কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটায় ফানুস উৎসব, ঘোড়দৌড় ও সাংস্কৃতিক উৎসবের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা। গতকাল শনিবার সন্ধ্যার পরে কুয়াকাটার আকাশে ফানুস ওড়ানো হয়। এর আগে সৈকতে ঘোড়দৌড়, বিচ ভলিবল ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
সৈকতে ৬০টি স্টলের মাধ্যমে বরিশালের আঞ্চলিক পণ্য ও কিছু খাবার প্রদর্শন করা হয়। পর্যটন শিল্পকে বিকশিত করতে দুই দিন ব্যাপী এ উৎসবের আয়োজন করে টুরিজম বোর্ড এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়।
এদিকে অনুষ্ঠান ঘিরে স্থানীয়ভাবে যেভাবে প্রচার-প্রচারণা চালানো হয়েছে, সে অনুযায়ী পর্যটক দর্শনার্থীদের মন জয় করতে পারেনি আয়োজকেরা। সন্ধ্যার পরে ছিল না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান। আগত পর্যটক ও দর্শনার্থীরা হতাশ হয়ে ফিরে গেছেন। দ্বিতীয় দিন শুধু একটি সেমিনারের মধ্য দিয়ে শেষ হয় কুয়াকাটা উৎসব। সাদামাটা আয়োজনে হতাশ আগতরা।
কুয়াকাটা শিল্পীগোষ্ঠীর পরিচালক সাংবাদিক হোসাইন আমির জানান, কুয়াকাটা শিল্পীগোষ্ঠীর শিল্পীরা মঞ্চ প্রোগ্রাম, সরকারি বিভিন্ন অনুষ্ঠানে সংগীত পরিবেশনের মাধ্যমে পর্যটকসহ স্থানীয়দের বিনোদন দিয়ে আসছে। গত বিচ কার্নিভ্যাল অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের প্রাধান্য দিয়েছেন। এবার কুয়াকাটা উৎসবে তাঁদের ডাকা হয়নি। স্থানীয় আয়োজকেরা ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে তাদের এ অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বঞ্চিত করা হয়েছে।
কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আ. বারেক মোল্লা জানান, টুরিজম বোর্ডের অনুষ্ঠানের বিষয়ে তাঁরা কিছুই জানেন না। অনুষ্ঠানে স্থানীয়ভাবে যাঁরা দায়িত্ব পালন করেছেন, তাঁদের অনেকেই সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত। তাঁরা বেছে বেছে চিঠি দিয়েছেন। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদারও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, তাঁকে এবং তাঁর পৌর পরিষদকে অবমূল্যায়ন করা হয়েছে।
পটুয়াখালীর কুয়াকাটায় ফানুস উৎসব, ঘোড়দৌড় ও সাংস্কৃতিক উৎসবের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা। গতকাল শনিবার সন্ধ্যার পরে কুয়াকাটার আকাশে ফানুস ওড়ানো হয়। এর আগে সৈকতে ঘোড়দৌড়, বিচ ভলিবল ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
সৈকতে ৬০টি স্টলের মাধ্যমে বরিশালের আঞ্চলিক পণ্য ও কিছু খাবার প্রদর্শন করা হয়। পর্যটন শিল্পকে বিকশিত করতে দুই দিন ব্যাপী এ উৎসবের আয়োজন করে টুরিজম বোর্ড এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়।
এদিকে অনুষ্ঠান ঘিরে স্থানীয়ভাবে যেভাবে প্রচার-প্রচারণা চালানো হয়েছে, সে অনুযায়ী পর্যটক দর্শনার্থীদের মন জয় করতে পারেনি আয়োজকেরা। সন্ধ্যার পরে ছিল না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান। আগত পর্যটক ও দর্শনার্থীরা হতাশ হয়ে ফিরে গেছেন। দ্বিতীয় দিন শুধু একটি সেমিনারের মধ্য দিয়ে শেষ হয় কুয়াকাটা উৎসব। সাদামাটা আয়োজনে হতাশ আগতরা।
কুয়াকাটা শিল্পীগোষ্ঠীর পরিচালক সাংবাদিক হোসাইন আমির জানান, কুয়াকাটা শিল্পীগোষ্ঠীর শিল্পীরা মঞ্চ প্রোগ্রাম, সরকারি বিভিন্ন অনুষ্ঠানে সংগীত পরিবেশনের মাধ্যমে পর্যটকসহ স্থানীয়দের বিনোদন দিয়ে আসছে। গত বিচ কার্নিভ্যাল অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের প্রাধান্য দিয়েছেন। এবার কুয়াকাটা উৎসবে তাঁদের ডাকা হয়নি। স্থানীয় আয়োজকেরা ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে তাদের এ অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বঞ্চিত করা হয়েছে।
কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আ. বারেক মোল্লা জানান, টুরিজম বোর্ডের অনুষ্ঠানের বিষয়ে তাঁরা কিছুই জানেন না। অনুষ্ঠানে স্থানীয়ভাবে যাঁরা দায়িত্ব পালন করেছেন, তাঁদের অনেকেই সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত। তাঁরা বেছে বেছে চিঠি দিয়েছেন। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদারও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, তাঁকে এবং তাঁর পৌর পরিষদকে অবমূল্যায়ন করা হয়েছে।
চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ওয়াসার সরবরাহ করা পানিতে অতিরিক্ত লবণাক্ততার উপস্থিতি মিলেছে। পবিত্র রমজান মাস হওয়ায় এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অতি দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আজ বুধবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো
৪ মিনিট আগেসিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের ভেতরের একটি টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরের বালুচর এলাকায় অবস্থিত ছাত্রাবাসের টিলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
৭ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে গত পাঁচ মাসে পাঁচটি ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৫ জানুয়ারি মিশ্বানী এলাকায় পুলিশ পরিচয়ে চালবোঝাই ট্রাক ছিনতাই ও একটি গাড়ি ডাকাতির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
১১ মিনিট আগেশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একদল গবেষকের গবেষণায় উঠে এসেছে, সিলেট বিভাগের ৩২.৭ শতাংশ শিশুর বয়সের তুলনায় উচ্চতা কম। গবেষণাটি ওই বিভাগের শিশুদের অপুষ্টির চিত্র বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ উপজেলাগুলো চিহ্নিত করেছে।
১৫ মিনিট আগে