Ajker Patrika

বেতাগীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ৩১ মার্চ ২০২৩, ২০: ৩৮
বেতাগীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

বরগুনার বেতাগীতে ১৪ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার দুপুরে ওই কিশোরীর বাবা বাদী হয়ে বেতাগী থানায় মামলা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। মামলায় অভিযুক্ত মুজিবর রহমান খানের (৫০) বাড়ি বেতাগী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে। 

ধর্ষণের শিকার শিশুর বাবা জানান, গত ২৯ মার্চ বিকেল ৫টার দিকে তাঁর বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে প্রলোভন দেখিয়ে বেতাগী-কচুয়া ফেরিঘাট এলাকা থেকে মুজিবর রহমান খান অপহরণ করে নিজ বাড়িতে নিয়ে যান। বাড়িতে ৩০ ঘণ্টার বেশি সময় আটকে রেখে মেয়েকে ধর্ষণ করেন। গতকাল রাতে মুজিবর তাঁর মেয়েকে ছেড়ে দিলে কাওছার হোসেন নামে এক ব্যক্তি মেয়েকে থানায় নিয়ে আসেন। তখন বেতাগী থানার ওসি মো. আনোয়ার হোসেন তাঁর মেয়েকে নিয়ে রাত সাড়ে ১২টার দিকে মুজিবর রহমানের বাড়ি গিয়ে ঘর থেকে মেয়ের পরিধানের জামাকাপড় উদ্ধার করেন। 

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বুদ্ধিপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তাঁর বাবা থানায় মামলা করেছেন। কাল শনিবার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে। অভিযুক্ত মুজিবর রহমান পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত