নিজস্ব প্রতিবেদক
ঢাকা: চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাসে মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার গত বছরের একই সময়ের চেয়ে ১৬ দশমিক ০১ শতাংশ কমেছে বলে মন্ত্রিসভাকে জানানো হয়েছে। গত বছরের প্রথম তিন মাসে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ছিল ৬৪ দশমিক ৭৯ শতাংশ। এবার একই সময়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে ৪৮ দশমিক ৭৮ শতাংশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার মন্ত্রিসভার ভার্চ্যুয়াল বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত মন্ত্রিসভার পাঁচটি বৈঠকে ৪১টি সিদ্ধান্ত হয়। এরমধ্যে ২০টি বাস্তবায়ন হয়েছে, ২১টি বাস্তবায়নাধীন। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৪৮ দশমিক ৭৮ শতাংশ। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত মন্ত্রিসভার ১০টি বৈঠকে ৭১টি সিদ্ধান্ত হয়েছিল। এরমধ্যে ৪৬টির বাস্তবায়ন হয়েছে, ২৫টি বাস্তবায়নাধীন ছিল। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ছিল ৬৪ দশমিক ৭৯ শতাংশ।
মন্ত্রিপরিষদ সচিব জানান, গত ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত মন্ত্রিসভার বৈঠকে একটি নীতি বা কর্মকৌশল এবং একটি চুক্তি বা সমঝোতা স্মারক অনুমোদিত হয়। এই সময়ে সংসদে পাস হয়েছে ছয়টি আইন। আর ২০২০ সালের প্রথম তিন মাসে মন্ত্রিসভা বৈঠকে চারটি নীতি বা কর্মকৌশল এবং চারটি চুক্তি বা সমঝোতা স্মারক অনুমোদন দেওয়া হয়। সংসদে পাস হয় সাতটি আইন।
ঢাকা: চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাসে মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার গত বছরের একই সময়ের চেয়ে ১৬ দশমিক ০১ শতাংশ কমেছে বলে মন্ত্রিসভাকে জানানো হয়েছে। গত বছরের প্রথম তিন মাসে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ছিল ৬৪ দশমিক ৭৯ শতাংশ। এবার একই সময়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে ৪৮ দশমিক ৭৮ শতাংশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার মন্ত্রিসভার ভার্চ্যুয়াল বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত মন্ত্রিসভার পাঁচটি বৈঠকে ৪১টি সিদ্ধান্ত হয়। এরমধ্যে ২০টি বাস্তবায়ন হয়েছে, ২১টি বাস্তবায়নাধীন। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৪৮ দশমিক ৭৮ শতাংশ। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত মন্ত্রিসভার ১০টি বৈঠকে ৭১টি সিদ্ধান্ত হয়েছিল। এরমধ্যে ৪৬টির বাস্তবায়ন হয়েছে, ২৫টি বাস্তবায়নাধীন ছিল। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ছিল ৬৪ দশমিক ৭৯ শতাংশ।
মন্ত্রিপরিষদ সচিব জানান, গত ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত মন্ত্রিসভার বৈঠকে একটি নীতি বা কর্মকৌশল এবং একটি চুক্তি বা সমঝোতা স্মারক অনুমোদিত হয়। এই সময়ে সংসদে পাস হয়েছে ছয়টি আইন। আর ২০২০ সালের প্রথম তিন মাসে মন্ত্রিসভা বৈঠকে চারটি নীতি বা কর্মকৌশল এবং চারটি চুক্তি বা সমঝোতা স্মারক অনুমোদন দেওয়া হয়। সংসদে পাস হয় সাতটি আইন।
শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, দেশ সংস্কার করতে হলে আগে নিজেকে সংস্কার করতে হবে। রোববার দুপুর সাড়ে ১২টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ‘আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে উদ্বোধনী বক্তৃতায় তিনি এ কথা ব
১ মিনিট আগেপ্রকাশ্যে হাতুড়িপেটা করে দুই পা ভেঙে দেওয়ার প্রতিশোধ, হাটবাজারের ইজারা দখল ও বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্ব—মূলত এই তিন কারণে মাদারীপুর সদরের খোয়াজপুরে তিন ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। হামলাকালে তিনজন স্থানীয় মসজিদে আশ্রয় নিয়েও প্রাণ রক্ষা করতে পারেননি। তাঁদের কুপ
৯ মিনিট আগেচাঁদপুর জেলার ৮ উপজেলায় ৯১ ইটভাটার মধ্যে ৪১ ভাটাই অবৈধ। আর এসব অবৈধ ইটভাটা বন্ধে শুরু হয়েছে যৌথ বাহিনীর অভিযান। একই দিন ফরিদগঞ্জ উপজেলার তিনটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
১৪ মিনিট আগেসাভারে এক নারী কনস্টেবল মারধরের শিকার হয়েছেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির এক নেতার গাড়িচালক তাঁকে মারধর করেছেন। আজ রোববার সাভার পৌর এলাকার থানা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে