কোম্পানীগঞ্জে প্রস্তুত ৪২ আশ্রয়কেন্দ্র 

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২২, ১৭: ০৫
আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১৯: ৩৭

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের মোকাবিলায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন। ঘূর্ণিঝড় মোকাবিলায় জরুরি তথ্য সংগ্রহ ও ত্রাণ বিতরণের জন্য সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে বলে জানানো হয়েছে। প্রস্তুত করা হয়েছে ৪২টি আশ্রয়কেন্দ্র। 

আজ সোমবার সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবা উল আলম ভূঁইয়ার সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. যোবায়ের হোসেনের সঞ্চালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

সভায় জানানো হয়, উপজেলায় একটি মুজিব কিল্লাসহ ৪২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে উপজেলার চরফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রাম, চরএলাহী, মুছাপুর ইউনিয়নের উপকূলীয় এলাকার ৪৪৫টি পরিবারকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। বসুরহাট পৌরসভাসহ ৮টি ইউনিয়নে ৯ জন ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। মেডিকেল টিম গঠন, শুকনো খাবার, মোমবাতি, দিয়াশলাইসহ যাবতীয় সামগ্রী সংগ্রহ করা হয়েছে। 

সভায় আরও জানানো হয়, ঘূর্ণিঝড় মোকাবিলার অংশ হিসেবে সকল মাছ ধরার ট্টলার, নৌকা নদী থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে নেওয়া হয়েছে। সকল সরকারি কর্মকর্তা, কর্মচারীকে সার্বক্ষণিক নিজ কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলার প্রতিটি উপকূলীয় এলাকায় সিপিপি সদস্যরা মাইকিং করে ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা পৌঁছে দিচ্ছে। সিপিপি সদস্যরা উপকূলীয় লোকজনকে এবং তাদের গৃহপালিত পশু, হাঁস-মোরগ নিয়ে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিচ্ছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত