নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে লালখান বাজারে রেলওয়ে মালিকানাধীন পাহাড়ের পাদদেশে ঘরবাড়িসহ বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে তোলায় একটি অংশে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার গভীর রাতে এ পাহাড় ধসের ঘটনা ঘটেছে।
জানা যায়, একটি পক্ষ পাহাড়টি কেটে মাদ্রাসার স্থাপনা নির্মাণ করে। আরেকটি পক্ষ সেখানে ১৬টি ঘর নির্মাণ করে বিভিন্ন শ্রেণির লোকজনদের ভাড়া দিয়ে আসছেন।
এর আগে গত ২২ জুন পরিবেশ অধিদপ্তর পাহাড়টির পাদদেশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের নোটিশ দিয়েছিলেন। স্থানীয় কয়েকজনের কাছ থেকে জানা গেছে, মঙ্গলবার টানা বৃষ্টিতে গভীর রাতে পাহাড়টির কাটা অংশের মাটি ধসে নিচে পড়ে। ধসের জায়গার পাশেই কয়েকটি কাঁচা-পাকা ঘর নির্মাণাধীন রয়েছে। ইতিমধ্যে পাশাপাশি বেশ কয়েকটি ঘর ভাড়া দেওয়া হয়েছে।
এর আগে একটি অভিযোগের প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর গত ১৬ জুন ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে ১৮ শ’ঘনফুট পাহাড় কাটা দেখেছে। পরে শুনানিতে পৃথকভাবে পাহাড় কাটায় অভিযুক্ত স্থানীয় একটি ফোরকানিয়া মাদ্রাসার পরিচালক মো. নুরুল আজম ও জাহিদুল ইসলাম জাবেদ নামে দু’জনকে সাত দিনের মধ্যে নিজ উদ্যোগে স্থাপনাগুলো সরানোর আদেশ দেওয়া হয়।
মো. নুরুল্লাহ নূরী বলেন, পাহাড়টি বাংলাদেশ রেলওয়ে মালিকানাধীন। উভয় পক্ষই অবৈধভাবে পাহাড়টি দখল করে রেখেছেন। এখানে তিন থেকে চার বছর ধরে পাহাড় কাটার হচ্ছে বলে স্থানীয়দের মাধ্যমে জানা যায়।
চট্টগ্রামে লালখান বাজারে রেলওয়ে মালিকানাধীন পাহাড়ের পাদদেশে ঘরবাড়িসহ বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে তোলায় একটি অংশে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার গভীর রাতে এ পাহাড় ধসের ঘটনা ঘটেছে।
জানা যায়, একটি পক্ষ পাহাড়টি কেটে মাদ্রাসার স্থাপনা নির্মাণ করে। আরেকটি পক্ষ সেখানে ১৬টি ঘর নির্মাণ করে বিভিন্ন শ্রেণির লোকজনদের ভাড়া দিয়ে আসছেন।
এর আগে গত ২২ জুন পরিবেশ অধিদপ্তর পাহাড়টির পাদদেশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের নোটিশ দিয়েছিলেন। স্থানীয় কয়েকজনের কাছ থেকে জানা গেছে, মঙ্গলবার টানা বৃষ্টিতে গভীর রাতে পাহাড়টির কাটা অংশের মাটি ধসে নিচে পড়ে। ধসের জায়গার পাশেই কয়েকটি কাঁচা-পাকা ঘর নির্মাণাধীন রয়েছে। ইতিমধ্যে পাশাপাশি বেশ কয়েকটি ঘর ভাড়া দেওয়া হয়েছে।
এর আগে একটি অভিযোগের প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর গত ১৬ জুন ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে ১৮ শ’ঘনফুট পাহাড় কাটা দেখেছে। পরে শুনানিতে পৃথকভাবে পাহাড় কাটায় অভিযুক্ত স্থানীয় একটি ফোরকানিয়া মাদ্রাসার পরিচালক মো. নুরুল আজম ও জাহিদুল ইসলাম জাবেদ নামে দু’জনকে সাত দিনের মধ্যে নিজ উদ্যোগে স্থাপনাগুলো সরানোর আদেশ দেওয়া হয়।
মো. নুরুল্লাহ নূরী বলেন, পাহাড়টি বাংলাদেশ রেলওয়ে মালিকানাধীন। উভয় পক্ষই অবৈধভাবে পাহাড়টি দখল করে রেখেছেন। এখানে তিন থেকে চার বছর ধরে পাহাড় কাটার হচ্ছে বলে স্থানীয়দের মাধ্যমে জানা যায়।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৫ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৫ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৫ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৫ ঘণ্টা আগে