কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় অচেতন শুয়ে আছেন পঞ্চাশোর্ধ্ব বয়সের অজ্ঞাত পরিচয়ের এক নারী। প্রায় ৪০ দিন হলে গেলেও কোনো পরিচয় মেলেনি তাঁর। শুধু খাবার ছাড়া কোনো চিকিৎসা সেবা নিচ্ছেন না তিনি। এ নিয়ে বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
তবে স্বজনদের খোঁজ না পাওয়া পর্যন্ত হাসপাতাল থেকে সব ধরনের ব্যবস্থা চালিয়ে নেওয়ায় হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল-মামুন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় কে বা কারা কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ওই নারীকে রেখে যান। সেদিন থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু ওয়ার্ডের সামনের বারান্দায় শুয়ে আছেন তিনি। তাঁকে চিকিৎসা সেবা দিতে গেলেও নিচ্ছেন না তিনি। তবে খাবার আর পানি দিলে তা খেয়ে আবারও শুয়ে থাকছেন।
এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল-মামুন বলেন, ‘গত ২৭ অক্টোবর সন্ধ্যায় কে বা কারা ওই নারীকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে রেখে যান। সেই থেকে আমরা তাঁকে ভর্তি করে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। খাবার সরবরাহ করছি। তবে এখনো পর্যন্ত তাঁর কেউ খোঁজ করেনি।’
তিনি আরও বলেন, ‘এতে করে একটু বেকায়দা পড়েছি আমরা। তাঁকে দেখে তেমন অসুস্থ মনে হচ্ছে না। আবার চিকিৎসা সেবাও নিচ্ছেন না। তবে খাবার খেয়ে আবার শুয়ে থাকছেন।’
আমানুল্লাহ আল-মামুন বলেন, ‘ওই অজ্ঞাত নারী স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০ দিন যাবৎ আছেন। এখান থেকেই সবকিছু দেওয়া হচ্ছে। আর যত দিন তাঁর স্বজনদের না পাওয়া যায়, তত দিন পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই ব্যবস্থা করা হবে।’
এ বিষয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘বিষয়টি আমাকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফোন করে জানিয়েছিল। আমি তাঁদের স্থানীয় সমাজ সেবা অফিসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছি। কারণ এ ধরনের সহায়তা একমাত্র সমাজ সেবাই দিতে পারেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উছেন মে বলেন, ‘বিষয়টি আমার জানা নাই। আপনাদের কাছ থেকে জানতে পারলাম। তবে খোঁজ-খবর নিয়ে দেখব।’
ঝিনাইদহের কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় অচেতন শুয়ে আছেন পঞ্চাশোর্ধ্ব বয়সের অজ্ঞাত পরিচয়ের এক নারী। প্রায় ৪০ দিন হলে গেলেও কোনো পরিচয় মেলেনি তাঁর। শুধু খাবার ছাড়া কোনো চিকিৎসা সেবা নিচ্ছেন না তিনি। এ নিয়ে বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
তবে স্বজনদের খোঁজ না পাওয়া পর্যন্ত হাসপাতাল থেকে সব ধরনের ব্যবস্থা চালিয়ে নেওয়ায় হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল-মামুন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় কে বা কারা কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ওই নারীকে রেখে যান। সেদিন থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু ওয়ার্ডের সামনের বারান্দায় শুয়ে আছেন তিনি। তাঁকে চিকিৎসা সেবা দিতে গেলেও নিচ্ছেন না তিনি। তবে খাবার আর পানি দিলে তা খেয়ে আবারও শুয়ে থাকছেন।
এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল-মামুন বলেন, ‘গত ২৭ অক্টোবর সন্ধ্যায় কে বা কারা ওই নারীকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে রেখে যান। সেই থেকে আমরা তাঁকে ভর্তি করে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। খাবার সরবরাহ করছি। তবে এখনো পর্যন্ত তাঁর কেউ খোঁজ করেনি।’
তিনি আরও বলেন, ‘এতে করে একটু বেকায়দা পড়েছি আমরা। তাঁকে দেখে তেমন অসুস্থ মনে হচ্ছে না। আবার চিকিৎসা সেবাও নিচ্ছেন না। তবে খাবার খেয়ে আবার শুয়ে থাকছেন।’
আমানুল্লাহ আল-মামুন বলেন, ‘ওই অজ্ঞাত নারী স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০ দিন যাবৎ আছেন। এখান থেকেই সবকিছু দেওয়া হচ্ছে। আর যত দিন তাঁর স্বজনদের না পাওয়া যায়, তত দিন পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই ব্যবস্থা করা হবে।’
এ বিষয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘বিষয়টি আমাকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফোন করে জানিয়েছিল। আমি তাঁদের স্থানীয় সমাজ সেবা অফিসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছি। কারণ এ ধরনের সহায়তা একমাত্র সমাজ সেবাই দিতে পারেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উছেন মে বলেন, ‘বিষয়টি আমার জানা নাই। আপনাদের কাছ থেকে জানতে পারলাম। তবে খোঁজ-খবর নিয়ে দেখব।’
নুর নবী সরকার কালাইয়ের কিডনি বেচাকেনার দালাল চক্রের সদস্য। এ অপরাধে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কিডনি, অস্ত্র ও মানবপাচারসহ একাধিক মামলা চলমান।
২২ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
২ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
২ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
৩ ঘণ্টা আগে