ষার্থীদের তোপের মুখে বদলি করা হয় বাংলা বিভাগের আরেক সহকারী অধ্যাপক লাবলু সরকারকে।
এসব বিষয়ে সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক শওকত আলী মীর বলেন, এটি একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে এমন অভিযোগ দুঃখজনক। তিনি বলেন, ঘটনা যাই হোক, এটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষকদের নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে নেতিবাচক ধারণা তৈরি করছে।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীকে দুই বছর ধরে ‘ধর্ষণের অভিযোগে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের একজন শিক্ষক নেতাকে চট্টগ্রামের সন্দ্বীপে বদলি করা হয়েছে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম ড. গাজী মো. তৌহিদুল আলম চৌধুরী। তিনি কলেজের স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক।
ধর্ষণের অভিযোগ ওঠার পর ওই শিক্ষককে চট্টগ্রামের সন্দ্বীপে হাজী আব্দুল বাতেন সরকারি কলেজে বদলি করা হয়েছে। তবে ওই শিক্ষক নেতার দাবি, ধর্ষণের অভিযোগ এখনো তদন্তাধীন। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় জামায়াত সমর্থিত শিক্ষকেরা চক্রান্ত করে তাঁকে বদলি করিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত ২০ জানুয়ারি তারিখের এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ জারি হয়।
ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ক্যানসারে আক্রান্ত হয়ে স্বামী মারা যাওয়ার পর তিনি বগুড়া শহরে এক সন্তানকে নিয়ে বসবাস করতেন। ২০২২ সালে একটি অনুষ্ঠানে ড. গাজী মো. তৌহিদুল আলম চৌধুরীর সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর থেকে দু’জনের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। একপর্যায়ে তৌহিদুল আলম তাঁকে দ্বিতীয় স্ত্রী করার প্রস্তাব দেন এবং বগুড়া শহরের বাসায় নিয়মিত যাতায়াত শুরু করেন।
ভুক্তভোগী নারী অভিযোগ করেন, বিয়ের প্রলোভন দেখিয়ে তৌহিদুল আলম বগুড়ায় এবং ঢাকায় নিয়ে গিয়ে ২০২৪ সাল পর্যন্ত তাঁকে ‘ধর্ষণ’ করেন। একপর্যায়ে বিয়ের জন্য চাপ দিলে, তিনি যোগাযোগ বন্ধ করে দেন এবং সম্পর্ক অস্বীকার করেন।
এরপর ২০২৪ সালের নভেম্বরে ভুক্তভোগী নারী তৌহিদুল আলম চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠ কিছু ছবি প্রমাণ হিসেবে সংযুক্ত করে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবার লিখিত অভিযোগ করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে, গত ১২ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের শৃঙ্খলা বিষয়ক শাখার উপসচিব শাহিনা পারভিন অভিযোগ তদন্ত করে ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অনুরোধ করেন। এরপর গত ২০ জানুয়ারি ড. তৌহিদুল আলম চৌধুরীকে বদলি করা হয়।
এদিকে বগুড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সরকারি আজিজুল হক কলেজের আরও দুজন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ রয়েছে। এর মধ্যে হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক জিন্নাতুল ইসলাম দুই বছর আগে এক ছাত্রীর করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।
এ ছাড়া গত ৫ আগস্টের পর ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে শিক্ষার্থীদের তোপের মুখে বদলি করা হয় বাংলা বিভাগের আরেক সহকারী অধ্যাপক লাবলু সরকারকে।
এসব বিষয়ে সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক শওকত আলী মীর বলেন, এটি একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে এমন অভিযোগ দুঃখজনক। তিনি বলেন, ঘটনা যাই হোক, এটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষকদের নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে নেতিবাচক ধারণা তৈরি করছে।
লক্ষ্মীপুরের রায়পুরে ছাদে খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই স্কুলছাত্রী আহত হয়েছে। আজ বুধবার উপজেলার সোনাপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য...
১ মিনিট আগেসমন্বয়ক পরিচয়ে ময়মনসিংহের ফুলপুরে অবৈধভাবে ভারতীয় চিনি ও জিরা গুদামজাতের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ বুধবার পৌর শহরের আমুয়াকান্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেরাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনা সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বনানীর ১৭ নম্বর সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক, জুতা, পরিচয়পত্র, তালা ভাঙার সরঞ্জামাদি উদ্ধারসহ একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
১ ঘণ্টা আগেমধ্যরাতে রাজশাহীর পবায় যুবদল নেতা সালাহউদ্দিন মিন্টুর বাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। দরজা ভেদ করে একটি গুলি বাড়ির ভেতরে ঢোকে। এতে আহত হন মিন্টুর বাবা আলাউদ্দিন (৬০)। গুলিটি তাঁর কোমরে লাগে। পরদিন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান তিনি।
১ ঘণ্টা আগে