নিজস্ব প্রতিবেদক, বরিশাল
এসএসসি পরীক্ষায় এ বছর পাসের হারে দেশসেরা হয়েছে বরিশাল বোর্ড। এই বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৮ শতাংশ। এ হার গত বছরের চেয়ে বেশি। গত বছর ছিল ৮৯ দশমিক ৬১ শতাংশ। তবে এবার জিপিএ-৫-এর সংখ্যা কমেছে ৩ হাজার ৪৫৭টি। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৩১১ জন। গত বছর পেয়েছিল ৯ হাজার ৭৬৮ জন।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্বাস উদ্দিন খান আজকের পত্রিকাকে বলেন, ‘এবারের এসএসসির ফলাফলে পাসের হারে বরিশাল বোর্ড প্রথম হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রচেষ্টায় এ ফল হয়েছে।’
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন বলেন, ‘এ বছর গণিত বিষয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। যার প্রভাব পড়েছে গড় পাসের হার ও জিপিএ-৫-এ।’
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর বরিশাল বোর্ডে ৯০ হাজার ১৯৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ৮১ হাজার ৩৩৯ জন। পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে।
ছেলেদের পাসের হার ৮৮ দশমিক ২৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৫৭ জন। অপর দিকে মেয়েদের পাসের হার ৯১ দশমিক ৯৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬৫৪ জন।
এই বোর্ডে ছাত্র ছিল ৪৩ হাজার ১৬০ জন এবং পাস করেছে ৩৮ হাজার ৯৩ জন। ছাত্রী ৪৭ হাজার ৩৬ জনের মধ্যে পাস করেছে ৪৩ হাজার ২৪৬ জন।
বিভাগভিত্তিক পাসের হার সবচেয়ে বেশি বিজ্ঞান বিভাগে, ৯৬ দশমিক ৭৯ শতাংশ। এর পরে ব্যবসায় শিক্ষা বিভাগে ৯২ দশমিক ১৭ এবং মানবিক বিভাগে ৮৬ দশমিক ৮৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
এসএসসি পরীক্ষায় এ বছর পাসের হারে দেশসেরা হয়েছে বরিশাল বোর্ড। এই বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৮ শতাংশ। এ হার গত বছরের চেয়ে বেশি। গত বছর ছিল ৮৯ দশমিক ৬১ শতাংশ। তবে এবার জিপিএ-৫-এর সংখ্যা কমেছে ৩ হাজার ৪৫৭টি। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৩১১ জন। গত বছর পেয়েছিল ৯ হাজার ৭৬৮ জন।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্বাস উদ্দিন খান আজকের পত্রিকাকে বলেন, ‘এবারের এসএসসির ফলাফলে পাসের হারে বরিশাল বোর্ড প্রথম হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রচেষ্টায় এ ফল হয়েছে।’
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন বলেন, ‘এ বছর গণিত বিষয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। যার প্রভাব পড়েছে গড় পাসের হার ও জিপিএ-৫-এ।’
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর বরিশাল বোর্ডে ৯০ হাজার ১৯৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ৮১ হাজার ৩৩৯ জন। পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে।
ছেলেদের পাসের হার ৮৮ দশমিক ২৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৫৭ জন। অপর দিকে মেয়েদের পাসের হার ৯১ দশমিক ৯৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬৫৪ জন।
এই বোর্ডে ছাত্র ছিল ৪৩ হাজার ১৬০ জন এবং পাস করেছে ৩৮ হাজার ৯৩ জন। ছাত্রী ৪৭ হাজার ৩৬ জনের মধ্যে পাস করেছে ৪৩ হাজার ২৪৬ জন।
বিভাগভিত্তিক পাসের হার সবচেয়ে বেশি বিজ্ঞান বিভাগে, ৯৬ দশমিক ৭৯ শতাংশ। এর পরে ব্যবসায় শিক্ষা বিভাগে ৯২ দশমিক ১৭ এবং মানবিক বিভাগে ৮৬ দশমিক ৮৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৪ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৫ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে