Ajker Patrika

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২ দফা মাইন বিস্ফোরণ, মরল কুকুর ও বন্য শূকর

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে পুঁতে রাখা হয় এ রকম স্থলমাইন। ছবি: সংগৃহীত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে পুঁতে রাখা হয় এ রকম স্থলমাইন। ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের চামুছির শিয়ার অদূরে ২ দফা স্থলমাইন বিস্ফোরণে একটি কুকুর ও একটি বন্য শূকর মারা গেছে। আজ সোমবার বিকেলে ও রাতে পৃথক এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রগুলো জানায়, এ সীমান্তে বর্তমানে চোরাচালান বেড়েছে। এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে মিয়ানমার অংশের রাখাইনের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি আর এ দেশের কিছু চোরাকারবারি। সম্প্রতি আরাকান আর্মি ৪৯ নম্বর সীমান্ত পিলারের ১ কিলোমিটার ভেতরে চোরাই পণ্যের হাট বসিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের চোরাকারবারিদের চলাচলের সুযোগ করে দেয়। তবে বাংলাদেশ থেকে সে হাটে যারা যায়, তাদের কাছ থেকে ৫০০ টাকা চাঁদা নেয় আরাকান আর্মি।

সূত্র আরও জানান, এ চাঁদা আদায় করতে আরাকান আর্মি নির্দিষ্ট একটি গেট ব্যবহার করে। বাকি পাহাড়ি এলাকায় স্থলমাইন বসিয়ে আতঙ্কে রাখে ব্যবসায়ীদের; যাতে তাদের সেই ৫০০ টাকা হাতছাড়া না হয়। সোমবার দুই দফায় স্থলমাইন বিস্ফোরণের স্থান হলো সেই পথ।

স্থানীয় বাসিন্দা ও সমাজপতি আবদুর রহমান, ছৈয়দ হোসেন ও আহমদ ছলিম জানান, সোমবারের ২ দফা স্থলমাইন বিস্ফোরণে ১টি কুকুর ও ১টি বন্য শূকরের মৃত্যুর ঘটনা ঘটে। এর আগে এক ছাত্রসহ ৩ কাঠুরিয়ার পা উড়ে গিয়েছিল।

তবে এ বিষয়ে বক্তব্য নিতে ১১ বিজিবি অধিনায়কের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অতিরিক্ত দায়িত্ব পালনে খাওয়ার খরচ চায় পুলিশ

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন একজন, কার কথা বললেন এনবিআর চেয়ারম্যান

ভারতে বসেছে বিশ্বের গোয়েন্দাপ্রধানদের আসর, কী হচ্ছে সেখানে

মামলা করতে যাওয়া নারীর কাছ থেকে টাকা ‘কেড়ে নিলেন’ এসআই

বিয়ে করলেন গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতা রাফি, কনে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত