Ajker Patrika

ঝালকাঠিতে বিএনপির প্রায় অর্ধশত নেতা-কর্মীর পদত্যাগ

ঝালকাঠি সংবাদদাতা
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ২১: ৪১
ঝালকাঠিতে বিএনপির প্রায় অর্ধশত নেতা-কর্মীর পদত্যাগ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের (একাংশ) প্রায় অর্ধশত নেতা-কর্মী পদত্যাগ করেছেন। এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কার্যালয়ে (একাংশ) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

দল থেকে অবমূল্যায়িত হওয়ার অভিযোগসহ তাঁদের নেতা ব্যারিস্টার শাহজাহান ওমরের সমর্থনে বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৫ জন নেতা-কর্মী এ স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন। 

পদত্যাগ করা নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মারুফ ও মো. ইলিয়াস মিয়া, উপজেলা যুবদলের সহসভাপতি মো. বশির হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হাসিব ভুট্টো, সদস্যসচিব মো. জাকির হোসেন, আওরাবুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রনি সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হাসান সরদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। 

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মারুফ বলেন, ‘আমাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী ও এমপি কিছুদিন আগে বিএনপি থেকে পদত্যাগ করেছেন। আওয়ামী লীগের নৌকার প্রার্থী হয়েছেন। আমরা জাতীয়তাবাদের আদর্শের রাজনীতি করেছি। তাঁর সঙ্গে রাজনীতি করে ছোট থেকে বড় হয়েছি। তাঁর হাতে আমাদের রাজনীতির আদর্শ হাতে খড়ি। তার নেতৃত্বে এই দক্ষিণাঞ্চলের রাজাপুর-কাঁঠালিয়া মানুষের সেবাযত্ন করে আসছি। আমি এবং সৈয়দ জাকির হোসেনসহ ৬ ইউনিয়নের নেতা-কর্মীদের নিয়ে আমরা সকলে কাঁঠালিয়া উপজেলা বিএনপি দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।’ 

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস মিয়া বলেন, ‘গণমানুষের স্বার্থে আমাদের প্রিয় নেতা রাজনীতি করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাঁকে বিভিন্ন সময় হেয়প্রতিপন্ন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাঁঠালিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস মিয়া, মোস্তাফিজুর রহমান মারুফসহ কাঁঠালিয়া উপজেলার নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে আমরা আজকে উক্ত পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।’ 

সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের সহসভাপতি মো. বশির হাওলাদার বলেন, ‘আমার নেতা ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমরের (বীরউত্তম) থেকেও জুনিয়র লোক স্থায়ী কমিটির মেম্বার হয়েছে। অথচ তাঁকে স্থায়ী কমিটির মেম্বার বানানো হয়নি। তাঁকে বাদ রেখে জামাল নামের এক লোককে দিয়ে কাঁঠালিয়া উপজেলার সকল কমিটি করানো হয়েছে। শাহজাহান ওমর দল ছেড়ে চলে গেছেন, আমরাও মূল্যায়ন পাইনি। এ কারণে আমি এই দলে আমার সকল পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।’ 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির (একাংশ) সাবেক সভাপতি আবদুল জলিল মিয়াজি, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন কবির হাওলাদার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত