Ajker Patrika

সেই সাবেক সেনাসদস্যের বিরুদ্ধে র‍্যাবের মামলা

উত্তরা (ঢাকা), প্রতিনিধি
আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১১: ২০
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় সরকারি কাজে বাধা ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার দাপট দেখিয়ে র‍্যাবের হাতে আটক হওয়া সেনাবাহিনীর সাবেক ল্যান্স করপোরাল মো. শাহিন আলমের (২৯) বিরুদ্ধে মামলা দিয়েছে র‍্যাব। র‍্যাব-১-এর সিপিসি-২-এর কোম্পানি কোমান্ডার মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম এ কথা জানান।

মেজর আহনাফ আজকের পত্রিকাকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে শাহিন আলমকে উত্তরা সেক্টর ১৩ থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারীর মিথ্যা পরিচয় দিয়ে সরকারি কাজে বাধা প্রদানসহ আক্রমণ করার অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছে।

এর আগে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১৫ নম্বর সড়কের ১৫ নম্বর বাসা থেকে শনিবার (১৫ মার্চ) দিবাগত রাতে র‍্যাব তাঁকে আটক করে। পরে রোববার (১৬ মার্চ) রাতে উত্তরা পশ্চিম থানায় র‍্যাব বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা দেয়।

আটক শাহিন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজের নিরাপত্তার কাজে নিয়োজিত। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কয়রা ডাঙ্গা গ্রামের বদরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি উত্তরার ওই বাড়িটিতে থাকেন।

মামলার নথি থেকে জানা গেছে, উত্তরা ১৩ নম্বর সেক্টরের ওই বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি মোহাম্মদ আব্দুস সোবহানকে পুলিশ গ্রেপ্তার করতে যায়। তখন শাহিন নিজেকে সামরিক বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে পুলিশকে বাধা দেয়। পরে র‍্যাব তাঁর কাছে পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে সামরিক বাহিনীর ল্যান্স করপোরাল পরিচয় দেন। চ্যালেঞ্জ করা হলে মিনিস্টার কোম্পানির চেয়ারম্যানের বডিগার্ড হিসেবে চাকরি করেন বলে জানান শাহিন।

র‍্যাব জানায়, শাহিনের কাছ থেকে সেনাবাহিনীর একটি অস্থায়ী কার্ড ও সেনাবাহিনীর একটি কার্ড উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত