বিষখালী নদীর তীরে অচেতন নারীকে উদ্ধার, হাসপাতালে মৃত্যু

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৩, ২৩: ২৭

বরগুনার বেতাগীতে বিষখালী নদী থেকে অচেতন অবস্থায় এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ মে) সকাল ১১টার দিকে উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের বলাইবুনিয়া এলাকা থেকে ওই নারীকে উদ্ধার করে বেতাগী থানা-পুলিশ। 

ওই নারীর নাম জাহানারা বেগম (৫০)। তিনি কাজিরাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. হারুনের স্ত্রী। 

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, জাহানারা চিকিৎসার জন্য বৃহস্পতিবার বুড়ামজুমদার এলাকায় বোনের বাড়িতে আসেন। শনিবার সকালে তাঁর স্বামী তাঁকে দেখতে ওই বাড়িতে আসলে জানতে পারেন জাহানারা সকালে একা বাড়ি থেকে বের হয়ে গেছেন। পরিবারের লোকজন এরপর তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। সকাল ১১টার পার্শ্ববর্তী বিষখালী নদীর তীরে তাঁকে অচেতন অবস্থায় অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। এরপর স্বজনেরা খবর পেয়ে থানায় আসেন। 

বেতাগী থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় মজুমদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করে। তাঁকে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। লাশটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত