রাঙ্গুনিয়ায় ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার 

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২২, ০০: ১৯

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১৩ বছর বয়সী এক ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে নাছির উদ্দিন (২৯) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভুক্তভোগী ছাত্রের মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আজ রোববার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃত নাছির উদ্দিনের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায়। তিনি গত ছয় বছর ধরে উপজেলার ৭ নম্বর বেতাগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কাটাখালী এলাকার হোসাইনিয়া দারুল উলুম মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

ভুক্তভোগীর পরিবার সূত্র জানা যায়, গতকাল শনিবার ওই মাদ্রাসা ছাত্র বাড়িতে আসার পর আর যেতে চাচ্ছিল না। মায়ের পিড়াপিড়ির কারণে একপর্যায়ে মাদ্রাসা শিক্ষক নাছির উদ্দিন তাকে জোরপূর্বক বলাৎকার করেছে বলে জানায়। 

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সৈয়দ বলেন, ‘অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক নাছির উদ্দিন কুতুবী প্রায়ই ওই ছাত্রকে যৌন নিপীড়ন (বলাৎকার) করতেন বলে স্বীকার করেছেন। এমনকি দুদিন আগেও ওই ছাত্রকে জোরপূর্বক বলাৎকার করেছেন। ঘটনাটি জানাজানি হয়ে গেলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমি তাকে উত্তেজিত জনতার হাত থেকে বাঁচিয়ে পুলিশের কাছে হস্তান্তর করি।’ 

এই বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বলেন, ‘আমাদের বাড়ির কাছেই মাদ্রাসাটি। সেখানে হেফজ বিভাগে পড়াশোনা করত আমার সন্তান। প্রায় রাতে পড়ানোর কথা বলে আমার সন্তানকে ডেকে নিয়ে যেতেন তিনি। আমরাও সরল মনে তাকে মাদ্রাসায় পাঠাতাম। কিন্তু আমার সন্তানের সাথে মাদ্রাসা শিক্ষক এত বড় খারাপ কাজ করবে কখনো ভাবিনি। ওই লোকটির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ 

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদ্রাসা শিক্ষক ছাত্র বলাৎকারের কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত