নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় পানির ড্রামের ভেতর থেকে ১ মাস ৩ দিন বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা সম্পর্কে জানতে ওই শিশুর বাবা-মাসহ চাচা-চাচিকে থানায় নিয়েছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের শশিদ গ্রামে নিজ ঘরে পানির ড্রামের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শিশুটির বাবার নাম সুকান্ত দেবনাথ এবং মায়ের নাম নমিতা দাস।
নবজাতকের দাদি মালতী বলেন, ‘সকালে নাতিকে আমার নাতিকে ওর মা নমিতা থালা-বাসন ধোয়ার জন্য ঘাটে যায়। এ সময় আমি নাতিকে রেখে গোসলে যাই। তখন ঘরে আমার মেজো ছেলে সুমন্ত স্ত্রী লিপি তাঁর দেড় বছর বয়সী বাচ্চাকে খাওয়াচ্ছিল। আর কেউ ঘরে ছিল না। হঠাৎ ঘরে এসে নমিতা আমার নাতিকে না পেয়ে খোঁজাখুঁজি করে। এরই মধ্যে মাঠ থেকে কাজ করে বাড়ি ফেরে আমার দুই ছেলে। পরে সবাই খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে আমাদের ঘরের পানির ড্রামের মধ্যে আমার নাতিকে দেখতে পায় ওর চাচা সুমন্ত। পরে খবর পেয়ে পুলিশ এসে আমার দুই ছেলে ও তাদের বউকে থানায় নিয়ে গেছে।’
এ বিষয়ে ইউপি সদস্য মৃদুল মজুমদার স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘শিশুটির বাবার নাম সুকান্ত দেবনাথ এবং মায়ের নাম নমিতা দাস। তাঁরা কৃষি কাজ করেন। সকাল দশটার দিকে নমিতা শিশুটিকে ঘরের বারান্দায় ঘাটে শুইয়ে থালা-বাসন ধোয়ার জন্য ঘাটে যায়। কিছুক্ষণ পরে নমিতা ঘরে এসে বাচ্চা না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে। ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর তাদের খাবার ঘরের ৩০ লিটারের একটি পানির ড্রামের মধ্যে শিশুটির মরদেহ পায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।’
ইউপি চেয়ারম্যান হুমায়ুন ব্যাপারী বলেন, ‘বাচ্চাটি খোঁজাখুঁজি করে না পেলে কিছুক্ষণ পর নিজেদের ঘরের পানির ড্রামে তার লাশ পাওয়া যায়। আমি খবর শুনে থানায় জানিয়ে পুলিশ পাঠিয়েছি।’
এ ঘটনার ব্যাপারে নেছারাবাদ কাউখালি সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন (পিপিএম) বলেন, ‘খবর পেয়ে শিশুটির মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর পাঠানো হয়েছে। বিষয়টি জানার জন্য শিশুটির বাবা-মাসহ চাচা-চাচিকে থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনত ব্যবস্থা নেওয়া হবে।’
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় পানির ড্রামের ভেতর থেকে ১ মাস ৩ দিন বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা সম্পর্কে জানতে ওই শিশুর বাবা-মাসহ চাচা-চাচিকে থানায় নিয়েছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের শশিদ গ্রামে নিজ ঘরে পানির ড্রামের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শিশুটির বাবার নাম সুকান্ত দেবনাথ এবং মায়ের নাম নমিতা দাস।
নবজাতকের দাদি মালতী বলেন, ‘সকালে নাতিকে আমার নাতিকে ওর মা নমিতা থালা-বাসন ধোয়ার জন্য ঘাটে যায়। এ সময় আমি নাতিকে রেখে গোসলে যাই। তখন ঘরে আমার মেজো ছেলে সুমন্ত স্ত্রী লিপি তাঁর দেড় বছর বয়সী বাচ্চাকে খাওয়াচ্ছিল। আর কেউ ঘরে ছিল না। হঠাৎ ঘরে এসে নমিতা আমার নাতিকে না পেয়ে খোঁজাখুঁজি করে। এরই মধ্যে মাঠ থেকে কাজ করে বাড়ি ফেরে আমার দুই ছেলে। পরে সবাই খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে আমাদের ঘরের পানির ড্রামের মধ্যে আমার নাতিকে দেখতে পায় ওর চাচা সুমন্ত। পরে খবর পেয়ে পুলিশ এসে আমার দুই ছেলে ও তাদের বউকে থানায় নিয়ে গেছে।’
এ বিষয়ে ইউপি সদস্য মৃদুল মজুমদার স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘শিশুটির বাবার নাম সুকান্ত দেবনাথ এবং মায়ের নাম নমিতা দাস। তাঁরা কৃষি কাজ করেন। সকাল দশটার দিকে নমিতা শিশুটিকে ঘরের বারান্দায় ঘাটে শুইয়ে থালা-বাসন ধোয়ার জন্য ঘাটে যায়। কিছুক্ষণ পরে নমিতা ঘরে এসে বাচ্চা না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে। ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর তাদের খাবার ঘরের ৩০ লিটারের একটি পানির ড্রামের মধ্যে শিশুটির মরদেহ পায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।’
ইউপি চেয়ারম্যান হুমায়ুন ব্যাপারী বলেন, ‘বাচ্চাটি খোঁজাখুঁজি করে না পেলে কিছুক্ষণ পর নিজেদের ঘরের পানির ড্রামে তার লাশ পাওয়া যায়। আমি খবর শুনে থানায় জানিয়ে পুলিশ পাঠিয়েছি।’
এ ঘটনার ব্যাপারে নেছারাবাদ কাউখালি সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন (পিপিএম) বলেন, ‘খবর পেয়ে শিশুটির মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর পাঠানো হয়েছে। বিষয়টি জানার জন্য শিশুটির বাবা-মাসহ চাচা-চাচিকে থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনত ব্যবস্থা নেওয়া হবে।’
দেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
১ ঘণ্টা আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
২ ঘণ্টা আগেমাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
২ ঘণ্টা আগে