ফেনী প্রতিনিধি
ফেনীর সদর উপজেলায় আগুনে ঝলসে যাওয়ার পাঁচ দিন পর কলেজছাত্রী মাশকুরা আক্তার মুমো মারা গেছেন। আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গত সোমবার দুপুরে উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষিয়ারা হাইস্কুলের ফটকের সামনে দগ্ধ হওয়ার এই ঘটনা ঘটে।
মাশকুরার মারা যাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন তাঁর বাবা স্থানীয় লক্ষীয়ারা ফাজিল মাদ্রাসার অফিস সহকারী আবদুল মালেক। মাশকুরা স্থানীয় ন্যাশনাল কলেজের শিক্ষার্থী ছিলেন বলে জানান তিনি।
লক্ষিয়ারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল জানান, ‘গত সোমবার শরীরে আগুন লাগার পর মাশকুরার চিৎকারে এগিয়ে যাই। তাঁকে উদ্ধার করে দ্রুত ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠাই। আগুনের সূত্রপাতের বিষয়ে মেয়ের পরিবার আমাদেরকে কিছুই জানায়নি।’
স্থানীয় লোকজন জানান, লক্ষীয়ারা ইসলমিয়া ফাজিল মাদ্রাসা ও হাইস্কুলের সামনের এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক ছিল মাশকুরার। সম্প্রতি তাঁদের মধ্যে টানাপোড়েন চলছিল। সোমবার সকালে বাবার কর্মস্থলে এসে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন তিনি। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ফেনী আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইদুর রহমান জানান, মাশকুরা আক্তার মুমোর শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছিল।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘মাশকুরার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। তবে তাঁর পরিবার আত্মহত্যার চেষ্টার সংক্রান্ত কোনো অভিযোগ আমাদের কাছে দেয়নি। তাঁরা পরে যোগাযোগ করবে।’
ফেনীর সদর উপজেলায় আগুনে ঝলসে যাওয়ার পাঁচ দিন পর কলেজছাত্রী মাশকুরা আক্তার মুমো মারা গেছেন। আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গত সোমবার দুপুরে উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষিয়ারা হাইস্কুলের ফটকের সামনে দগ্ধ হওয়ার এই ঘটনা ঘটে।
মাশকুরার মারা যাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন তাঁর বাবা স্থানীয় লক্ষীয়ারা ফাজিল মাদ্রাসার অফিস সহকারী আবদুল মালেক। মাশকুরা স্থানীয় ন্যাশনাল কলেজের শিক্ষার্থী ছিলেন বলে জানান তিনি।
লক্ষিয়ারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল জানান, ‘গত সোমবার শরীরে আগুন লাগার পর মাশকুরার চিৎকারে এগিয়ে যাই। তাঁকে উদ্ধার করে দ্রুত ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠাই। আগুনের সূত্রপাতের বিষয়ে মেয়ের পরিবার আমাদেরকে কিছুই জানায়নি।’
স্থানীয় লোকজন জানান, লক্ষীয়ারা ইসলমিয়া ফাজিল মাদ্রাসা ও হাইস্কুলের সামনের এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক ছিল মাশকুরার। সম্প্রতি তাঁদের মধ্যে টানাপোড়েন চলছিল। সোমবার সকালে বাবার কর্মস্থলে এসে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন তিনি। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ফেনী আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইদুর রহমান জানান, মাশকুরা আক্তার মুমোর শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছিল।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘মাশকুরার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। তবে তাঁর পরিবার আত্মহত্যার চেষ্টার সংক্রান্ত কোনো অভিযোগ আমাদের কাছে দেয়নি। তাঁরা পরে যোগাযোগ করবে।’
বগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২৮ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
৩৭ মিনিট আগেবাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
১ ঘণ্টা আগে