রাতুল মণ্ডল, (শ্রীপুর) গাজীপুর
পুব আকাশে উঁকি দিয়েছে সূর্য। ভোরের আলো ফুটতেই একের পর এক টাটকা সবজি বহনকারী ইঞ্জিনচালিত নৌকা ভিড়তে শুরু করেছে গাজীপুরের শ্রীপুরের শীতলক্ষ্যা নদীর তীরে। প্রাচীন বরমী বাজার ঘাট এটি। যেখানে দুই ঘণ্টায় বিক্রি হয় কয়েক লাখ টাকার শাকসবজি।
এ হাট থেকে কৃষকদের টাটকা শাকসবজি যায় দেশের বিভিন্ন প্রান্তে। প্রতিবছরের মতো এ বছর শাকসবজির দাম কম থাকার কথা জানিয়েছেন কৃষকেরা।
হাটে আগত ও স্থানীয় প্রবীণেরা জানান, শ্রীপুর উপজেলার সাড়ে ৪০০ বছরের প্রাচীন হাট এটি। প্রাচীন হাটটির সঙ্গে পরিচয় আশপাশের কয়েক জেলার মানুষের। শীতকাল এলেই শীতলক্ষ্যা নদীর তীরে বসে বিশাল এ শাকসবজির হাট।
আজ বুধবার সকালে হাট বরমীতে গেলে চোখে পড়ে, ভোরের সূর্য উঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী গফরগাঁও, হোসেনপুর উপজেলা কৃষকেরা নৌকায় টাটকা শাকসবজি নিয়ে হাটে আসছেন। এ সময় দূর থেকে দেখলে শীতলক্ষ্যা নদীর তীরকে মনে হয় একটি ফুলবাগান। আর সেই বাগানে বিভিন্ন বাহারি রঙের ফুট ফুটেছে। কিন্তু গেলে দেখা যায় লাল আলু, টমেটোসহ নানান শাকসবজির পসারা সাজিয়ে বসেছে স্থানীয় কৃষকেরা।
দূরদূরান্তর পাইকারেরা দরদাম করে টাটকা শাকসবজি কিনে নিচ্ছেন। সারিবদ্ধভাবে সাজানো হয়েছে লাল আলু, টমেটো, সাদা আলু, কাঁচা মরিচ, শিম, ফুলকপি, বাঁধাকপি, ধনেপাতা, মুলা, লাউসহ শীতকালীন টাটকা শাকসবজি। কৃষক ও পাইকারেরা জানান কোনো ধরনের খাজনা ছাড়া শীতলক্ষ্যার তীরে টাটকা শাকসবজি বেচাকেনা চলে সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত।
গফরগাঁও উপজেলার কৃষক গিয়াসউদ্দিন জানান, এ বছর চার বিঘা জমিতে আলু, টমেটো ও কাঁচা মরিচ চাষ করেছেন। ফলন মোটামুটি ভালো। প্রতিবছরের মতো এ বছর শাকসবজি দাম নেই। তবুও খুশি তিনি ভালো ফলনে। প্রায় প্রতিবছর বরমীর হাটে শাকসবজি বিক্রি করতে আসেন। এখন পর্যন্ত আড়াই লাখ টাকার শাকসবজি বিক্রি করছেন।
গিয়াসউদ্দিন বলেন, ‘শুধু আমি না, আমাদের আশপাশের কয়েকটি গ্রামের কৃষকেরা তাদের উৎপাদিত শাকসবজি বরমী বাজারে বিক্রি করতে আসে।’
আলু, টমেটো বিক্রি করতে এসেছেন কৃষক মোফাজ্জল হোসেন। তিনি বলেন, ‘শীতলক্ষ্যা তীরে শাকসবজি বিক্রি করতে আমাদের অনেক সুবিধা। নৌকা থেকে তীরে উঠিয়ে সাজিয়ে রাখি। এরপর পাইকারেরা দরদাম করে নিয়ে যায়। এখানে শাকসবজি বিক্রি করতে কোনো টাকাপয়সা দিতে হয় না।’
কৃষক হাফেজ উদ্দিন বলেন, ‘আমাদের শাকসবজি খুবই ভালো। শাকসবজি উৎপাদন করতে আমরা ক্ষতিকারক কিছু ব্যবহার করি না। জৈব সার প্রয়োগ করি জমিতে। বীজ উৎপাদন খরচের তুলনায় দাম খুবই কম। এ জন্য কৃষক ক্ষতিগ্রস্ত হবে। দাম ভালো হলে কৃষক লাভের মুখ দেখত।’
পাইকার সোহেল মিয়া বলেন, ‘টাটকা শাকসবজি কিনতে প্রতি বুধবার বরমী বাজারের শীতলক্ষ্যা তীরে আসি। টাটকা শাকসবজির কদর ভালো বলে এখান থেকে শাকসবজি কিনে ঢাকায় বিক্রি করি। এখানে শাকসবজি খুবই ভালো। টাটকা শাকসবজির তুলনায় দামও একটু কম।’
বরমী বাজারের শীতলক্ষ্যা তীরের আড়তদার আব্দুল কাদির বলেন, শীতলক্ষ্যা নদীতীরে প্রতিদিন বসে টাটকা শাকসবজি হাট। দুই ঘণ্টা চলে বেচাকেনা। অল্প সময়ে এই হাটে লাখ লাখ টাকার টাটকা শাকসবজি বিক্রি হয়। সপ্তাহে এক দিন শাকসবজি বিক্রি করতে কোনো টাকাপয়সা দিতে হয় না কৃষকদের। সপ্তাহে বুধবার ছাড়াও প্রতিদিন প্রচুর পরিমাণ শাকসবজি বিক্রি হয়। দূরদূরান্তর পাইকারেরা শাকসবজি কিনে নিয়ে যায়। নদীর তীরে বাজার বসার কারণে মালামাল ওঠানামা করা খুবই সহজ। তাই কৃষকেরা শীতলক্ষ্যা তীরে শাকসবজি নিয়ে আসে।
পুব আকাশে উঁকি দিয়েছে সূর্য। ভোরের আলো ফুটতেই একের পর এক টাটকা সবজি বহনকারী ইঞ্জিনচালিত নৌকা ভিড়তে শুরু করেছে গাজীপুরের শ্রীপুরের শীতলক্ষ্যা নদীর তীরে। প্রাচীন বরমী বাজার ঘাট এটি। যেখানে দুই ঘণ্টায় বিক্রি হয় কয়েক লাখ টাকার শাকসবজি।
এ হাট থেকে কৃষকদের টাটকা শাকসবজি যায় দেশের বিভিন্ন প্রান্তে। প্রতিবছরের মতো এ বছর শাকসবজির দাম কম থাকার কথা জানিয়েছেন কৃষকেরা।
হাটে আগত ও স্থানীয় প্রবীণেরা জানান, শ্রীপুর উপজেলার সাড়ে ৪০০ বছরের প্রাচীন হাট এটি। প্রাচীন হাটটির সঙ্গে পরিচয় আশপাশের কয়েক জেলার মানুষের। শীতকাল এলেই শীতলক্ষ্যা নদীর তীরে বসে বিশাল এ শাকসবজির হাট।
আজ বুধবার সকালে হাট বরমীতে গেলে চোখে পড়ে, ভোরের সূর্য উঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী গফরগাঁও, হোসেনপুর উপজেলা কৃষকেরা নৌকায় টাটকা শাকসবজি নিয়ে হাটে আসছেন। এ সময় দূর থেকে দেখলে শীতলক্ষ্যা নদীর তীরকে মনে হয় একটি ফুলবাগান। আর সেই বাগানে বিভিন্ন বাহারি রঙের ফুট ফুটেছে। কিন্তু গেলে দেখা যায় লাল আলু, টমেটোসহ নানান শাকসবজির পসারা সাজিয়ে বসেছে স্থানীয় কৃষকেরা।
দূরদূরান্তর পাইকারেরা দরদাম করে টাটকা শাকসবজি কিনে নিচ্ছেন। সারিবদ্ধভাবে সাজানো হয়েছে লাল আলু, টমেটো, সাদা আলু, কাঁচা মরিচ, শিম, ফুলকপি, বাঁধাকপি, ধনেপাতা, মুলা, লাউসহ শীতকালীন টাটকা শাকসবজি। কৃষক ও পাইকারেরা জানান কোনো ধরনের খাজনা ছাড়া শীতলক্ষ্যার তীরে টাটকা শাকসবজি বেচাকেনা চলে সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত।
গফরগাঁও উপজেলার কৃষক গিয়াসউদ্দিন জানান, এ বছর চার বিঘা জমিতে আলু, টমেটো ও কাঁচা মরিচ চাষ করেছেন। ফলন মোটামুটি ভালো। প্রতিবছরের মতো এ বছর শাকসবজি দাম নেই। তবুও খুশি তিনি ভালো ফলনে। প্রায় প্রতিবছর বরমীর হাটে শাকসবজি বিক্রি করতে আসেন। এখন পর্যন্ত আড়াই লাখ টাকার শাকসবজি বিক্রি করছেন।
গিয়াসউদ্দিন বলেন, ‘শুধু আমি না, আমাদের আশপাশের কয়েকটি গ্রামের কৃষকেরা তাদের উৎপাদিত শাকসবজি বরমী বাজারে বিক্রি করতে আসে।’
আলু, টমেটো বিক্রি করতে এসেছেন কৃষক মোফাজ্জল হোসেন। তিনি বলেন, ‘শীতলক্ষ্যা তীরে শাকসবজি বিক্রি করতে আমাদের অনেক সুবিধা। নৌকা থেকে তীরে উঠিয়ে সাজিয়ে রাখি। এরপর পাইকারেরা দরদাম করে নিয়ে যায়। এখানে শাকসবজি বিক্রি করতে কোনো টাকাপয়সা দিতে হয় না।’
কৃষক হাফেজ উদ্দিন বলেন, ‘আমাদের শাকসবজি খুবই ভালো। শাকসবজি উৎপাদন করতে আমরা ক্ষতিকারক কিছু ব্যবহার করি না। জৈব সার প্রয়োগ করি জমিতে। বীজ উৎপাদন খরচের তুলনায় দাম খুবই কম। এ জন্য কৃষক ক্ষতিগ্রস্ত হবে। দাম ভালো হলে কৃষক লাভের মুখ দেখত।’
পাইকার সোহেল মিয়া বলেন, ‘টাটকা শাকসবজি কিনতে প্রতি বুধবার বরমী বাজারের শীতলক্ষ্যা তীরে আসি। টাটকা শাকসবজির কদর ভালো বলে এখান থেকে শাকসবজি কিনে ঢাকায় বিক্রি করি। এখানে শাকসবজি খুবই ভালো। টাটকা শাকসবজির তুলনায় দামও একটু কম।’
বরমী বাজারের শীতলক্ষ্যা তীরের আড়তদার আব্দুল কাদির বলেন, শীতলক্ষ্যা নদীতীরে প্রতিদিন বসে টাটকা শাকসবজি হাট। দুই ঘণ্টা চলে বেচাকেনা। অল্প সময়ে এই হাটে লাখ লাখ টাকার টাটকা শাকসবজি বিক্রি হয়। সপ্তাহে এক দিন শাকসবজি বিক্রি করতে কোনো টাকাপয়সা দিতে হয় না কৃষকদের। সপ্তাহে বুধবার ছাড়াও প্রতিদিন প্রচুর পরিমাণ শাকসবজি বিক্রি হয়। দূরদূরান্তর পাইকারেরা শাকসবজি কিনে নিয়ে যায়। নদীর তীরে বাজার বসার কারণে মালামাল ওঠানামা করা খুবই সহজ। তাই কৃষকেরা শীতলক্ষ্যা তীরে শাকসবজি নিয়ে আসে।
ময়মনসিংহে হজরত শাহসুফী সৈয়দ কালু শাহ (র.)-এর মিলাদ মাহফিল, দোয়া ও সামা কাওয়ালি অনুষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে অনুষ্ঠান চলাকালীন এ হামলা-ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
২৩ মিনিট আগেফরিদপুরের ভাঙ্গায় হাত-পা বাঁধা অবস্থায় ওহাব মাতুব্বর (৭০) নামের এক কেয়ারটেকারের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামের মৃত চিকিৎসক জালাল উদ্দিনের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
৩২ মিনিট আগেঢাকার সাভারে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অ্যাম্বুলেন্সসহ চলন্ত দুই বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সে থাকা ৪ জন ব্যক্তি দগ্ধ হয়ে মারা গেছেন। মরদেহ পুড়ে কয়লা হয়ে যাওয়ায় এখনো পরিচয় পাওয়া যায়নি...
৩৫ মিনিট আগেদীর্ঘদিন সংস্কার করা হয়নি রংপুর মহানগরীর বেশির ভাগ সড়ক। ফলে সড়কগুলোর পিচ-পাথর উঠে গিয়ে বেরিয়ে পড়েছে খোয়া ও মাটি। অনেক স্থানেই সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। এতে দুর্ভোগ হচ্ছে নগরবাসীর। বর্ষা মৌসুমের আগে সংস্কার না করলে সেই দুর্ভোগ বেড়ে যাবে কয়েক গুণ। এদিকে সিটি করপোরেশন বলছে, বরাদ্দ না থাকায় সংস্কার করা
৯ ঘণ্টা আগে