লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ও ধলীগৌরনগর—এ দুই ইউনিয়নের সংযোগ সড়কের পাটওয়ারীর খালের ওপর নির্মিত ব্রিজটির দক্ষিণ মাথায় ভেঙে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। ব্রিজটি এখন চলাচলকারী জনসাধারণের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মধ্যবর্তী বয়ে যাওয়া বেতুয়া নদীর উপশাখা পাটাওয়ারীর খালের ওপর চতলা এলাকার কুমারখালী ও উত্তর চরমোল্লাজী আজিজিয়া মাদ্রাসাসংলগ্ন ব্রিজটি কয়েক মাস যাবৎ ভেঙে যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে রয়েছে। এই ব্রিজের ওপর দিয়ে উপজেলা শহর থেকে ধলীগৌরনগর ইউনিয়ন হয়ে লর্ড হার্ডিঞ্জ বাজারে শত শত যাত্রীবাহী ও মালবাহী যানবাহন চলাচল করত। কিন্তু ব্রিজটি ভেঙে যাওয়ায় এখন আর আগের মতো যান চলাচল করতে পারছে না। দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীবাহী ও মালবাহী যানবাহনের চালকদের। স্থানীয়রা ব্রিজটির ওপর কিছুদিন কাঠ দিয়ে কোনো রকমে হালকা যানবাহন পারাপার করলেও এখন তা-ও ভেঙে যায়। বর্তমানে ভাঙা ব্রিজটির ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে রিকশা, ভ্যান, অটো ও মোটরসাইকেল। পথচারী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে ব্রিজটির ওপর দিয়ে।
মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. মোসলেহ উদ্দীন বলেন, ১ সপ্তাহ আগে বাড়ি থেকে সন্ধ্যায় বাজার করতে বেরিয়েছিলাম, ব্রিজটি পার হওয়ার সময় ভাঙা গর্তের জায়গায় পড়ে গিয়ে আমি হাতে-পায়ে মারাত্মক ব্যথা পেয়েছি। ভাগ্য ভালো, হাত-পা ছিলে গেলেও কোথাও ভাঙেনি। তিনি আরও বলেন, ‘ব্রিজটি ভাঙার কারণে চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করছে মানুষ। এতে অনেক পথচারী বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছে। কর্তৃপক্ষের উচিত বড় কোনো দুর্ঘটনা না ঘটার আগেই ব্রিজটি ভেঙে নতুন করে তৈরি করা। এ দাবি আমিসহ এলাকাবাসীর।’
স্থানীয় বাসিন্দা আনিচল হক মিয়া বলেন, উপজেলার মধ্যে সবচেয়ে বেশি মানুষ ও যানবাহন যাতায়াত করে এই সড়ক দিয়ে, ব্রিজটি ভাঙার কারণে যানবাহন আসা-যাওয়া করতে পারে না, দীর্ঘদিন ভাঙা ব্রিজটি দেখার মতো কেউ নেই।
এ ব্যাপারে লালমোহন উপজেলা প্রকৌশলী মো. বিল্লাল হোসেন বলেন, ‘ব্রিজটি সম্পর্কে আমরা অবগত আছি। রাজস্ব খাত থেকে বরাদ্দ দিয়ে ব্রিজটি শিগগিরই মেরামত করা হবে।’
ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ও ধলীগৌরনগর—এ দুই ইউনিয়নের সংযোগ সড়কের পাটওয়ারীর খালের ওপর নির্মিত ব্রিজটির দক্ষিণ মাথায় ভেঙে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। ব্রিজটি এখন চলাচলকারী জনসাধারণের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মধ্যবর্তী বয়ে যাওয়া বেতুয়া নদীর উপশাখা পাটাওয়ারীর খালের ওপর চতলা এলাকার কুমারখালী ও উত্তর চরমোল্লাজী আজিজিয়া মাদ্রাসাসংলগ্ন ব্রিজটি কয়েক মাস যাবৎ ভেঙে যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে রয়েছে। এই ব্রিজের ওপর দিয়ে উপজেলা শহর থেকে ধলীগৌরনগর ইউনিয়ন হয়ে লর্ড হার্ডিঞ্জ বাজারে শত শত যাত্রীবাহী ও মালবাহী যানবাহন চলাচল করত। কিন্তু ব্রিজটি ভেঙে যাওয়ায় এখন আর আগের মতো যান চলাচল করতে পারছে না। দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীবাহী ও মালবাহী যানবাহনের চালকদের। স্থানীয়রা ব্রিজটির ওপর কিছুদিন কাঠ দিয়ে কোনো রকমে হালকা যানবাহন পারাপার করলেও এখন তা-ও ভেঙে যায়। বর্তমানে ভাঙা ব্রিজটির ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে রিকশা, ভ্যান, অটো ও মোটরসাইকেল। পথচারী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে ব্রিজটির ওপর দিয়ে।
মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. মোসলেহ উদ্দীন বলেন, ১ সপ্তাহ আগে বাড়ি থেকে সন্ধ্যায় বাজার করতে বেরিয়েছিলাম, ব্রিজটি পার হওয়ার সময় ভাঙা গর্তের জায়গায় পড়ে গিয়ে আমি হাতে-পায়ে মারাত্মক ব্যথা পেয়েছি। ভাগ্য ভালো, হাত-পা ছিলে গেলেও কোথাও ভাঙেনি। তিনি আরও বলেন, ‘ব্রিজটি ভাঙার কারণে চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করছে মানুষ। এতে অনেক পথচারী বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছে। কর্তৃপক্ষের উচিত বড় কোনো দুর্ঘটনা না ঘটার আগেই ব্রিজটি ভেঙে নতুন করে তৈরি করা। এ দাবি আমিসহ এলাকাবাসীর।’
স্থানীয় বাসিন্দা আনিচল হক মিয়া বলেন, উপজেলার মধ্যে সবচেয়ে বেশি মানুষ ও যানবাহন যাতায়াত করে এই সড়ক দিয়ে, ব্রিজটি ভাঙার কারণে যানবাহন আসা-যাওয়া করতে পারে না, দীর্ঘদিন ভাঙা ব্রিজটি দেখার মতো কেউ নেই।
এ ব্যাপারে লালমোহন উপজেলা প্রকৌশলী মো. বিল্লাল হোসেন বলেন, ‘ব্রিজটি সম্পর্কে আমরা অবগত আছি। রাজস্ব খাত থেকে বরাদ্দ দিয়ে ব্রিজটি শিগগিরই মেরামত করা হবে।’
সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, হবিগঞ্জ জেলা সদরের অস্থায়ী ক্যাম্পাসে চালু করা হবিগঞ্জ মেডিকেল কলেজটির জন্য যত দ্রুত সম্ভব স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করতে হবে। এটি অত্যন্ত পরিতাপের বিষয় যে ইতিমধ্যে একটি ব্যাচ এমবিবিএস কোর্স সম্পন্ন করলেও এখন...
১১ মিনিট আগেঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে নারায়ণগঞ্জ শহরে ঢুকছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। কিন্তু উল্টো পথে চলাচলে বাধা দেয় ট্রাফিক স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা। আর তাতেই রেগে আগুন হয়ে শিক্ষার্থীদের সঙ্গে তর্ক জুড়ে দেন তিনি; যার ভিডিও...
৩৩ মিনিট আগেযশোরের মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরের নাজির শাহিন আলমকে মোবাইলে হুমকির পর মারপিটের ঘটনায় মনিরামপুর থানা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার যুবদলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে...
১ ঘণ্টা আগেসিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের জুমপাড়ে গ্রাম প্রতিরক্ষা বেড়িবাঁধ রক্ষায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে এলাকাবাসী। আজ শুক্রবার বাদ জুমা স্থানীয় ছাত্র-জনতা ও এলাকাবাসীর উদ্যোগে জাফলং বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কান্দুবস্তিসংলগ্ন জুমপাড়ে গ্রাম প্রতিরক্ষা বাঁধে গিয়ে শেষ হয়।
১ ঘণ্টা আগে