কুবি প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা পৌনে ৪টায় মহাসড়ক অবরোধ করেন তাঁরা।
এর আগে আজ বেলা আড়াইটা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে জড়ো হতে শুরু করেন। বেলা ৩টায় শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উদ্দেশে মিছিল নিয়ে বের হন। এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটসহ কুমিল্লা জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা এ সময় তারা ‘তুই কে, আমি কে, রাজাকার রাজাকার’, ‘কে বলেছে কে বলেছে, সরকার সরকার’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘কোটাপ্রথার বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে’ বলে স্লোগান দিতে থাকেন।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সাদমান বলেন, ‘আমরা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরাও কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংহতি প্রকাশ করে মহাসড়ক অবরোধ করেছি। আমরা আমাদের দাবি থেকে সরব না।’
এ বিষয়ে ২০১৭-১৮ সেশনের আইন বিভাগের শিক্ষার্থী মো. সাকিব হোসাইন বলেন, ‘সরকারি চাকরিতে কোটার বৈষম্য দূর করতে হবে এবং মেধার ভিত্তিতে নিয়োগ চাই। আর নয় আমরা কর্মসূচি চালিয়ে যাব।’
উল্লেখ্য, এর আগে গত ৪, ৭, ৮, ১০ ও ১১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কুবি শিক্ষার্থীরা।
কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা পৌনে ৪টায় মহাসড়ক অবরোধ করেন তাঁরা।
এর আগে আজ বেলা আড়াইটা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে জড়ো হতে শুরু করেন। বেলা ৩টায় শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উদ্দেশে মিছিল নিয়ে বের হন। এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটসহ কুমিল্লা জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা এ সময় তারা ‘তুই কে, আমি কে, রাজাকার রাজাকার’, ‘কে বলেছে কে বলেছে, সরকার সরকার’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘কোটাপ্রথার বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে’ বলে স্লোগান দিতে থাকেন।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সাদমান বলেন, ‘আমরা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরাও কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংহতি প্রকাশ করে মহাসড়ক অবরোধ করেছি। আমরা আমাদের দাবি থেকে সরব না।’
এ বিষয়ে ২০১৭-১৮ সেশনের আইন বিভাগের শিক্ষার্থী মো. সাকিব হোসাইন বলেন, ‘সরকারি চাকরিতে কোটার বৈষম্য দূর করতে হবে এবং মেধার ভিত্তিতে নিয়োগ চাই। আর নয় আমরা কর্মসূচি চালিয়ে যাব।’
উল্লেখ্য, এর আগে গত ৪, ৭, ৮, ১০ ও ১১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কুবি শিক্ষার্থীরা।
বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে অপর্ণা চক্রবর্তী (২৩) নামের এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২২ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় নীলফামারী-১ আসনের (ডোমার-ডিমলা) সাবেক সংসদ সদস্য (এমপি) আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৫ মার্চ) মধ্যরাতে রংপুর নগরীর সেনপাড়ার গুড় মজিবরের বাড়ি থেকে তাঁকে...
১ ঘণ্টা আগেরাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সালেহ উদ্দিন জানান, আগুনে বস্তির প্রায় শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে।
১ ঘণ্টা আগেনেতৃত্বের শূন্যতায় ধুঁকছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)। তার প্রভাব পড়ছে নগরজীবনে। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, দূষণ, যানজট, জলজট, খানাখন্দে ভরা রাস্তাঘাট, মশার উপদ্রব, সড়কবাতির অভাবে রাতে ভুতুড়ে পরিবেশ—এসব এখন নগরবাসীর নিত্যসঙ্গী। কিন্তু এসব দেখার কেউ নেই।
৬ ঘণ্টা আগে