Ajker Patrika

পুরোনো সেতুর মালামাল চুরি, জিজ্ঞাসাবাদের জন্য ছাত্রলীগ সভাপতি আটক

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১৬: ২৮
পুরোনো সেতুর মালামাল চুরি, জিজ্ঞাসাবাদের জন্য ছাত্রলীগ সভাপতি আটক

বরগুনার বেতাগীতে পুরোনো সেতুর মালামাল চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মো. শাওন মৃধা নামের এক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে আটক করেছে পুলিশ। তিনি মোকামিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। গতকাল বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে মোকামিয়া এলাকার নিজ বাসা থেকে শাওন ও এক ভাঙারি ব্যবসায়ীকে থানায় আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন। 

এ নিয়ে ওসি মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মোকামিয়া ইউনিয়নের পুরোনো একটি সেতুর মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় মোকামিয়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী জালাল আহমেদ একটি অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে শাওনসহ এক ভাঙারি ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মালামাল চুরির সঙ্গে জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

মোকামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জালাল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘গত বুধবার সকালে মোকামিয়া বাজারের নৈশপ্রহরী আমাকে জানান, বাজারের পুরোনো একটি সেতুর ১৪টি বিম চুরি হয়ে গেছে। আমি চুরির ঘটনাটি থানায় জানিয়েছি। তবে এ ঘটনায় কাউকে পুলিশ আটক করেছে কি না, তা জানি না।’ 

ছাত্রলীগ নেতা শাওনের বাবা ও মোকামিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বাবুল মৃধা আজকের পত্রিকাকে বলেন, ‘মোকামিয়ার এক বাড়ি থেকে কিছুদিন আগে ১০০ বস্তা ভিজিএফ চাল উদ্ধার করে প্রশাসন। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান জালাল গাজীর সম্পৃক্ততার অভিযোগ ওঠে। চেয়ারম্যান এ জন্য আমাকে দায়ী করে আসছে। মূলত রাজনৈতিক বিরোধের জন্যই তিনি মালামাল চুরির মিথ্যা ঘটনা সাজিয়ে পুলিশ দিয়ে আমার ছেলেকে আটক করিয়েছেন।’ 

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, ‘মোকামিয়া ইউনিয়নের পুরোনো সেতুর মালামাল চুরির ঘটনায় বেতাগী থানায় মামলা হয়েছে। এ ঘটনায় দুজন আটক হয়েছে। তাঁরা মালামাল চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারও করেছেন। মালামাল বরিশালের কোথায় বিক্রি করেছেন, সেটাও জানিয়েছেন তাঁরা। সেসব মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত