কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
ঘন কুয়াশার সঙ্গে তীব্র শীতে কাঁপছে পটুয়াখালীর কলাপাড়ার মানুষ। আজ রোববার সকাল ৯টায় কলাপাড়ায় সর্বনিম্ন ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া কার্যালয়। গত পাঁচ বছরের মধ্যে উপজেলায় আজ সবচেয়ে বেশি শীত অনুভূত হয়েছে বলে দাবি স্থানীয়দের। হাড় কাঁপানো শীতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছে শ্রমজীবী মানুষ। দুর্ভোগে রয়েছে চরাঞ্চলের বাসিন্দারা। অনেকেই খড়কুটো জালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছে।
এদিকে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নামায় উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও খোলা রাখা হয়েছে সব মাধ্যমিক বিদ্যালয়। জেলার সব হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা।
নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নাবিল আহমেদ বলে, ‘সকালে ঘুম থেকে উঠেই স্কুলে আসতে অনেক কষ্ট হয়েছে।’
পৌর শহরে ষাটোর্ধ্ব অটোরিকশাচালক আব্দুর রহিম বলেন, ‘অভাবের তাড়নায় এই শীত অপেক্ষা করো কাজে নামতে হয়। এক দিন না নামলে খাবার জোটে না।’
দিনমজুর আব্দুল করিম বলেন, ‘এই শীতে কাজে যেতে পারছি না, তাই আগুন পোহাচ্ছি। পরিবার নিয়ে সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে।’
খেপুপাড়া ঝড় সতর্কীকরণ রাডার স্টেশন ও আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সকালে শীত একটু বেশি অনুভূত হলেও বেলা হওয়ার সঙ্গে সঙ্গে রোদও উঠেছে। এবং শীত কমে গেছে। এ কারণে আমরা মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিইনি। তার পরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশ পেলে সেটা বাস্তবায়ন করা হবে।’
পটুয়াখালী আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী আজকের পত্রিকাকে বলেন, মাসজুড়ে এমন শীত অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভোরে ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া বয়ে যেতে পারে।
ঘন কুয়াশার সঙ্গে তীব্র শীতে কাঁপছে পটুয়াখালীর কলাপাড়ার মানুষ। আজ রোববার সকাল ৯টায় কলাপাড়ায় সর্বনিম্ন ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া কার্যালয়। গত পাঁচ বছরের মধ্যে উপজেলায় আজ সবচেয়ে বেশি শীত অনুভূত হয়েছে বলে দাবি স্থানীয়দের। হাড় কাঁপানো শীতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছে শ্রমজীবী মানুষ। দুর্ভোগে রয়েছে চরাঞ্চলের বাসিন্দারা। অনেকেই খড়কুটো জালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছে।
এদিকে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নামায় উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও খোলা রাখা হয়েছে সব মাধ্যমিক বিদ্যালয়। জেলার সব হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা।
নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নাবিল আহমেদ বলে, ‘সকালে ঘুম থেকে উঠেই স্কুলে আসতে অনেক কষ্ট হয়েছে।’
পৌর শহরে ষাটোর্ধ্ব অটোরিকশাচালক আব্দুর রহিম বলেন, ‘অভাবের তাড়নায় এই শীত অপেক্ষা করো কাজে নামতে হয়। এক দিন না নামলে খাবার জোটে না।’
দিনমজুর আব্দুল করিম বলেন, ‘এই শীতে কাজে যেতে পারছি না, তাই আগুন পোহাচ্ছি। পরিবার নিয়ে সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে।’
খেপুপাড়া ঝড় সতর্কীকরণ রাডার স্টেশন ও আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সকালে শীত একটু বেশি অনুভূত হলেও বেলা হওয়ার সঙ্গে সঙ্গে রোদও উঠেছে। এবং শীত কমে গেছে। এ কারণে আমরা মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিইনি। তার পরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশ পেলে সেটা বাস্তবায়ন করা হবে।’
পটুয়াখালী আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী আজকের পত্রিকাকে বলেন, মাসজুড়ে এমন শীত অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভোরে ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া বয়ে যেতে পারে।
টাঙ্গাইলের মির্জাপুরে আনন্দ সরকার নামের এক যুবক তাঁর মা-বাবা ও প্রতিবেশীসহ সাতজনকে কুপিয়ে জখম করেছেন। তাঁদের মধ্যে রাজেশ্বরী সরকার মিতু (৩৬) নামের এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ৩টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক যুবক আনন্দ সরকারকে পুলিশ আটক করেছে।
১৪ মিনিট আগেচট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ওয়াসার সরবরাহ করা পানিতে অতিরিক্ত লবণাক্ততার উপস্থিতি মিলেছে। পবিত্র রমজান মাস হওয়ায় এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অতি দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আজ বুধবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো
১৯ মিনিট আগেসিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের ভেতরের একটি টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরের বালুচর এলাকায় অবস্থিত ছাত্রাবাসের টিলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
২২ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে গত পাঁচ মাসে পাঁচটি ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৫ জানুয়ারি মিশ্বানী এলাকায় পুলিশ পরিচয়ে চালবোঝাই ট্রাক ছিনতাই ও একটি গাড়ি ডাকাতির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
২৬ মিনিট আগে