কলাপাড়ায় এক জালে ধরা পড়ল তিনটি সেইল ফিশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ১৪: ৩৩

পটুয়াখালীর কলাপাড়ায় জালে ধরা পড়েছে তিনটি সেইল ফিশ। এর মধ্যে একটির ওজন ৬০ কেজি ও অপর দুটির ওজন ১০ কেজি করে। আজ বৃহস্পতিবার সকালে মাছগুলোকে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের একটি আড়তে নিয়ে আসা হয়। এ সময় এ মাছগুলো এক নজর দেখতে ভিড় জমায় স্থানীয়রা। 

এদিকে উপকূলে এসব মাছের তেমন চাহিদা না থাকায় পরে মাছ তিনটি ১০ হাজার টাকায় কিনে নেন পটুয়াখালীর জাহাঙ্গীর নামের এক মাছ ব্যবসায়ী। 

গত তিন দিন আগে উপজেলার মহিপুরে মাহাবুব মাঝি নামের এক জেলের জালে ধরা পড়ে মাছগুলো। জেলে মাহাবুব বলেন, তিন দিন আগে বঙ্গোপসাগরের সোনার চর সংলগ্ন এলাকায় জালে মাছ তিনটি ধরা পড়ে। 
 
জালে ধরা পরা সেইল ফিশ। ছবি: আজকের পত্রিকামাছ ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন বলেন, ‘স্থানীয়দের চাহিদা কম থাকায় মাছগুলো চাহিদা মতো দামে কিনতে পেরেছি। আশা করছি মাছগুলো ভালো দামে বিক্রি করতে পারব।’ 

কলাপাড়া জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, দ্রুত গতির গভীর সাগরে চলাচলকারী এ মাছের নাম সেইল ফিশ। এ মাছ ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে দৌড়ায়। এর আগেও এখানে এ ধরনের মাছ ধরা পড়েছে। তবে স্থানীয়রা এটিকে পাখি মাছ নামে বলে থাকেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত