Ajker Patrika

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৪: ০১
বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত

ঝালকাঠির রাজাপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী রাব্বি হোসেন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের চালকসহ তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত রাব্বি উপজেলার উত্তর মনোহরপুর গ্রামের রিকশাচালক বশির হোসেনের ছেলে এবং মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অম শ্রেণির ছাত্র। আহত ইমরান উপজেলার মনোহরপুর গ্রামের মজনু হাওলাদারের ছেলে, রাজিব ঝালকাঠির কীর্ত্তিপাশা গ্রামের আবুল ফরিদের ছেলে এবং রনি কীর্ত্তিপাশা গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

রাজাপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, স্কুলছাত্র রাব্বি সকালে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিল। রাজাপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় খুলনাগামী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। এতে মোটরসাইকেলের চার আরোহী মারাত্মক আহত হলে তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন। আহত ইমরান ও রাজিবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালে পাঠানো হয়েছে এবং রনিকে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, ‘পুলিশ ট্রাক ও ট্রাকচালক মেহেদি হাসানকে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত