Ajker Patrika

বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি

বাসস
বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর পরিবারের সদস্য এবং কয়েকজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাকে সঙ্গে নিয়ে বঙ্গভবনের দরবার হলে আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

বৈশ্বিক করোনা মহামারির কারণে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠান এবারও হয়নি। রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ঈদের জামাত এ বছর আগেই বাতিল করা হয়। এ অবস্থায় রাষ্ট্রপতি নিজ পরিবারের সদস্য ও কয়েকজন সরকারি কর্মকর্তাকে নিয়ে বঙ্গভবনের দরবার হলে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

রাষ্ট্রপতির প্রেসসচিব মোহাম্মদ জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর সন্তান কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজোয়ান আহমেদ, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনসহ পরিবারের সদস্য এবং কয়েকজন গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাকে সঙ্গে নিয়ে আজ সকাল ১০টায় বঙ্গভবনের দরবার হলে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

ঈদের নামাজের ইমাম ছিলেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির। নামাজ শেষে বাংলাদেশ ও দেশের জনগণের অব্যাহত শান্তি ও অগ্রগতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় সাম্প্রতিক সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের আত্মার শান্তি কামনা এবং দেশ ও সারা বিশ্বে করোনায় আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত