Ajker Patrika

রংপুরে মহাসড়ক আটকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

রংপুর প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ২১: ০১
উপদেষ্টাসহ ৩ দাবিতে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
উপদেষ্টাসহ ৩ দাবিতে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগসহ ৩ দফা দাবিতে রংপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র-জনতা। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। আজ মঙ্গলবার রংপুর–ঢাকা মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ করা হয়।

এর আগে বিক্ষোভ মিছিল নগরীর শাপলা চত্বর, লালবাগ, পার্কের মোড় হয়ে মডার্ন মোড়ে গিয়ে শেষ হয়। পরে রংপুর–ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে করে রাস্তার দু’ধারে যানজটের সৃষ্টি হয়।

সমাবেশে বক্তব্য দেন–বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমরান আহমেদ, ডা. জামিল হোসেন, ইমতিয়াজ ইমতি, নাহিদ হাসান খন্দকার, মোতাওয়াক্কিল বিল্লাহ শাহ ফকির প্রমুখ।

বক্তারা বলেন, ‘আবু সাঈদ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছেন। উত্তরবঙ্গে প্রথম রক্ত ঝরেছে। অথচ উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে উত্তরবঙ্গই বৈষম্যের শিকার। বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতা আন্দোলন করে নতুন দেশ উপহার দিয়েছে। অথচ সেই দেশে এখনো বৈষম্য রয়ে গেছে।’

উপদেষ্টাসহ ৩ দাবিতে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
উপদেষ্টাসহ ৩ দাবিতে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আখতার হোসেনকে উপদেষ্টা পরিষদের অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। সেই সঙ্গে অবিলম্বে সুষম উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়নে উত্তরবঙ্গের দুই বিভাগ থেকে কমপক্ষে দুজন করে চারজন উপদেষ্টা নিয়োগ করা, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আমলা ও কর্মকর্তা নিয়োগে আঞ্চলিক বৈষম্য দূর করা, পলিসি প্রণয়নে উত্তরবঙ্গের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পরামর্শ গ্রহণ, বিতর্কিত ও জুলাই বিপ্লবকে ধারণ করে না এমন উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকারে না রাখা এবং প্রত্যেক উপদেষ্টাকে তাদের কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিকভাবে জনসম্মুখে প্রকাশ করার তিন দফা দাবি জানানো হয়।

জানতে চাইলে গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক ড. রোকনুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘যে আবু সাঈদ বৈষম্য মুক্ত দেশ বিনির্মাণে শহীদ হলেন, যার আত্মত্যাগ নতুন বাংলাদেশ গড়তে স্বপ্ন দেখিয়েছে, সেই আবু সাঈদের রংপুর থেকে উপদেষ্টা পরিষদে কেউ না থাকাটা কষ্টের।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত