মো. আকতারুজ্জামান চৌদ্দগ্রাম (কুমিল্লা)
চতুর্থ ধাপে আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন। ভোটের দিন কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য আনসার-ভিডিপি সদস্য নিয়োগের প্রক্রিয়া চলছে। তবে সনদধারীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে অসনদধারীদের নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আর এই অভিযোগের তীর আনসার ভিডিপির চৌদ্দগ্রামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাকিমুর হকের দিকে।
নির্বাচনসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করবেন আনসার-ভিডিপি সদস্যরাও। নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে একজন দলনেতাসহ ১৩ জন আনসার সদস্য দায়িত্বে থাকবেন। ১৪৬টি কেন্দ্রের জন্য ১৪২ গ্রুপে ১ হাজার ৮৪৬ জন সদস্য নিয়োগপ্রক্রিয়া চলছে। প্রত্যেক সদস্য দায়িত্ব পালনের জন্য ৬ হাজার টাকা করে সম্মানী ভাতা, ২০০ টাকা যাতায়াত, ২৫০ টাকা খাওয়ার বিল পাবেন।
আনসার-ভিডিপি সূত্রে জানা গেছে, নিয়মানুযায়ী প্রশিক্ষণপ্রাপ্তরা এ দায়িত্ব পালনে অগ্রাধিকার পেয়ে থাকেন। কিন্তু আনসার-ভিডিপির চৌদ্দগ্রামের কমান্ডার মুস্তাকিমুর হক সনদধারীদের বাদ দিয়ে অসনদধারী ব্যক্তিদের নিয়োগ দিচ্ছেন। বিনিময়ে তিনি প্রত্যেক গ্রুপ থেকে ২৬ হাজার টাকা করে নিচ্ছেন। টাকা না দেওয়ায় সনদধারীদের নিয়োগ দেওয়া হচ্ছে না।
উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের সনদধারী সরোয়ার আলম মোল্লা জানান, তিনি ২০১৯ সালে প্রশিক্ষণের মাধ্যমে আনসার-ভিডিপির সনদ পান। এরপর থেকে বিভিন্ন নির্বাচনে দায়িত্ব পালন করেছেন। আসন্ন উপজেলা নির্বাচন সামনে রেখে ১৩ সদস্যের একটি গ্রুপের তালিকা উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মুস্তাকিমুর হকের কাছে জমা দেন। কিন্তু মুস্তাকিমুর প্রতিজনের জন্য ২ হাজার করে টাকা হিসেবে করে মোট ২৬ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই গ্রুপকে তালিকাভুক্ত করতে অস্বীকৃতি জানান তিনি।
আনসার ভিডিপির সনদধারী মুগ্ধ চক্রবর্তী, ইয়াকুব হোসাইন, আবদুল্লাহ, আফসার, তারিফা আক্তার, রুনা আক্তারসহ বেশ কয়েকজনের সঙ্গে কথা হলে তাঁরা জানান, সনদ থাকলেও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাকে টাকা দিতে রাজি না হওয়ায় তাঁদের তালিকাভুক্ত করা হচ্ছে না।
আনসার-ভিডিপি সূত্রে জানা গেছে, সরকারি কাজে দায়িত্ব পালন করতে হলে সনদধারীদের নির্দিষ্ট উপজেলার বাসিন্দা হওয়ার প্রয়োজন নেই। জেলার যেকোনো একটি উপজেলার স্থায়ী বাসিন্দা হলে তিনি জেলার যেকোনো উপজেলায় সরকারি কাজে দায়িত্ব পালন করতে পারবেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে দেখা যায়, সনদধারী আনসার-ভিডিপি সদস্যরা কার্যালয়ে ভিড় করছেন। কর্মকর্তা মুস্তাকিমুর হক ব্যস্ততার অজুহাত দেখিয়ে অফিস সহকারী টিআই বসিরের সঙ্গে কথা বলতে পরামর্শ দেন। এ সময় সনদধারী বেশ কয়েকজনকে অফিস থেকে বের করে দেওয়ার ঘটনাও দেখা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মুস্তাকিমুর হক বলেন, ‘টাকা নেওয়ার বিষয়টি সত্য নয়। এখন প্রত্যেকের তালিকা জমা করা হচ্ছে। যাচাই করে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।’
আনসার-ভিডিপির কুমিল্লা জেলা কমান্ডার সাইদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানতে পেরে আমলে নেওয়া হয়েছে। সনদধারী প্রত্যেক সদস্যই উপজেলা নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবেন। যদি কোনো সনদধারী বাদ পড়ে থাকেন, তাঁকে অবশ্যই তালিকাভুক্ত করা হবে।’
টাকার বিনিময়ে অসনদধারীদের নিয়োগ দেওয়ার বিষয়ে জানতে চাইলে সাইদুল হক বলেন, ‘বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
চতুর্থ ধাপে আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন। ভোটের দিন কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য আনসার-ভিডিপি সদস্য নিয়োগের প্রক্রিয়া চলছে। তবে সনদধারীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে অসনদধারীদের নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আর এই অভিযোগের তীর আনসার ভিডিপির চৌদ্দগ্রামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাকিমুর হকের দিকে।
নির্বাচনসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করবেন আনসার-ভিডিপি সদস্যরাও। নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে একজন দলনেতাসহ ১৩ জন আনসার সদস্য দায়িত্বে থাকবেন। ১৪৬টি কেন্দ্রের জন্য ১৪২ গ্রুপে ১ হাজার ৮৪৬ জন সদস্য নিয়োগপ্রক্রিয়া চলছে। প্রত্যেক সদস্য দায়িত্ব পালনের জন্য ৬ হাজার টাকা করে সম্মানী ভাতা, ২০০ টাকা যাতায়াত, ২৫০ টাকা খাওয়ার বিল পাবেন।
আনসার-ভিডিপি সূত্রে জানা গেছে, নিয়মানুযায়ী প্রশিক্ষণপ্রাপ্তরা এ দায়িত্ব পালনে অগ্রাধিকার পেয়ে থাকেন। কিন্তু আনসার-ভিডিপির চৌদ্দগ্রামের কমান্ডার মুস্তাকিমুর হক সনদধারীদের বাদ দিয়ে অসনদধারী ব্যক্তিদের নিয়োগ দিচ্ছেন। বিনিময়ে তিনি প্রত্যেক গ্রুপ থেকে ২৬ হাজার টাকা করে নিচ্ছেন। টাকা না দেওয়ায় সনদধারীদের নিয়োগ দেওয়া হচ্ছে না।
উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের সনদধারী সরোয়ার আলম মোল্লা জানান, তিনি ২০১৯ সালে প্রশিক্ষণের মাধ্যমে আনসার-ভিডিপির সনদ পান। এরপর থেকে বিভিন্ন নির্বাচনে দায়িত্ব পালন করেছেন। আসন্ন উপজেলা নির্বাচন সামনে রেখে ১৩ সদস্যের একটি গ্রুপের তালিকা উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মুস্তাকিমুর হকের কাছে জমা দেন। কিন্তু মুস্তাকিমুর প্রতিজনের জন্য ২ হাজার করে টাকা হিসেবে করে মোট ২৬ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই গ্রুপকে তালিকাভুক্ত করতে অস্বীকৃতি জানান তিনি।
আনসার ভিডিপির সনদধারী মুগ্ধ চক্রবর্তী, ইয়াকুব হোসাইন, আবদুল্লাহ, আফসার, তারিফা আক্তার, রুনা আক্তারসহ বেশ কয়েকজনের সঙ্গে কথা হলে তাঁরা জানান, সনদ থাকলেও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাকে টাকা দিতে রাজি না হওয়ায় তাঁদের তালিকাভুক্ত করা হচ্ছে না।
আনসার-ভিডিপি সূত্রে জানা গেছে, সরকারি কাজে দায়িত্ব পালন করতে হলে সনদধারীদের নির্দিষ্ট উপজেলার বাসিন্দা হওয়ার প্রয়োজন নেই। জেলার যেকোনো একটি উপজেলার স্থায়ী বাসিন্দা হলে তিনি জেলার যেকোনো উপজেলায় সরকারি কাজে দায়িত্ব পালন করতে পারবেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে দেখা যায়, সনদধারী আনসার-ভিডিপি সদস্যরা কার্যালয়ে ভিড় করছেন। কর্মকর্তা মুস্তাকিমুর হক ব্যস্ততার অজুহাত দেখিয়ে অফিস সহকারী টিআই বসিরের সঙ্গে কথা বলতে পরামর্শ দেন। এ সময় সনদধারী বেশ কয়েকজনকে অফিস থেকে বের করে দেওয়ার ঘটনাও দেখা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মুস্তাকিমুর হক বলেন, ‘টাকা নেওয়ার বিষয়টি সত্য নয়। এখন প্রত্যেকের তালিকা জমা করা হচ্ছে। যাচাই করে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।’
আনসার-ভিডিপির কুমিল্লা জেলা কমান্ডার সাইদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানতে পেরে আমলে নেওয়া হয়েছে। সনদধারী প্রত্যেক সদস্যই উপজেলা নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবেন। যদি কোনো সনদধারী বাদ পড়ে থাকেন, তাঁকে অবশ্যই তালিকাভুক্ত করা হবে।’
টাকার বিনিময়ে অসনদধারীদের নিয়োগ দেওয়ার বিষয়ে জানতে চাইলে সাইদুল হক বলেন, ‘বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
টাঙ্গাইলের মির্জাপুরে আনন্দ সরকার নামের এক যুবক তাঁর মা-বাবা ও প্রতিবেশীসহ সাতজনকে কুপিয়ে জখম করেছেন। তাঁদের মধ্যে রাজেশ্বরী সরকার মিতু (৩৬) নামের এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ৩টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক যুবক আনন্দ সরকারকে পুলিশ আটক করেছে।
৬ মিনিট আগেচট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ওয়াসার সরবরাহ করা পানিতে অতিরিক্ত লবণাক্ততার উপস্থিতি মিলেছে। পবিত্র রমজান মাস হওয়ায় এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অতি দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আজ বুধবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো
১১ মিনিট আগেসিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের ভেতরের একটি টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরের বালুচর এলাকায় অবস্থিত ছাত্রাবাসের টিলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
১৪ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে গত পাঁচ মাসে পাঁচটি ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৫ জানুয়ারি মিশ্বানী এলাকায় পুলিশ পরিচয়ে চালবোঝাই ট্রাক ছিনতাই ও একটি গাড়ি ডাকাতির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
১৮ মিনিট আগে