নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল জেলায় বিএনপির একমাত্র চেয়ারম্যান ছিলেন চন্দ্রমোহন ইউনিয়নের সিরাজুল হক হাওলাদার। দুই বছর আগে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির অপ্রকাশ্যে সমর্থনে তিনি স্বতন্ত্র চেয়ারম্যান হওয়ার পর ইউনিয়ন বিএনপির উপদেষ্টা করা হয়। বরিশাল-৫ (মহানগর-সদর) আসনে নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার করায় সিরাজুল হককে বহিষ্কার করেছে বিএনপি।
একই সঙ্গে সদর উপজেলার আরও ৩ বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের ট্রাক প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচার করছেন। বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী এনায়েত হোসেন বাচ্চু দলের চার নেতাকে আজ সোমবার স্থায়ীভাবে বহিষ্কার করার সত্যতা নিশ্চিত করেছেন।
বহিষ্কৃতরা হলেন চন্দ্রমোহন ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল হক হাওলাদার, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুল করীম তুহিন, সদর উপজেলা কমিটির সদস্য চরবাড়িয়া ইউনিয়নের পারুল বেগম এবং চরবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাবুল খান।
চেয়ারম্যান সিরাজুল বলেন, ‘গত বুধবার নৌকার প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদ মাঠে বৈঠক করেন। সভা চলাকালে তিনি ইউনিয়ন পরিষদের কক্ষে বসেছিলেন। প্রতিমন্ত্রী তাঁর লোকের মাধ্যমে ডেকে নিয়ে মঞ্চে বসান। কিছু বলার জন্য তাঁকে মাইক দেওয়া হলে তিনি ইউনিয়নে মন্ত্রীর উন্নয়নকাজগুলোর বর্ণনা দেন। তবে নৌকার জন্য ভোট চাননি।’
সিরাজুল জানান, তিনি বহিষ্কার আদেশ পাননি। এর আগে তাঁকে কোনো শোকজও করা হয়নি।
বহিষ্কৃত চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপি নেতা ওবাইদুল হক তুহিন স্বতন্ত্র প্রার্থীর ট্রাক মার্কার পক্ষে থাকার কথা স্বীকার করে বলেন, ‘বিএনপির অনেকেই গোপনে স্বতন্ত্র প্রার্থীর জন্য কাজ করছেন।’
বরিশাল জেলায় বিএনপির একমাত্র চেয়ারম্যান ছিলেন চন্দ্রমোহন ইউনিয়নের সিরাজুল হক হাওলাদার। দুই বছর আগে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির অপ্রকাশ্যে সমর্থনে তিনি স্বতন্ত্র চেয়ারম্যান হওয়ার পর ইউনিয়ন বিএনপির উপদেষ্টা করা হয়। বরিশাল-৫ (মহানগর-সদর) আসনে নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার করায় সিরাজুল হককে বহিষ্কার করেছে বিএনপি।
একই সঙ্গে সদর উপজেলার আরও ৩ বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের ট্রাক প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচার করছেন। বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী এনায়েত হোসেন বাচ্চু দলের চার নেতাকে আজ সোমবার স্থায়ীভাবে বহিষ্কার করার সত্যতা নিশ্চিত করেছেন।
বহিষ্কৃতরা হলেন চন্দ্রমোহন ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল হক হাওলাদার, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুল করীম তুহিন, সদর উপজেলা কমিটির সদস্য চরবাড়িয়া ইউনিয়নের পারুল বেগম এবং চরবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাবুল খান।
চেয়ারম্যান সিরাজুল বলেন, ‘গত বুধবার নৌকার প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদ মাঠে বৈঠক করেন। সভা চলাকালে তিনি ইউনিয়ন পরিষদের কক্ষে বসেছিলেন। প্রতিমন্ত্রী তাঁর লোকের মাধ্যমে ডেকে নিয়ে মঞ্চে বসান। কিছু বলার জন্য তাঁকে মাইক দেওয়া হলে তিনি ইউনিয়নে মন্ত্রীর উন্নয়নকাজগুলোর বর্ণনা দেন। তবে নৌকার জন্য ভোট চাননি।’
সিরাজুল জানান, তিনি বহিষ্কার আদেশ পাননি। এর আগে তাঁকে কোনো শোকজও করা হয়নি।
বহিষ্কৃত চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপি নেতা ওবাইদুল হক তুহিন স্বতন্ত্র প্রার্থীর ট্রাক মার্কার পক্ষে থাকার কথা স্বীকার করে বলেন, ‘বিএনপির অনেকেই গোপনে স্বতন্ত্র প্রার্থীর জন্য কাজ করছেন।’
ফেসবুকে আওয়ামী লীগের ভিডিও শেয়ার দেওয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত দেলোয়ার হোসেন ওরফে বগা (৩৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
১৬ মিনিট আগেরাজশাহীতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে। আলেম, ওলামা ও তাওহীদি জনতা, রাজশাহীর ব্যানারে আজ সোমবার দুপুরে এ কর্মসূচি পালিত হয়।
২৪ মিনিট আগেনারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূকে হত্যা মামলায় স্বামী হীরা চৌধুরীকে (৩৩) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
২৮ মিনিট আগেখুলনার খালিশপুরে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩০ মিনিট আগে