চবি প্রতিনিধি
উপাচার্যের পদত্যাগ দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষকদের ‘সংবাদ প্রদর্শনী’র কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে অন্তত তিন ঘণ্টা পরে প্রদর্শনী শুরু হয়। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।
শিক্ষক সমিতির দাবি, প্রদর্শনী করার জন্য সরঞ্জামবাহী গাড়ি বিশ্ববিদ্যালয় ফটকের সামনে এক ঘণ্টা আটকে রাখা হয়। পরে শিক্ষকদের হস্তক্ষেপে প্রশাসনিক ভবনের সামনে আনলে সেখানে প্যান্ডেল করতে বাধা দেন প্রক্টরিয়াল বডি। তবে বাধা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা যায়, আজ (মঙ্গলবার) বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি এভাবেই চলবে?’ শিরোনামে এই সংবাদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের অনিয়মের ৪৮টি সংবাদ প্রদর্শন করা হয়।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ৯টার সময় ডেকোরেশনের সরঞ্জামবাহী গাড়ি ফটকে আটকে দেওয়া হয়। আমাদের শিক্ষকেরা এক ঘণ্টা পর সেখানে গিয়ে জিনিসপত্র প্রশাসনিক ভবনের সামনে নিয়ে আসেন।
‘এরপর প্যান্ডেলের কাজ শুরু হলে প্রক্টর একজন সহকারী প্রক্টরকে সঙ্গে এনে বাধা দেন। এ সময় প্রক্টর আমাদেরকে উপাচার্যের সঙ্গে আলোচনায় বসার জন্য বলেন। আমরা জানিয়েছি, আমাদের কর্মসূচি চলবে। আলোচনায় বসব কি না সেটা সবার মতামতের ওপর নির্ভর করবে। আপনি বাধা দিতে পারবেন না। বাধার কারণে আমাদের প্রদর্শনী ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও তা বেলা ২টায় শুরু হয়।’
তিনি বলেন, ‘আমাদের কাছে প্রায় পাঁচ শ সংবাদ ছিল। সেখান থেকে বাছাই করে কিছু সংবাদ আজকে প্রদর্শন করা হয়েছে। প্রদর্শনীতে সংবাদের সংখ্যা দিন দিন বাড়বে। আগামী সপ্তাহে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব।’
বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নুরুল আজিম সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘বাধা দেওয়ার বিষয়টি আমার জানা নেই। তবে আমি তাঁদের সঙ্গে আলোচনা করতে গিয়েছি। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।’
এর আগে গত ১৭ ডিসেম্বর আইন ও বাংলা বিভাগের নিয়োগ বোর্ড বাতিলের দাবি নিয়ে শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে উপাচার্যের বাগ্বিতণ্ডা হয়। পরে একই দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করে শিক্ষক সমিতি।
কর্মসূচি একপর্যায়ে উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ দাবির আন্দোলনে পরিণত হয়। এরপর শীতকালীন ছুটি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আন্দোলন স্থগিত করে শিক্ষক সমিতি।
উপাচার্যের পদত্যাগ দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষকদের ‘সংবাদ প্রদর্শনী’র কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে অন্তত তিন ঘণ্টা পরে প্রদর্শনী শুরু হয়। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।
শিক্ষক সমিতির দাবি, প্রদর্শনী করার জন্য সরঞ্জামবাহী গাড়ি বিশ্ববিদ্যালয় ফটকের সামনে এক ঘণ্টা আটকে রাখা হয়। পরে শিক্ষকদের হস্তক্ষেপে প্রশাসনিক ভবনের সামনে আনলে সেখানে প্যান্ডেল করতে বাধা দেন প্রক্টরিয়াল বডি। তবে বাধা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা যায়, আজ (মঙ্গলবার) বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি এভাবেই চলবে?’ শিরোনামে এই সংবাদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের অনিয়মের ৪৮টি সংবাদ প্রদর্শন করা হয়।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ৯টার সময় ডেকোরেশনের সরঞ্জামবাহী গাড়ি ফটকে আটকে দেওয়া হয়। আমাদের শিক্ষকেরা এক ঘণ্টা পর সেখানে গিয়ে জিনিসপত্র প্রশাসনিক ভবনের সামনে নিয়ে আসেন।
‘এরপর প্যান্ডেলের কাজ শুরু হলে প্রক্টর একজন সহকারী প্রক্টরকে সঙ্গে এনে বাধা দেন। এ সময় প্রক্টর আমাদেরকে উপাচার্যের সঙ্গে আলোচনায় বসার জন্য বলেন। আমরা জানিয়েছি, আমাদের কর্মসূচি চলবে। আলোচনায় বসব কি না সেটা সবার মতামতের ওপর নির্ভর করবে। আপনি বাধা দিতে পারবেন না। বাধার কারণে আমাদের প্রদর্শনী ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও তা বেলা ২টায় শুরু হয়।’
তিনি বলেন, ‘আমাদের কাছে প্রায় পাঁচ শ সংবাদ ছিল। সেখান থেকে বাছাই করে কিছু সংবাদ আজকে প্রদর্শন করা হয়েছে। প্রদর্শনীতে সংবাদের সংখ্যা দিন দিন বাড়বে। আগামী সপ্তাহে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব।’
বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নুরুল আজিম সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘বাধা দেওয়ার বিষয়টি আমার জানা নেই। তবে আমি তাঁদের সঙ্গে আলোচনা করতে গিয়েছি। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।’
এর আগে গত ১৭ ডিসেম্বর আইন ও বাংলা বিভাগের নিয়োগ বোর্ড বাতিলের দাবি নিয়ে শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে উপাচার্যের বাগ্বিতণ্ডা হয়। পরে একই দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করে শিক্ষক সমিতি।
কর্মসূচি একপর্যায়ে উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ দাবির আন্দোলনে পরিণত হয়। এরপর শীতকালীন ছুটি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আন্দোলন স্থগিত করে শিক্ষক সমিতি।
‘সুস্থ দেহ সুস্থ মন, হাঁটব আমি যতক্ষণ’—এই স্লোগানে চাঁদপুরে প্রথমবারের মতো ৪০০ নারী-পুরুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো হাঁটা ম্যারাথন (ওয়াকথন) প্রতিযোগিতা। আজ শনিবার ভোর সাড়ে ৬টায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে এই প্রতিযোগিতা শুরু হয়।
১ মিনিট আগেনেত্রকোনার কলমাকান্দায় মাদকের টাকার জন্য মাকে মারধর করায় শাহজাহান মিয়া (২৫) নামের এক যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে শাহজাহানের মা সাজেদা খাতুন ছেলেকে থানায় সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দেন।
১৯ মিনিট আগেঝিনাইদহ সদরের নতুন বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাকচালকের নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩ জন। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেকুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ
২ ঘণ্টা আগে