ফেনী প্রতিনিধি
ফেনীর সদর উপজেলায় আগুনে ঝলসে যাওয়ার পাঁচ দিন পর কলেজছাত্রী মাশকুরা আক্তার মুমো মারা গেছেন। আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গত সোমবার দুপুরে উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষিয়ারা হাইস্কুলের ফটকের সামনে দগ্ধ হওয়ার এই ঘটনা ঘটে।
মাশকুরার মারা যাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন তাঁর বাবা স্থানীয় লক্ষীয়ারা ফাজিল মাদ্রাসার অফিস সহকারী আবদুল মালেক। মাশকুরা স্থানীয় ন্যাশনাল কলেজের শিক্ষার্থী ছিলেন বলে জানান তিনি।
লক্ষিয়ারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল জানান, ‘গত সোমবার শরীরে আগুন লাগার পর মাশকুরার চিৎকারে এগিয়ে যাই। তাঁকে উদ্ধার করে দ্রুত ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠাই। আগুনের সূত্রপাতের বিষয়ে মেয়ের পরিবার আমাদেরকে কিছুই জানায়নি।’
স্থানীয় লোকজন জানান, লক্ষীয়ারা ইসলমিয়া ফাজিল মাদ্রাসা ও হাইস্কুলের সামনের এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক ছিল মাশকুরার। সম্প্রতি তাঁদের মধ্যে টানাপোড়েন চলছিল। সোমবার সকালে বাবার কর্মস্থলে এসে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন তিনি। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ফেনী আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইদুর রহমান জানান, মাশকুরা আক্তার মুমোর শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছিল।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘মাশকুরার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। তবে তাঁর পরিবার আত্মহত্যার চেষ্টার সংক্রান্ত কোনো অভিযোগ আমাদের কাছে দেয়নি। তাঁরা পরে যোগাযোগ করবে।’
ফেনীর সদর উপজেলায় আগুনে ঝলসে যাওয়ার পাঁচ দিন পর কলেজছাত্রী মাশকুরা আক্তার মুমো মারা গেছেন। আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গত সোমবার দুপুরে উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষিয়ারা হাইস্কুলের ফটকের সামনে দগ্ধ হওয়ার এই ঘটনা ঘটে।
মাশকুরার মারা যাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন তাঁর বাবা স্থানীয় লক্ষীয়ারা ফাজিল মাদ্রাসার অফিস সহকারী আবদুল মালেক। মাশকুরা স্থানীয় ন্যাশনাল কলেজের শিক্ষার্থী ছিলেন বলে জানান তিনি।
লক্ষিয়ারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল জানান, ‘গত সোমবার শরীরে আগুন লাগার পর মাশকুরার চিৎকারে এগিয়ে যাই। তাঁকে উদ্ধার করে দ্রুত ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠাই। আগুনের সূত্রপাতের বিষয়ে মেয়ের পরিবার আমাদেরকে কিছুই জানায়নি।’
স্থানীয় লোকজন জানান, লক্ষীয়ারা ইসলমিয়া ফাজিল মাদ্রাসা ও হাইস্কুলের সামনের এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক ছিল মাশকুরার। সম্প্রতি তাঁদের মধ্যে টানাপোড়েন চলছিল। সোমবার সকালে বাবার কর্মস্থলে এসে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন তিনি। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ফেনী আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইদুর রহমান জানান, মাশকুরা আক্তার মুমোর শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছিল।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘মাশকুরার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। তবে তাঁর পরিবার আত্মহত্যার চেষ্টার সংক্রান্ত কোনো অভিযোগ আমাদের কাছে দেয়নি। তাঁরা পরে যোগাযোগ করবে।’
দেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
১ ঘণ্টা আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
২ ঘণ্টা আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
২ ঘণ্টা আগেমাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
৩ ঘণ্টা আগে