Ajker Patrika

ঈদের আগপর্যন্ত ঢাকার যেসব সড়ক নিয়ন্ত্রণ করবে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফাইল ছবি
ফাইল ছবি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর পান্থপথ, নিউমার্কেটসহ বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর বিভিন্ন মার্কেটকেন্দ্রিক কেনাকাটার জন্য বিপুল জনসমাগম হচ্ছে। বিভিন্ন মার্কেটে ঈদের কেনাকাটায় আগত জনসাধারণ ও মার্কেট এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের সুবিধায় ২১, ২২ ও ২৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন বেলা ১টা থেকে রাত ১০টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকা/সড়কে যানবাহনের চাপ বেশি হলে যান চলাচল নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন বোধে মাঝেমধ্যে ডাইভারশন দেওয়া হবে।

ডাইভারশন এলাকার বিষয়ে গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সোনারগাঁও ক্রসিং থেকে পান্থপথ (বীর উত্তম কাজী নুরুজ্জামান সড়ক) হয়ে পান্থপথ এলাকা/নিউমার্কেট এলাকা/ধানমন্ডি/মোহাম্মদপুর/ঝিগাতলা/মিরপুরগামী যানবাহনকে ফার্মগেট বা শাহবাগের দিকে; পান্থপথ গ্রিন রোড ক্রসিং থেকে সোনারগাঁও ক্রসিংগামী যানবাহনকে (পান্থপথে ইউটার্নকারী যানবাহনসহ) গ্রিন রোডে/রাসেল স্কয়ার বা ফার্মগেটের দিকে; মিরপুর রোড ও ধানমন্ডি থেকে আগত সায়েন্স ল্যাব ইন্টারসেকশন হয়ে নিউমার্কেটগামী যানবাহনকে (সিটি বাস ব্যতীত) সায়েন্স ল্যাব ক্রসিং থেকে বাঁয়ে মোড় নিয়ে এলিফ্যান্ট রোড বা কাটাবন রোড অথবা পলাশী ক্রসিং, নিউমার্কেট ক্রসিংয়ে নিউমার্কেটের সামনে দিয়ে মিরপুর সড়কগামী যানবাহনকে (সিটি বাস ব্যতীত) নিউমার্কেট ক্রসিং থেকে নীলক্ষেত ক্রসিং বা আজিমপুর ক্রসিং বা নিউমার্কেট-পিলখানা সড়কের দিকে ডাইভারশন দেওয়া হবে।

২১ ও ২২ মার্চ ও ২৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত এসব ডাইভারশন পান্থপথ (বীর উত্তম কাজী নুরুজ্জামান সড়ক) ও নিউমার্কেট এলাকায় যানবাহনের চাপ বিবেচনা করে মহানগরের অন্যান্য রাস্তা চলমান রাখার জন্য প্রয়োজন বোধে মাঝেমধ্যে বলবৎ করা হবে। ঈদের কেনাকাটা ছাড়া অন্য যানবাহনকে ২১, ২২ ও ২৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত বেলা ১টা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন মার্কেট-সংলগ্ন রাস্তা পরিহারের অনুরোধ জানানো হয়। এ ছাড়া নিউমার্কেট ক্রসিং থেকে সায়েন্স ল্যাব ক্রসিং পর্যন্ত মিরপুর রোডের উভয় পাশে রিকশা চলাচলের জন্য আলাদা লেন তৈরি করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পান্থপথ ও মিরপুর রোডে নিউমার্কেটের সামনে দিয়ে চলাচলকারী যানবাহনকে উপর্যুক্ত স্বল্প সময়ের ডাইভারশন ও মিরপুর রোডের নিউমার্কেট এলাকায় রিকশা লেন মেনে চলাচল করার জন্য অনুরোধ করা হলো। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ সবার সহযোগিতা কামনা করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অতিরিক্ত দায়িত্ব পালনে খাওয়ার খরচ চায় পুলিশ

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন একজন, কার কথা বললেন এনবিআর চেয়ারম্যান

ভারতে বসেছে বিশ্বের গোয়েন্দাপ্রধানদের আসর, কী হচ্ছে সেখানে

মামলা করতে যাওয়া নারীর কাছ থেকে টাকা ‘কেড়ে নিলেন’ এসআই

বিয়ে করলেন গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতা রাফি, কনে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত