নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের গাড়িবহরের একটি প্রাইভেট কারে ট্রাকের ধাক্কায় ঘটনায় মামলা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে ক্ষতিগ্রস্ত গাড়ির চালক বাদী হয়ে লোহাগাড়া থানায় এই মামলা করেন।
মামলায় ট্রাকচালক মজিবুর রহমান (৪০) এবং তাঁর ছেলে ও ট্রাকের সহকারী রিফাত মিয়াকে (১৮) আসামি করা হয়েছে। এর মধ্যে গতকাল ট্রাক চালক মজিবুর রহমান ও আজ বৃহস্পতিবার রিফাত মিয়াকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এনায়েত উল্লাহ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসনাত ও সারজিস একটি গাড়িবহরে করে আইনজীবী সাইফুল ইসলামের গ্রামের বাড়ি চুনতি ফারাঙ্গা এলাকা থেকে ফিরছিলেন। বহরে ১২টি মোটরসাইকেল, দুটি প্রাইভেট কার এবং একটি পাজেরো গাড়ি ছিল।
চুনতি হাজি রাস্তার মাথা এলাকায় গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় বহরের প্রথমে মোটরসাইকেল এবং পাজেরো গাড়িটি মহাসড়কে ওঠে। পাজেরোতে হাসনাত ও সারজিস অবস্থান করছিলেন। পরে একটি প্রাইভেট কার মহাসড়কে ওঠার সময় চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রাক সেটির সামনের বাঁ দিকের অংশে ধাক্কা দেয়।
ট্রাকের ধাক্কায় প্রাইভেট কারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত গাড়িতে হাসনাত-সারজিসের সফরসঙ্গীরা ছিলেন। এ ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ করেছে।
চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের গাড়িবহরের একটি প্রাইভেট কারে ট্রাকের ধাক্কায় ঘটনায় মামলা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে ক্ষতিগ্রস্ত গাড়ির চালক বাদী হয়ে লোহাগাড়া থানায় এই মামলা করেন।
মামলায় ট্রাকচালক মজিবুর রহমান (৪০) এবং তাঁর ছেলে ও ট্রাকের সহকারী রিফাত মিয়াকে (১৮) আসামি করা হয়েছে। এর মধ্যে গতকাল ট্রাক চালক মজিবুর রহমান ও আজ বৃহস্পতিবার রিফাত মিয়াকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এনায়েত উল্লাহ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসনাত ও সারজিস একটি গাড়িবহরে করে আইনজীবী সাইফুল ইসলামের গ্রামের বাড়ি চুনতি ফারাঙ্গা এলাকা থেকে ফিরছিলেন। বহরে ১২টি মোটরসাইকেল, দুটি প্রাইভেট কার এবং একটি পাজেরো গাড়ি ছিল।
চুনতি হাজি রাস্তার মাথা এলাকায় গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় বহরের প্রথমে মোটরসাইকেল এবং পাজেরো গাড়িটি মহাসড়কে ওঠে। পাজেরোতে হাসনাত ও সারজিস অবস্থান করছিলেন। পরে একটি প্রাইভেট কার মহাসড়কে ওঠার সময় চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রাক সেটির সামনের বাঁ দিকের অংশে ধাক্কা দেয়।
ট্রাকের ধাক্কায় প্রাইভেট কারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত গাড়িতে হাসনাত-সারজিসের সফরসঙ্গীরা ছিলেন। এ ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ করেছে।
শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, দেশ সংস্কার করতে হলে আগে নিজেকে সংস্কার করতে হবে। রোববার দুপুর সাড়ে ১২টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ‘আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে উদ্বোধনী বক্তৃতায় তিনি এ কথা ব
১ মিনিট আগেপ্রকাশ্যে হাতুড়িপেটা করে দুই পা ভেঙে দেওয়ার প্রতিশোধ, হাটবাজারের ইজারা দখল ও বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্ব—মূলত এই তিন কারণে মাদারীপুর সদরের খোয়াজপুরে তিন ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। হামলাকালে তিনজন স্থানীয় মসজিদে আশ্রয় নিয়েও প্রাণ রক্ষা করতে পারেননি। তাঁদের কুপ
৯ মিনিট আগেচাঁদপুর জেলার ৮ উপজেলায় ৯১ ইটভাটার মধ্যে ৪১ ভাটাই অবৈধ। আর এসব অবৈধ ইটভাটা বন্ধে শুরু হয়েছে যৌথ বাহিনীর অভিযান। একই দিন ফরিদগঞ্জ উপজেলার তিনটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
১৪ মিনিট আগেসাভারে এক নারী কনস্টেবল মারধরের শিকার হয়েছেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির এক নেতার গাড়িচালক তাঁকে মারধর করেছেন। আজ রোববার সাভার পৌর এলাকার থানা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে