Ajker Patrika

সারের দাম বাড়ায় বিপাকে পিরোজপুরের কৃষকেরা

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১৪: ৩০
সারের দাম বাড়ায় বিপাকে পিরোজপুরের কৃষকেরা

দেশে সারের দাম কেজিতে পাঁচ টাকা বৃদ্ধিতে পিরোজপুরের সাত উপজেলার সাধারণ কৃষকেরা বিপাকে পড়েছেন। এই অঞ্চলের কৃষকদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। কৃষকেরা মনে করছেন সারের দাম বাড়ার কারণে রবিশস্য, ধান ও সবজি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে।

জেলার বিভিন্ন উপজেলার সারের বাজারে দেখা গেছে, ডিলার ও কৃষক পর্যায়ে ইউরিয়া, টিএসপি, এমওপিসহ বিভিন্ন ধরনের সারের দাম কেজিপ্রতি পাঁচ টাকা বাড়িয়েছে সরকার। দাম বাড়ায় এখন থেকে কৃষক পর্যায়ে প্রতি কেজি ইউরিয়া ও টিএসপির দাম ২২ টাকা থেকে বেড়ে ২৭ টাকা, ডিএপি ১৬ টাকা থেকে বেড়ে ২১ টাকা, এমওপি সারের দাম ১৫ টাকা থেকে বেড়ে ২০ টাকা হয়েছে। অন্যদিকে পাঁচ টাকা বেড়ে ডিলার পর্যায়ে প্রতি কেজি ইউরিয়া ও টিএসপির দাম ২৫ টাকা, ডিএপির দাম ১৯ টাকা এবং প্রতি কেজি এমওপির দাম ১৮ টাকা হয়েছে; যা আগে ছিল ইউরিয়া ও টিএসপি ২০ টাকা, ডিএপি ১৪ টাকা এবং এমওপি ১৩ টাকা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে, পিরোজপুরে জেলা মঠবাড়িয়া, ভান্ডারিয়া, নাজিরপুর, নেছারাবাদ, কাউখালী, ইন্দুরকানী ও পিরোজপুর সদর উপজেলায় প্রায় ৬৫ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হতে পারে। হাইব্রিড, উফশী, স্থানীয় ও বোনা আমন মিলিয়ে কয়েক শতাধিক চাষি ৬৫ হাজার হেক্টর জমিতে আমনের চাষ করবেন। এ ছড়া রবিশস্য, ফল,, সবজিসহ বিভিন্ন ফসলও চাষ হবে। সারের দাম না কমলে প্রান্তিক পর্যায়ের সব কৃষকের ওপরই এর প্রভাব পড়বে।

কৃষক আনোয়ার মিয়া বলেন, ‘চলতি বছর তরমুজসহ বিভিন্ন সবজির চাষ করেছি। সারের দাম বৃদ্ধির কারণে অনেক ভোগান্তিতে আছি। বিশেষ করে তরমুজের খেত পানিতে ডুবে যাওয়ায় ব্যবসার মুখ দেখিনি। এর মধ্যে সারের দাম বাড়িয়ে আর কমানোর নাম নেই। কীভাবে আমরা ফসল ফলাব? সামনেই আমনের সময় বীজতলা থেকে শুরু করে সব ক্ষেত্রেই সারের দরকার। তাই সারের দাম কমানো দরকার।’

কৃষক হান্নান শেখ বলেন, ‘সামনেই আমনের সিজন। প্রথমে বীজতলা, এরপর রোপণের পরের ধাপই হলো সার দেওয়া। কিন্তু এখন সারের দাম অত্যধিক, যা কৃষকদের আয়ত্তের বাইরে। ইউরিয়া, টিএসপি, টিএমপি, এমওপি সব সারেরই দাম বেড়েছে। একদিকে তেলের দাম অন্যদিকে সারের দাম বাড়ায় আমনের চাষে ব্যাপক প্রভাব পড়বে।’

চাষি হামিদ মিয়া বলেন, ‘জমি বর্গা নিয়ে চাষাবাদ করা কৃষকদের অবস্থা অনেক খারাপ। তেলের দামের সঙ্গে সারের দাম বাড়ায় কৃষকদের মাথায় হাত। সারের দাম কমানো না হলে বর্গাচাষিদের চাষাবাদ করা অসম্ভব হবে।’

সারের দাম বাড়লে বিভিন্ন কীটনাশকের দামও বাড়ে জানিয়ে জমির মালিক মিল্টন মজুমদার বলেন, ‘আম ও লিচুগাছে ফল এসেছে। এ সময় পোকা নিধনের জন্য সার ও ওষুধ ছিটানো দরকার। সাররে দাম বাড়লে ওষুধের দামও বাড়ে। সার ও ওষুধের দাম না কমালে সাধারণ কৃষকেরা চাষাবাদবিমুখ হয়ে পড়বেন।’ 

পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম বলেন, সরকার সারসহ বিভিন্ন ক্ষেত্রে জনগণের সুবিধার্থে ভর্তুকি দিয়ে যাচ্ছে। এর মধ্যে সার উল্লেখযোগ্য। সারের দাম বাড়ার কারণে উৎপাদনে তেমন প্রভাব পড়বে না। সারের দাম কেজিপ্রতি ৫ টাকা বাড়িয়ে সরকারের ভর্তুকির জায়গাটা কমানো হয়েছে। এ ছাড়া কৃষকদের আমনের বীজ ও সার সরকারের পক্ষ থেকে প্রদান করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত