লালমোহন (ভোলা) প্রতিনিধি
১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয় ভোলার লালমোহনের করিমগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসা। প্রতিষ্ঠার ৭৭ বছর পেরিয়ে গেলেও এখনো জরাজীর্ণ টিনশেড ঘরেই চলছে শিক্ষা কার্যক্রম। সামান্য বৃষ্টিতেই ঘর পানিতে ভরে যায়। এতে গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ শিক্ষার্থীদের বই-খাতা ভিজে যায়। এ নিয়ে বিপাকে আছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।
জানা গেছে, মাদ্রাসাটিতে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫০০। গড়ে প্রতিদিন উপস্থিত থাকে ২৫০-৩০০ জন। প্রতিবছর মাদ্রাসায় নতুন করে ভর্তি হয় ১৫০ জনের মতো শিক্ষার্থী। প্রতিবছর দাখিল ও আলিম পরীক্ষায় অংশ নেয় অন্তত ১০০ শিক্ষার্থী। এসব শিক্ষার্থী বছরের পর বছর চরম দুর্ভোগ নিয়ে লেখাপড়া করছে প্রতিষ্ঠানটিতে। ১৯৪৫ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রায় ৭৭ বছর পেরিয়ে গেলেও সেই জরাজীর্ণ টিনশেড ঘরে এখন পর্যন্ত চলছে শিক্ষা কার্যক্রম।
দাখিল পরীক্ষার্থী তানহা ও আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী তালহা বলে, ‘বৃষ্টি এলে টিনের চালা দিয়ে ভেতরে পানি পড়ে। এতে বই-খাতা ভিজে যায়। তখন শ্রেণিকক্ষের মধ্যে বসে থাকাও অনেক কষ্টের হয়ে যায়। এতে করে আমাদের পড়ালেখায় সমস্যা হচ্ছে। আমরা দ্রুত মাদ্রাসার জন্য একটি পাকা ভবন নির্মাণের দাবি জানাচ্ছি।’
করিমগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, ‘মাদ্রাসার ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে চরম বেকায়দায় রয়েছি। এতে করে ব্যাহত হচ্ছে পাঠদান ও অফিসের কার্যক্রম। নতুন একটি ভবন নির্মাণের জন্য পাঁচবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেও কোনো কাজ হয়নি। প্রতিষ্ঠানের শিক্ষাকার্যক্রম আরও বেগবান করতে অতি শিগগির মাদ্রাসার জন্য একটি পাকা ভবন নির্মাণের জোর দাবি জানাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।’
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘উপজেলার প্রতিটি মাদ্রাসায় পর্যায়ক্রমে পাকা ভবন হবে। এই মাদ্রাসাও ভবনের জন্য অপেক্ষমাণ তালিকায় অন্তর্ভুক্ত আছে। আশা করছি খুব শিগগির মাদ্রাসাটির নতুন পাকা একটি ভবন সংশ্লিষ্ট দপ্তর থেকে পাস হবে।’
১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয় ভোলার লালমোহনের করিমগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসা। প্রতিষ্ঠার ৭৭ বছর পেরিয়ে গেলেও এখনো জরাজীর্ণ টিনশেড ঘরেই চলছে শিক্ষা কার্যক্রম। সামান্য বৃষ্টিতেই ঘর পানিতে ভরে যায়। এতে গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ শিক্ষার্থীদের বই-খাতা ভিজে যায়। এ নিয়ে বিপাকে আছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।
জানা গেছে, মাদ্রাসাটিতে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫০০। গড়ে প্রতিদিন উপস্থিত থাকে ২৫০-৩০০ জন। প্রতিবছর মাদ্রাসায় নতুন করে ভর্তি হয় ১৫০ জনের মতো শিক্ষার্থী। প্রতিবছর দাখিল ও আলিম পরীক্ষায় অংশ নেয় অন্তত ১০০ শিক্ষার্থী। এসব শিক্ষার্থী বছরের পর বছর চরম দুর্ভোগ নিয়ে লেখাপড়া করছে প্রতিষ্ঠানটিতে। ১৯৪৫ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রায় ৭৭ বছর পেরিয়ে গেলেও সেই জরাজীর্ণ টিনশেড ঘরে এখন পর্যন্ত চলছে শিক্ষা কার্যক্রম।
দাখিল পরীক্ষার্থী তানহা ও আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী তালহা বলে, ‘বৃষ্টি এলে টিনের চালা দিয়ে ভেতরে পানি পড়ে। এতে বই-খাতা ভিজে যায়। তখন শ্রেণিকক্ষের মধ্যে বসে থাকাও অনেক কষ্টের হয়ে যায়। এতে করে আমাদের পড়ালেখায় সমস্যা হচ্ছে। আমরা দ্রুত মাদ্রাসার জন্য একটি পাকা ভবন নির্মাণের দাবি জানাচ্ছি।’
করিমগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, ‘মাদ্রাসার ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে চরম বেকায়দায় রয়েছি। এতে করে ব্যাহত হচ্ছে পাঠদান ও অফিসের কার্যক্রম। নতুন একটি ভবন নির্মাণের জন্য পাঁচবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেও কোনো কাজ হয়নি। প্রতিষ্ঠানের শিক্ষাকার্যক্রম আরও বেগবান করতে অতি শিগগির মাদ্রাসার জন্য একটি পাকা ভবন নির্মাণের জোর দাবি জানাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।’
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘উপজেলার প্রতিটি মাদ্রাসায় পর্যায়ক্রমে পাকা ভবন হবে। এই মাদ্রাসাও ভবনের জন্য অপেক্ষমাণ তালিকায় অন্তর্ভুক্ত আছে। আশা করছি খুব শিগগির মাদ্রাসাটির নতুন পাকা একটি ভবন সংশ্লিষ্ট দপ্তর থেকে পাস হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় নীলফামারী-১ আসনের (ডোমার-ডিমলা) সাবেক সংসদ সদস্য (এমপি) আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৫ মার্চ) মধ্যরাতে রংপুর নগরীর সেনপাড়ার গুড় মজিবরের বাড়ি থেকে তাঁকে...
৩২ মিনিট আগেরাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সালেহ উদ্দিন জানান, আগুনে বস্তির প্রায় শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে।
১ ঘণ্টা আগেনেতৃত্বের শূন্যতায় ধুঁকছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)। তার প্রভাব পড়ছে নগরজীবনে। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, দূষণ, যানজট, জলজট, খানাখন্দে ভরা রাস্তাঘাট, মশার উপদ্রব, সড়কবাতির অভাবে রাতে ভুতুড়ে পরিবেশ—এসব এখন নগরবাসীর নিত্যসঙ্গী। কিন্তু এসব দেখার কেউ নেই।
৫ ঘণ্টা আগেদেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
৭ ঘণ্টা আগে