Ajker Patrika

লালমোহনে ভাঙা ব্রিজে ঝুঁকি নিয়ে চলছে এলাকাবাসী

লালমোহন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৪: ০৩
লালমোহনে ভাঙা ব্রিজে ঝুঁকি নিয়ে চলছে এলাকাবাসী

ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ও ধলীগৌরনগর—এ দুই ইউনিয়নের সংযোগ সড়কের পাটওয়ারীর খালের ওপর নির্মিত ব্রিজটির দক্ষিণ মাথায় ভেঙে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। ব্রিজটি এখন চলাচলকারী জনসাধারণের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মধ্যবর্তী বয়ে যাওয়া বেতুয়া নদীর উপশাখা পাটাওয়ারীর খালের ওপর চতলা এলাকার কুমারখালী ও উত্তর চরমোল্লাজী আজিজিয়া মাদ্রাসাসংলগ্ন ব্রিজটি কয়েক মাস যাবৎ ভেঙে যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে রয়েছে। এই ব্রিজের ওপর দিয়ে উপজেলা শহর থেকে ধলীগৌরনগর ইউনিয়ন হয়ে লর্ড হার্ডিঞ্জ বাজারে শত শত যাত্রীবাহী ও মালবাহী যানবাহন চলাচল করত। কিন্তু ব্রিজটি ভেঙে যাওয়ায় এখন আর আগের মতো যান চলাচল করতে পারছে না। দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীবাহী ও মালবাহী যানবাহনের চালকদের। স্থানীয়রা ব্রিজটির ওপর কিছুদিন কাঠ দিয়ে কোনো রকমে হালকা যানবাহন পারাপার করলেও এখন তা-ও ভেঙে যায়। বর্তমানে ভাঙা ব্রিজটির ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে রিকশা, ভ্যান, অটো ও মোটরসাইকেল। পথচারী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে ব্রিজটির ওপর দিয়ে। 

মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. মোসলেহ উদ্দীন বলেন, ১ সপ্তাহ আগে বাড়ি থেকে সন্ধ্যায় বাজার করতে বেরিয়েছিলাম, ব্রিজটি পার হওয়ার সময় ভাঙা গর্তের জায়গায় পড়ে গিয়ে আমি হাতে-পায়ে মারাত্মক ব্যথা পেয়েছি। ভাগ্য ভালো, হাত-পা ছিলে গেলেও কোথাও ভাঙেনি। তিনি আরও বলেন, ‘ব্রিজটি ভাঙার কারণে চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করছে মানুষ। এতে অনেক পথচারী বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছে। কর্তৃপক্ষের উচিত বড় কোনো দুর্ঘটনা না ঘটার আগেই ব্রিজটি ভেঙে নতুন করে তৈরি করা। এ দাবি আমিসহ এলাকাবাসীর।’ 

স্থানীয় বাসিন্দা আনিচল হক মিয়া বলেন, উপজেলার মধ্যে সবচেয়ে বেশি মানুষ ও যানবাহন যাতায়াত করে এই সড়ক দিয়ে, ব্রিজটি ভাঙার কারণে যানবাহন আসা-যাওয়া করতে পারে না, দীর্ঘদিন ভাঙা ব্রিজটি দেখার মতো কেউ নেই। 

এ ব্যাপারে লালমোহন উপজেলা প্রকৌশলী মো. বিল্লাল হোসেন বলেন, ‘ব্রিজটি সম্পর্কে আমরা অবগত আছি। রাজস্ব খাত থেকে বরাদ্দ দিয়ে ব্রিজটি শিগগিরই মেরামত করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত