Ajker Patrika

অপহরণের ১৩ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ২২: ৩৫
অপহরণের ১৩ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়ায় স্কুলছাত্রী অপহরণের ১৩ দিন পর ঢাকার কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে অপহরণকারী যুবককে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা-পুলিশ।

গ্রেপ্তার হওয়া যুবককে আজ মঙ্গলবার সকালে বরিশাল আদালতে পাঠানো হয়েছে এবং উদ্ধার হওয়া স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম।

ওসি মাজহারুল ইসলাম বলেন, আগৈলঝাড়া উপজেলার বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে গত ১৩ সেপ্টেম্বর সকালে ওই স্কুলের এক ছাত্রী (১৫) অপহরণের শিকার হয়। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে পরদিন থানায় মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি ছিলেন একই এলাকার মহিউদ্দিন ফকিরের ছেলে মমিন আহম্মেদ ওরফে নিরব ফকিরসহ (১৮) তাঁর সহযোগীরা। সোমবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মিল্টন মণ্ডল ঢাকার কামরাঙ্গীরচর থানা-পুলিশের সহায়তায় কামরাঙ্গীরচর এলাকার একটি বাসা থেকে নিরব ফকিরকে গ্রেপ্তার করে। এ সময় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ। সোমবার রাতেই তাঁদের আগৈলঝাড়া থানায় নিয়ে আসা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মিল্টন মন্ডল বলেন, গ্রেপ্তার নিরব ফকিরকে আজ (মঙ্গলবার) সকালে বরিশাল আদালতে এবং উদ্ধার হওয়া স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত