নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ফিলিস্তিনে জনগণের ওপর ইসরায়েলের নিপীড়ন আর বাংলাদেশে প্রতিবাদী মানুষের ওপর নিপীড়নের কোনো তফাত নেই বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, আমরা ফিলিস্তিনের ঘটনা দেখে যেমন উদ্বিগ্ন হই। তেমন অনেক ঘটনা বাংলাদেশেও ঘটছে। দেশে দেশে নিপীড়নের কোনো তফাত নেই।
ইসরায়েলের নারকীয় হত্যাকাণ্ডের নিন্দা ও ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকারের প্রতি সংহতি জানাতে আজ বুধবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।
ডাকসুর সাবেক ভিপি বলেন, 'আজকে ইসরায়েল নারকীয় হামলা চালিয়ে ফিলিস্তিনের নারী শিশুসহ সাধারণ মানুষদের হত্যা করছে। হত্যাযজ্ঞের ধারাবাহিকতায় ফিলিস্তিন আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ইসরায়েলের এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাতে আমরা সমবেত হয়েছি। আমরা দাঁড়িয়েছি ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি সংহতি জানাতে। আমাদের সংবিধানেও বলা আছে, বিশ্বের নিপীড়িত শোষিত মানুষের পক্ষে সব সময় বাংলাদেশের অবস্থান থাকবে। সারা বিশ্বের মুক্তিকামী মানুষ ফিলিস্তিনের পক্ষে রয়েছে।'
সমাবেশে সভাপতির বক্তব্যে ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, 'ফিলিস্তিনে হত্যাকাণ্ডের জন্য যারা ইসরায়েলকে মদত দিচ্ছে তারাও সমান অপরাধী। ফিলিস্তিনের জনগণের জয় হলে, সেটা হবে মানবতার জয়। কিন্তু আমাদের দেশেও জনগণের জন্য যারা কথা বলে তাদের নির্যাতন করা হয়। তাদের আক্রমণ করা হয়। সরকারের দুর্নীতির কথা লেখায় সাংবাদিক রোজিনা ইসলামকে জেলে পাঠানো হয়েছে।'
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, 'যদি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করেন, বঙ্গবন্ধুর আদর্শ মানেন, তাহলে জনগণের অধিকারের লড়াইকে সমর্থন করেন। অর্থ দিয়ে সামরিক শক্তি দিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ান।'
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, 'সভ্যতার ক্ষত নিরাময় করতে হলে, ফিলিস্তিনের অধিকার নিশ্চিত করতে হবে। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ নানা কথাবার্তার আড়ালে ইসরায়েলের জায়নবাদ লালন করে। বাংলাদেশও আজকে জায়ন মতাদর্শী রাষ্ট্রে পরিণত হয়েছে। এই দেশের আমলারা আজকে গুন্ডাবাহিনীতে পরিণত হয়েছে, তারা সাংবাদিকদের আটক রেখে নির্যাতন করছে। এটার সঙ্গে জায়নবাদের কোনো পার্থক্য নেই।'
নাগরিক সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকায় অবস্থিত ফিলিস্তিন দূতাবাসের প্রতিনিধি আব্দুর রহমান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক আসিফ নজরুল, রাষ্ট্রচিন্তার সদস্য অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, আলোকচিত্রী শহিদুল আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেহনুমা খানম।
ঢাকা: ফিলিস্তিনে জনগণের ওপর ইসরায়েলের নিপীড়ন আর বাংলাদেশে প্রতিবাদী মানুষের ওপর নিপীড়নের কোনো তফাত নেই বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, আমরা ফিলিস্তিনের ঘটনা দেখে যেমন উদ্বিগ্ন হই। তেমন অনেক ঘটনা বাংলাদেশেও ঘটছে। দেশে দেশে নিপীড়নের কোনো তফাত নেই।
ইসরায়েলের নারকীয় হত্যাকাণ্ডের নিন্দা ও ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকারের প্রতি সংহতি জানাতে আজ বুধবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।
ডাকসুর সাবেক ভিপি বলেন, 'আজকে ইসরায়েল নারকীয় হামলা চালিয়ে ফিলিস্তিনের নারী শিশুসহ সাধারণ মানুষদের হত্যা করছে। হত্যাযজ্ঞের ধারাবাহিকতায় ফিলিস্তিন আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ইসরায়েলের এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাতে আমরা সমবেত হয়েছি। আমরা দাঁড়িয়েছি ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি সংহতি জানাতে। আমাদের সংবিধানেও বলা আছে, বিশ্বের নিপীড়িত শোষিত মানুষের পক্ষে সব সময় বাংলাদেশের অবস্থান থাকবে। সারা বিশ্বের মুক্তিকামী মানুষ ফিলিস্তিনের পক্ষে রয়েছে।'
সমাবেশে সভাপতির বক্তব্যে ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, 'ফিলিস্তিনে হত্যাকাণ্ডের জন্য যারা ইসরায়েলকে মদত দিচ্ছে তারাও সমান অপরাধী। ফিলিস্তিনের জনগণের জয় হলে, সেটা হবে মানবতার জয়। কিন্তু আমাদের দেশেও জনগণের জন্য যারা কথা বলে তাদের নির্যাতন করা হয়। তাদের আক্রমণ করা হয়। সরকারের দুর্নীতির কথা লেখায় সাংবাদিক রোজিনা ইসলামকে জেলে পাঠানো হয়েছে।'
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, 'যদি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করেন, বঙ্গবন্ধুর আদর্শ মানেন, তাহলে জনগণের অধিকারের লড়াইকে সমর্থন করেন। অর্থ দিয়ে সামরিক শক্তি দিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ান।'
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, 'সভ্যতার ক্ষত নিরাময় করতে হলে, ফিলিস্তিনের অধিকার নিশ্চিত করতে হবে। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ নানা কথাবার্তার আড়ালে ইসরায়েলের জায়নবাদ লালন করে। বাংলাদেশও আজকে জায়ন মতাদর্শী রাষ্ট্রে পরিণত হয়েছে। এই দেশের আমলারা আজকে গুন্ডাবাহিনীতে পরিণত হয়েছে, তারা সাংবাদিকদের আটক রেখে নির্যাতন করছে। এটার সঙ্গে জায়নবাদের কোনো পার্থক্য নেই।'
নাগরিক সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকায় অবস্থিত ফিলিস্তিন দূতাবাসের প্রতিনিধি আব্দুর রহমান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক আসিফ নজরুল, রাষ্ট্রচিন্তার সদস্য অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, আলোকচিত্রী শহিদুল আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেহনুমা খানম।
নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৪ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
১ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে