Ajker Patrika

ভোটার, পোলিং এজেন্টদের কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না: অভিযোগ বরিশালের জাপা প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল থেকে
আপডেট : ১২ জুন ২০২৩, ০৯: ৪৭
ভোটার, পোলিং এজেন্টদের কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না: অভিযোগ বরিশালের জাপা প্রার্থীর

সকাল ৮টা থেকে শুরু হয়েছে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। তবে ভোট শুরুর আগেই আওয়ামী লীগ, ছাত্রলীগের কর্মীরা বিভিন্ন কেন্দ্রে পোলিং এজেন্টদের ঢুকতে না দেওয়া এবং ভোটারদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ করেছেন জাতীয় পার্টি সমর্থিত লাঙল প্রতীকের মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস। 

আজ সোমবার সকাল ৮টা ২০ এ গোরস্থান রোড মাদ্রাসা কেন্দ্রে ভোট প্রদান শেষে এসব অভিযোগের কথা জানিয়েছেন তিনি। 

ইকবাল হোসেন তাপস বলেন, ‘সকাল থেকে আমি ফোন পাচ্ছি, আওয়ামী লীগ, ছাত্রলীগের ছেলেরা রাস্তায় ভোটারদেরকে ফিরিয়ে দিচ্ছে। ২২ নং ওয়ার্ডের কাজীপাড়াতে এই ঘটনা ঘটেছে। আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিজিবি ও পুলিশ কমিশনারকে জানিয়েছি।’ 

ইকবাল অভিযোগ করে আরও বলেন, ‘কিছু কিছু কেন্দ্রে লাঙল মার্কার পোলিং এজেন্টদের ঢুকতে দিচ্ছে না। পাসপোর্ট সাইজের ছবি হবে না স্ট্যাম্প সাইজের ছবি লাগবে বলে অনেক পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে।’ 

ভোট প্রদান পরবর্তী প্রতিক্রিয়ায় ইকবাল বলেন, ‘ভোট দিয়েছি, ইভিএমে ফিঙ্গার প্রিন্ট মিলছিলো না। পরে প্রিসাইডিং অফিসার ফিঙ্গার দিয়ে ১ শতাংশের মধ্যে এনে আমাকে ভোট দিতে সহায়তা করেছেন। তাই একটু সময় লেগেছে।’ 

ইভিএমের সমালোচনা করে ইকবাল বলেন, ‘ইভিএমে এমনিতে ভোট দেওয়াটা সহজ। কিন্তু ফিঙ্গারপ্রিন্ট এবং অন্যান্য অ্যারেনজমেন্টে একটু সময় লাগে। নারী ও বৃদ্ধ ভোটারদের সমস্যা হতে পারে। ভোট বিলম্বও হতে পারে৷’

সুষ্ঠু ভোটের শঙ্কা জানিয়েছেন লাঙল প্রতীকের এই প্রার্থী। তিনি বলেন, ‘সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা আছে। উনারা চাচ্ছে যেন ভোটটা স্লো হয়। তাহলে উনাদের জন্য সুবিধা। তারা চাচ্ছে, শুধু আওয়ামী লীগের কর্মীরা এসে ভোট দেবে, অন্য কেউ যেন না দিতে পারে।’

তবে ভোট সুষ্ঠু হলে তিনি ফলাফল মেনে নেবেন বলে জানিয়ে বলেন, ‘যদি দেখি কোথাও কোন অন্যায় হচ্ছে না তাহলে ভোটের ফলাফল যাই হোক না কেন, আমরা মেনে নিব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত