সড়ক আটকে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন, যানজটে ভোগান্তি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
Thumbnail image
নবাব সলিমুল্লাহ সড়কের চাষাঢ়া মুখী সড়ক বন্ধ করে স্টেজ নির্মাণ করেন স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।

নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় সড়ক বন্ধ করে মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত মিশনপাড়া এলাকায় চলে এই কর্মিসভা। এ সময় রাস্তা বন্ধ থাকায় সাধারণ যাত্রী ও পথচারীরা ভোগান্তির শিকার হন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে নবাব সলিমুল্লাহ সড়কের চাষাঢ়ামুখী সড়ক বন্ধ করে মঞ্চ নির্মাণ করছেন স্বেচ্ছাসেবক দলের নেতা–কর্মীরা। সেই সঙ্গে শহরের বেশ কয়েকটি বেসরকারি ক্লিনিকের সামনেও টাঙানো হয় মাইক। রোগীদের সমস্যা উপেক্ষা করেই মাইকে বক্তৃতা চলে। একদিকে চলাচলে ভোগান্তি, অন্যদিকে বেসরকারি ক্লিনিকের সামনে শব্দ দূষণ হলেও ভয়ে এর প্রতিবাদ করার সাহস করেনি কেউ।

সকাল থেকে মঞ্চ প্রস্তুত করে সড়ক আটকে রাখলেও সভা শুরু হয় দুপুর ২টা থেকে। কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব আহসান।

বিপুল নেতা–কর্মীর সমাবেশ এবং সড়ক আটকে রাখার কারণে যানবাহনের চাপ বাড়ে চাষাঢ়া থেকে খানপুরমুখী সড়কে। তৈরি হয় যানজট। ভোগান্তির শিকার হন খানপুর ৩০০ শয্যা হাসপাতালগামী রোগীসহ হাজারো যাত্রী। সেই সঙ্গে বেসরকারি ক্লিনিকে সেবা নিতে আসা রোগীদের আসা যাওয়ায় সৃষ্টি হয় প্রতিবন্ধকতা।

সড়ক আটকে রাখায় ক্ষোভ প্রকাশ করেন এক পথচারী। রাজীব নামে এক বেসরকারি চাকরিজীবী বলেন, ‘এভাবে রাস্তা আটকে রেখে আগে শামীম ওসমান সভা করত। মানুষকে বোঝাতো যে, শামীম ওসমান চাইলে রাস্তাঘাট আটকেও সভা সমাবেশ করা যায়। কিন্তু এভাবে রাস্তা আটকে সভা সমাবেশ করলে মানুষের ভোগান্তির হয়। শহরে শহীদ মিনার, খানপুর হাসপাতাল রোডের দক্ষিনপাশ, মহসিন ক্লাব মাঠ, রাসেল পার্ক সহ অনেকগুলো উন্মুক্ত স্থান আছে। এরপরেও রাস্তায় সভা সমাবেশ করার কোন যৌক্তিকতা নেই।’

এ বিষয়ে জানতে চাইলে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা বলেন, ‘এখানে আগেও অনেক সভা সমাবেশ হয়েছে। রাস্তায় সভা সমাবেশ নতুন কিছু নয়। তা ছাড়া এখানে সভার বিষয়ে সিটি করপোরেশন ও পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে।’

কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব আহসান।
কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব আহসান।

তবে এ বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। তিনি বলেন, ‘রাস্তার ওপর সভা সমাবেশের কোনো অনুমতি আমরা দিই না। শহীদ মিনার বা মানুষের চলাফেরায় অসুবিধা হয় না এমন স্থানে সভা সমাবেশের অনুমতি আমরা দিয়ে থাকি। স্বেচ্ছাসেবক দলের সভার বিষয়ে আমাদের তেমন কিছু জানা নেই।’

বিএনপির কিছু স্থানীয় কর্মী বলছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। জনগণ বিরক্ত হয় এমন কর্মকাণ্ডে নিজেদের জড়িয়ে ফেলার ব্যাপারে নিরুৎসাহিত করেছেন। সেই বার্তা পাওয়ার পরেও হাসপাতালের সামনে মাইক চালানো এবং দিনভর সড়ক বন্ধ করে দিয়ে সভা সমাবেশ করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতা–কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত