Ajker Patrika

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

কুবি প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা পৌনে ৪টায় মহাসড়ক অবরোধ করেন তাঁরা।

এর আগে আজ বেলা আড়াইটা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে জড়ো হতে শুরু করেন। বেলা ৩টায় শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উদ্দেশে মিছিল নিয়ে বের হন। এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটসহ কুমিল্লা জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা এ সময় তারা ‘তুই কে, আমি কে, রাজাকার রাজাকার’, ‘কে বলেছে কে বলেছে, সরকার সরকার’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘কোটাপ্রথার বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে’ বলে স্লোগান দিতে থাকেন।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সাদমান বলেন, ‘আমরা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরাও কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংহতি প্রকাশ করে মহাসড়ক অবরোধ করেছি। আমরা আমাদের দাবি থেকে সরব না।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। ছবি: আজকের পত্রিকাএ বিষয়ে ২০১৭-১৮ সেশনের আইন বিভাগের শিক্ষার্থী মো. সাকিব হোসাইন বলেন, ‘সরকারি চাকরিতে কোটার বৈষম্য দূর করতে হবে এবং মেধার ভিত্তিতে নিয়োগ চাই। আর নয় আমরা কর্মসূচি চালিয়ে যাব।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। ছবি: আজকের পত্রিকাউল্লেখ্য, এর আগে গত ৪, ৭, ৮, ১০ ও ১১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কুবি শিক্ষার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত