ঝালকাঠি সংবাদদাতা
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের (একাংশ) প্রায় অর্ধশত নেতা-কর্মী পদত্যাগ করেছেন। এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কার্যালয়ে (একাংশ) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দল থেকে অবমূল্যায়িত হওয়ার অভিযোগসহ তাঁদের নেতা ব্যারিস্টার শাহজাহান ওমরের সমর্থনে বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৫ জন নেতা-কর্মী এ স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগ করা নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মারুফ ও মো. ইলিয়াস মিয়া, উপজেলা যুবদলের সহসভাপতি মো. বশির হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হাসিব ভুট্টো, সদস্যসচিব মো. জাকির হোসেন, আওরাবুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রনি সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হাসান সরদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মারুফ বলেন, ‘আমাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী ও এমপি কিছুদিন আগে বিএনপি থেকে পদত্যাগ করেছেন। আওয়ামী লীগের নৌকার প্রার্থী হয়েছেন। আমরা জাতীয়তাবাদের আদর্শের রাজনীতি করেছি। তাঁর সঙ্গে রাজনীতি করে ছোট থেকে বড় হয়েছি। তাঁর হাতে আমাদের রাজনীতির আদর্শ হাতে খড়ি। তার নেতৃত্বে এই দক্ষিণাঞ্চলের রাজাপুর-কাঁঠালিয়া মানুষের সেবাযত্ন করে আসছি। আমি এবং সৈয়দ জাকির হোসেনসহ ৬ ইউনিয়নের নেতা-কর্মীদের নিয়ে আমরা সকলে কাঁঠালিয়া উপজেলা বিএনপি দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।’
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস মিয়া বলেন, ‘গণমানুষের স্বার্থে আমাদের প্রিয় নেতা রাজনীতি করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাঁকে বিভিন্ন সময় হেয়প্রতিপন্ন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাঁঠালিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস মিয়া, মোস্তাফিজুর রহমান মারুফসহ কাঁঠালিয়া উপজেলার নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে আমরা আজকে উক্ত পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।’
সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের সহসভাপতি মো. বশির হাওলাদার বলেন, ‘আমার নেতা ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমরের (বীরউত্তম) থেকেও জুনিয়র লোক স্থায়ী কমিটির মেম্বার হয়েছে। অথচ তাঁকে স্থায়ী কমিটির মেম্বার বানানো হয়নি। তাঁকে বাদ রেখে জামাল নামের এক লোককে দিয়ে কাঁঠালিয়া উপজেলার সকল কমিটি করানো হয়েছে। শাহজাহান ওমর দল ছেড়ে চলে গেছেন, আমরাও মূল্যায়ন পাইনি। এ কারণে আমি এই দলে আমার সকল পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির (একাংশ) সাবেক সভাপতি আবদুল জলিল মিয়াজি, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন কবির হাওলাদার।
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের (একাংশ) প্রায় অর্ধশত নেতা-কর্মী পদত্যাগ করেছেন। এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কার্যালয়ে (একাংশ) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দল থেকে অবমূল্যায়িত হওয়ার অভিযোগসহ তাঁদের নেতা ব্যারিস্টার শাহজাহান ওমরের সমর্থনে বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৫ জন নেতা-কর্মী এ স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগ করা নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মারুফ ও মো. ইলিয়াস মিয়া, উপজেলা যুবদলের সহসভাপতি মো. বশির হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হাসিব ভুট্টো, সদস্যসচিব মো. জাকির হোসেন, আওরাবুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রনি সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হাসান সরদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মারুফ বলেন, ‘আমাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী ও এমপি কিছুদিন আগে বিএনপি থেকে পদত্যাগ করেছেন। আওয়ামী লীগের নৌকার প্রার্থী হয়েছেন। আমরা জাতীয়তাবাদের আদর্শের রাজনীতি করেছি। তাঁর সঙ্গে রাজনীতি করে ছোট থেকে বড় হয়েছি। তাঁর হাতে আমাদের রাজনীতির আদর্শ হাতে খড়ি। তার নেতৃত্বে এই দক্ষিণাঞ্চলের রাজাপুর-কাঁঠালিয়া মানুষের সেবাযত্ন করে আসছি। আমি এবং সৈয়দ জাকির হোসেনসহ ৬ ইউনিয়নের নেতা-কর্মীদের নিয়ে আমরা সকলে কাঁঠালিয়া উপজেলা বিএনপি দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।’
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস মিয়া বলেন, ‘গণমানুষের স্বার্থে আমাদের প্রিয় নেতা রাজনীতি করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাঁকে বিভিন্ন সময় হেয়প্রতিপন্ন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাঁঠালিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস মিয়া, মোস্তাফিজুর রহমান মারুফসহ কাঁঠালিয়া উপজেলার নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে আমরা আজকে উক্ত পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।’
সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের সহসভাপতি মো. বশির হাওলাদার বলেন, ‘আমার নেতা ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমরের (বীরউত্তম) থেকেও জুনিয়র লোক স্থায়ী কমিটির মেম্বার হয়েছে। অথচ তাঁকে স্থায়ী কমিটির মেম্বার বানানো হয়নি। তাঁকে বাদ রেখে জামাল নামের এক লোককে দিয়ে কাঁঠালিয়া উপজেলার সকল কমিটি করানো হয়েছে। শাহজাহান ওমর দল ছেড়ে চলে গেছেন, আমরাও মূল্যায়ন পাইনি। এ কারণে আমি এই দলে আমার সকল পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির (একাংশ) সাবেক সভাপতি আবদুল জলিল মিয়াজি, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন কবির হাওলাদার।
সাভারের আশুলিয়ায় তাজরিন ফ্যাশন ট্র্যাজেডির এক যুগ পূর্তি হয়েছে আজ রোববার (২৪ নভেম্বর)। কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন আহত শ্রমিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ শ্রমিকরা।
৩ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে ফেসবুকে পোস্ট করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় ছাত্রদলের তিন সমর্থককে মারধর করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন সমর্থকের বিরুদ্ধে। আজ রোববার সকালে উপজেলার জুলুহার বাজারে এই হামলার ঘটনা ঘটে। থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
২৫ মিনিট আগেনেত্রকোনার পূর্বধলায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল শনিবার ভোরে উপজেলার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের বালুচরা এলাকায় এই ঝটিকা মিছিল করার পর রাতে ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
২৭ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের (৫৩ ব্যাচ) শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় অপরাধীর বিচারসহ ১১ দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে তালা দেওয়ার পর দাবি পূরণে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে বেলা ১টার
৩৮ মিনিট আগে