Ajker Patrika

সুবর্ণচরে অটোরিকশা ও ট্রাক্টরের সংঘর্ষ, নিহত ১ 

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১০: ১৪
সুবর্ণচরে অটোরিকশা ও ট্রাক্টরের সংঘর্ষ, নিহত ১ 

নোয়াখালীর সুবর্ণচরে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক্টরের সংঘর্ষে অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ সময় অটোরিকশার তিন যাত্রী আহত হন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কে ফায়ার সার্ভিস স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত অটোরিকশাচালকের নাম মো. সবুজ (৫২)। তিনি হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের সিরাজ মোল্লার ছেলে। 

আহতরা হলেন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার ডারকা গ্রামের মো. রাজিব (৪০), হাতিয়ার বরদেওয়াল গ্রামের আবুল কাশেম (৪৫) ও রাঙামাটি জেলার অনিক দাস (৪২)। 

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে উপজেলার চেয়ারম্যানঘাট থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে সদর উপজেলার সোনাপুরের দিকে যাচ্ছিল। পথে চরজব্বর ফায়ার সার্ভিসসংলগ্ন এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক ও তিন যাত্রী আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যান। সেখান থেকে অবস্থার অবনতি হলে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে রাত সাড়ে ৯টার দিকে অটোরিকশাচালক সুবজ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম বলেন, হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর ওই চালক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

চরজব্বর থানার ওসি মো. হুমায়ন কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনায় অটরিকশাচালক নিহত ও তিন যাত্রী আহত হন। সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক্টরটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত