Ajker Patrika

ফেনীতে তৃণমূলের ১৩০ নেতা কর্মীকে সংবর্ধনা দিল আ. লীগ

ফেনী প্রতিনিধি
ফেনীতে তৃণমূলের ১৩০ নেতা কর্মীকে সংবর্ধনা দিল আ. লীগ

ফেনীতে সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কৃষক, শ্রমিক, রিকশাচালক, নৈশ প্রহরী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাতারে থাকা আওয়ামী লীগের ১৩০ জন প্রবীণ নেতা কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে এ সংবর্ধনার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বি. কম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পিপি হাফেজ আহম্মদ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। 

সংবর্ধনা অনুষ্ঠানে প্রবীণ আওয়ামী লীগ নেতা কর্মীদের গৌরবময় কর্মকাণ্ডে প্রামাণ্য চিত্র উপস্থাপন করা হয়। এ ছাড়া ‘পথিকৃৎ’ নামে একটি সংবর্ধনা স্মারক প্রকাশ করা হয়। সংবর্ধনায় উত্তরীয়, স্মারক ও প্রবীণ নেতাদের শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। 

এ সময় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল আজকের পত্রিকাকে বলেন, ‘মহান স্বাধীনতার মাসে পূর্বসুরী ষাটোর্ধ্ব আওয়ামী লীগ নেতা কর্মীদের সংবর্ধনা দেওয়ার মাধ্যমে অতীত কার্যক্রম মূল্যায়ন দৃষ্টান্ত হয়ে থাকবে। তেমনিভাবে তারাও জীবন সায়াহ্নে সম্মানিত বোধ করেন। শুধু তাই নয়, আগামী দিনে বর্তমান প্রজন্মের নেতা কর্মীদের কাছে প্রেরণা হয়ে থাকবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত