লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলার ফুলবাগিচা বাজারের স্কুল রোডে ছোট একটি চায়ের দোকান নান্নু হোসেনের। প্রতিদিন ফজর নামাজের পর দোকান খোলেন তিনি। দোকান খুলেই প্রায় দু শ পাখিকে দোকানের রুটি, বিস্কুট আর মুড়ি দেন খেতে।
এভাবেই চলছে ৫ বছর ধরে। প্রথমে ২০ / ২৫টি শালিক আসলেও বর্তমানে শালিকের সংখ্যা প্রায় দু শ। প্রতিদিন ভোরে এমন আতিথেয়তার কারণে নান্নুর সঙ্গে শালিকগুলোর বেশ ভাব জমেছে। তাঁর সঙ্গে শালিকদের এমন সখ্য মন কেড়েছে এলাকাবাসীরও।
পাখিদের সঙ্গে এমন দারুণ সম্পর্কের ব্যাপারে নান্নু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘৫ বছর আগে দেখতাম বেশ কিছু শালিক ভোরে দোকানের সামনে বসে থাকে। তখন মাঝে মধ্যে শালিকদের খাবার দিতাম। এরপর থেকে ধীরে ধীরে শালিকের সংখ্যা বাড়তে থাকে। এতে শালিকগুলোর প্রতি এক ধরনের মায়া সৃষ্টি হয়ে যায়। তারপর থেকে নিয়মিত খাবার দিয়ে যাচ্ছি।’
নান্নু মিয়া আরও বলেন, ‘এখন প্রায় দু শ শালিক প্রতিদিন ভোরে আমার দোকানের সামনে আসে। আমি ওই সব শালিকদের খাবার দেই। পাখিগুলোর কিচিরমিচির ডাক সত্যিই ভালো লাগে। এতে মনের মধ্যেও প্রশান্তি মিলে।’
নেচার কনজারভেশন কমিটির (এনসিসি) ভোলার সমন্বয়কারী মো. জসিম জনি বলেন, ‘পাখির প্রতি মানুষের এ ধরনের ভালোবাসা থাকা উচিত। তাহলে পাখি বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে। পাখি বিভিন্ন ভাবে পরিবেশের উপকারে করে। আমাদের প্রত্যেকেরই উচিত পাখির প্রতি উদারতা দেখানো।’
ভোলার লালমোহন উপজেলার ফুলবাগিচা বাজারের স্কুল রোডে ছোট একটি চায়ের দোকান নান্নু হোসেনের। প্রতিদিন ফজর নামাজের পর দোকান খোলেন তিনি। দোকান খুলেই প্রায় দু শ পাখিকে দোকানের রুটি, বিস্কুট আর মুড়ি দেন খেতে।
এভাবেই চলছে ৫ বছর ধরে। প্রথমে ২০ / ২৫টি শালিক আসলেও বর্তমানে শালিকের সংখ্যা প্রায় দু শ। প্রতিদিন ভোরে এমন আতিথেয়তার কারণে নান্নুর সঙ্গে শালিকগুলোর বেশ ভাব জমেছে। তাঁর সঙ্গে শালিকদের এমন সখ্য মন কেড়েছে এলাকাবাসীরও।
পাখিদের সঙ্গে এমন দারুণ সম্পর্কের ব্যাপারে নান্নু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘৫ বছর আগে দেখতাম বেশ কিছু শালিক ভোরে দোকানের সামনে বসে থাকে। তখন মাঝে মধ্যে শালিকদের খাবার দিতাম। এরপর থেকে ধীরে ধীরে শালিকের সংখ্যা বাড়তে থাকে। এতে শালিকগুলোর প্রতি এক ধরনের মায়া সৃষ্টি হয়ে যায়। তারপর থেকে নিয়মিত খাবার দিয়ে যাচ্ছি।’
নান্নু মিয়া আরও বলেন, ‘এখন প্রায় দু শ শালিক প্রতিদিন ভোরে আমার দোকানের সামনে আসে। আমি ওই সব শালিকদের খাবার দেই। পাখিগুলোর কিচিরমিচির ডাক সত্যিই ভালো লাগে। এতে মনের মধ্যেও প্রশান্তি মিলে।’
নেচার কনজারভেশন কমিটির (এনসিসি) ভোলার সমন্বয়কারী মো. জসিম জনি বলেন, ‘পাখির প্রতি মানুষের এ ধরনের ভালোবাসা থাকা উচিত। তাহলে পাখি বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে। পাখি বিভিন্ন ভাবে পরিবেশের উপকারে করে। আমাদের প্রত্যেকেরই উচিত পাখির প্রতি উদারতা দেখানো।’
বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে অপর্ণা চক্রবর্তী (২৩) নামের এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২১ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় নীলফামারী-১ আসনের (ডোমার-ডিমলা) সাবেক সংসদ সদস্য (এমপি) আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৫ মার্চ) মধ্যরাতে রংপুর নগরীর সেনপাড়ার গুড় মজিবরের বাড়ি থেকে তাঁকে...
১ ঘণ্টা আগেরাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সালেহ উদ্দিন জানান, আগুনে বস্তির প্রায় শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে।
১ ঘণ্টা আগেনেতৃত্বের শূন্যতায় ধুঁকছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)। তার প্রভাব পড়ছে নগরজীবনে। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, দূষণ, যানজট, জলজট, খানাখন্দে ভরা রাস্তাঘাট, মশার উপদ্রব, সড়কবাতির অভাবে রাতে ভুতুড়ে পরিবেশ—এসব এখন নগরবাসীর নিত্যসঙ্গী। কিন্তু এসব দেখার কেউ নেই।
৬ ঘণ্টা আগে