লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলা জেলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনে নারী সদস্য পদপ্রার্থী মোসাম্মৎ নাসিদা বেগম। দ্বিতীয়বারের মতো প্রার্থী হয়েছেন তিনি। তবে নাসিদা বেগম একজন ভিক্ষুক হয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টিকে ভিন্ন চোখে দেখছেন এলাকার অনেকে। অন্যদিকে তাঁর এই বিষয়টিকে স্বাগত জানাচ্ছেন এলাকায় অনেক সাধারণ ভোটার। সব মিলিয়েই একটি আলোচনা-সমালোচনার কেন্দ্রে পরিণত হয়েছে বিষয়টি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নাসিদা বেগম পেশায় একজন ভিক্ষুক। দ্বিতীয়বারের মতো আসন্ন বদরপুর ইউনিয়ন থেকে ইউপি নির্বাচনে সদস্য পদে প্রার্থী হয়েছেন। তিনি ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর স্বামী ফজলু খাঁ দিনমজুরির কাজ করতেন। ১৫ বছর আগে মারা যান। তাঁদের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছেন। এক ছেলে ঢাকায় রিকশা চালান, আরেক ছেলে এই ইউনিয়নে দেবিরচর বাজারে জুতা সেলাই করে সংসার চালান। মেয়েরা ঢাকায় থাকেন, সেখানে অন্যের বাড়িতে কাজের মেয়ে হিসেবে কাজ করছেন। নাসিদা তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। তাঁর নিজের ৮ শতাংশ জমি এবং প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের একটি ঘর রয়েছে। সেই ঘরে এক ছেলেকে নিয়ে থাকেন তিনি।
সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী হিসেবে তালগাছ প্রতীকে জনসংযোগ, উঠান বৈঠক আর প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন। ভোট চাইছেন ‘তালগাছ’ প্রতীকের।
সংরক্ষিত সদস্য পদপ্রার্থী নাসিদা বেগম বলেন, ‘আমার স্বামীও দিনমজুরির কাজ করে একবার ইউপি সদস্য পদে প্রার্থী হয়েছিলেন, তবে জয়ী হতে পারেননি। আমি এ নিয়ে দুবার নির্বাচনে প্রার্থী হলাম। এবার আমি জয়ী হব।’
তিনি আরও বলেন, ‘ভোট পার হলেই প্রার্থীরা জনগণকে ভুলে যায়, তাদের আর খোঁজখবর নেয় না, তাই আমি ক্ষোভেই প্রার্থী হয়েছি। জয়লাভ করতে পারলে গরিব মানুষের সেবা করব। এলাকার উন্নয়ন করব। ভোট যাতে সুষ্ঠু হয়, সেই দাবি জানাই।’
স্থানীয় ভোটার আবদুল মান্নান, খোরশেদ আলম ও শাহজাহান ব্যাপারী জানান, ‘গরিবদের সেবা করতে প্রার্থী হয়েছেন নাসিদা। ভোটারদের কাছ থেকেও তিনি সাড়াও পাচ্ছেন। এলাকার অনেকেই তাঁকে সহযোগিতা করছেন।’
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে। সবখানেই নির্বাচনী আমেজ। এরই মধ্যে প্রার্থী নাসিদা বেগমকে ভিন্ন চোখে দেখছেন কেউ কেউ। একজন ভিক্ষুক হয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি পুরো এলাকায় আলোচনা-সমালোচনার বস্তুতে পরিণত হয়েছে।
এ বিষয়ে উপজেলার নির্বাচন কর্মকর্তা ও রির্টার্নিং কর্মকর্তা আমীর খসরু গাজী বলেন, ‘অন্য প্রার্থীদের মতো নাসিদা বেগমও প্রচারণা চালাচ্ছেন। তিনি ভিক্ষুক হলেও সব প্রার্থীকেই আমরা সমানভাবে দেখছি। নির্বাচন নিয়ে কারও কোনো অভিযোগ নেই।’
প্রসঙ্গত, উপজেলার বদরগঞ্জ ইউনিয়নে আগামী ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সপ্তম ধাপের ইউপি নির্বাচন। এই ইউপিতে তিনটি ওয়ার্ডের সংরক্ষিত ১,২ ও ৩ আসনে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৫৬৬ জন। এখানে একই পদে নাসিদা বেগমের প্রতিদ্বন্দ্বী রয়েছেন আরও ছয় প্রার্থী।
ভোলা জেলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনে নারী সদস্য পদপ্রার্থী মোসাম্মৎ নাসিদা বেগম। দ্বিতীয়বারের মতো প্রার্থী হয়েছেন তিনি। তবে নাসিদা বেগম একজন ভিক্ষুক হয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টিকে ভিন্ন চোখে দেখছেন এলাকার অনেকে। অন্যদিকে তাঁর এই বিষয়টিকে স্বাগত জানাচ্ছেন এলাকায় অনেক সাধারণ ভোটার। সব মিলিয়েই একটি আলোচনা-সমালোচনার কেন্দ্রে পরিণত হয়েছে বিষয়টি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নাসিদা বেগম পেশায় একজন ভিক্ষুক। দ্বিতীয়বারের মতো আসন্ন বদরপুর ইউনিয়ন থেকে ইউপি নির্বাচনে সদস্য পদে প্রার্থী হয়েছেন। তিনি ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর স্বামী ফজলু খাঁ দিনমজুরির কাজ করতেন। ১৫ বছর আগে মারা যান। তাঁদের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছেন। এক ছেলে ঢাকায় রিকশা চালান, আরেক ছেলে এই ইউনিয়নে দেবিরচর বাজারে জুতা সেলাই করে সংসার চালান। মেয়েরা ঢাকায় থাকেন, সেখানে অন্যের বাড়িতে কাজের মেয়ে হিসেবে কাজ করছেন। নাসিদা তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। তাঁর নিজের ৮ শতাংশ জমি এবং প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের একটি ঘর রয়েছে। সেই ঘরে এক ছেলেকে নিয়ে থাকেন তিনি।
সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী হিসেবে তালগাছ প্রতীকে জনসংযোগ, উঠান বৈঠক আর প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন। ভোট চাইছেন ‘তালগাছ’ প্রতীকের।
সংরক্ষিত সদস্য পদপ্রার্থী নাসিদা বেগম বলেন, ‘আমার স্বামীও দিনমজুরির কাজ করে একবার ইউপি সদস্য পদে প্রার্থী হয়েছিলেন, তবে জয়ী হতে পারেননি। আমি এ নিয়ে দুবার নির্বাচনে প্রার্থী হলাম। এবার আমি জয়ী হব।’
তিনি আরও বলেন, ‘ভোট পার হলেই প্রার্থীরা জনগণকে ভুলে যায়, তাদের আর খোঁজখবর নেয় না, তাই আমি ক্ষোভেই প্রার্থী হয়েছি। জয়লাভ করতে পারলে গরিব মানুষের সেবা করব। এলাকার উন্নয়ন করব। ভোট যাতে সুষ্ঠু হয়, সেই দাবি জানাই।’
স্থানীয় ভোটার আবদুল মান্নান, খোরশেদ আলম ও শাহজাহান ব্যাপারী জানান, ‘গরিবদের সেবা করতে প্রার্থী হয়েছেন নাসিদা। ভোটারদের কাছ থেকেও তিনি সাড়াও পাচ্ছেন। এলাকার অনেকেই তাঁকে সহযোগিতা করছেন।’
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে। সবখানেই নির্বাচনী আমেজ। এরই মধ্যে প্রার্থী নাসিদা বেগমকে ভিন্ন চোখে দেখছেন কেউ কেউ। একজন ভিক্ষুক হয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি পুরো এলাকায় আলোচনা-সমালোচনার বস্তুতে পরিণত হয়েছে।
এ বিষয়ে উপজেলার নির্বাচন কর্মকর্তা ও রির্টার্নিং কর্মকর্তা আমীর খসরু গাজী বলেন, ‘অন্য প্রার্থীদের মতো নাসিদা বেগমও প্রচারণা চালাচ্ছেন। তিনি ভিক্ষুক হলেও সব প্রার্থীকেই আমরা সমানভাবে দেখছি। নির্বাচন নিয়ে কারও কোনো অভিযোগ নেই।’
প্রসঙ্গত, উপজেলার বদরগঞ্জ ইউনিয়নে আগামী ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সপ্তম ধাপের ইউপি নির্বাচন। এই ইউপিতে তিনটি ওয়ার্ডের সংরক্ষিত ১,২ ও ৩ আসনে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৫৬৬ জন। এখানে একই পদে নাসিদা বেগমের প্রতিদ্বন্দ্বী রয়েছেন আরও ছয় প্রার্থী।
সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, হবিগঞ্জ জেলা সদরের অস্থায়ী ক্যাম্পাসে চালু করা হবিগঞ্জ মেডিকেল কলেজটির জন্য যত দ্রুত সম্ভব স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করতে হবে। এটি অত্যন্ত পরিতাপের বিষয় যে ইতিমধ্যে একটি ব্যাচ এমবিবিএস কোর্স সম্পন্ন করলেও এখন...
৩ মিনিট আগেঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে নারায়ণগঞ্জ শহরে ঢুকছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। কিন্তু উল্টো পথে চলাচলে বাধা দেয় ট্রাফিক স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা। আর তাতেই রেগে আগুন হয়ে শিক্ষার্থীদের সঙ্গে তর্ক জুড়ে দেন তিনি; যার ভিডিও...
২৫ মিনিট আগেযশোরের মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরের নাজির শাহিন আলমকে মোবাইলে হুমকির পর মারপিটের ঘটনায় মনিরামপুর থানা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার যুবদলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে...
৪৪ মিনিট আগেসিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের জুমপাড়ে গ্রাম প্রতিরক্ষা বেড়িবাঁধ রক্ষায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে এলাকাবাসী। আজ শুক্রবার বাদ জুমা স্থানীয় ছাত্র-জনতা ও এলাকাবাসীর উদ্যোগে জাফলং বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কান্দুবস্তিসংলগ্ন জুমপাড়ে গ্রাম প্রতিরক্ষা বাঁধে গিয়ে শেষ হয়।
১ ঘণ্টা আগে