Ajker Patrika

ঝালকাঠিতে কাভার্ড ভ্যানের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ০৯: ৩৩
ঝালকাঠিতে কাভার্ড ভ্যানের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ঝালকাঠির রাজাপুরে কাভার্ড ভ্যানের চাপায় সাবেক সেনাসদস্যসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত।

গতকাল শুক্রবার রাত পৌনে ১১টার দিকে ঝালকাঠি-পিরোজপুর মহাসড়কের উপজেলার নৈকাঠি পালবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের আংগারিয়া এলাকার মৃত নাজেম আলী তালুকদারের ছেলে অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. আনোয়ার হোসেন শাহিন ও পূর্ব রাজাপুর এলাকার মৃত আব্দুল করিম হাওলাদারের ছেলে মো. আলি হায়দার মহারাজ।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, গ্যাসের সিলিন্ডারবাহী একটি কাভার্ড ভ্যান পিরোজপুর থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ‘দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত