রামু (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদের ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার এক মাসের মাথায় তাঁকে বদলি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার আজকের পত্রিকার হাতে আসা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের জারি করা এক প্রজ্ঞাপনে দেখা যায়, রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদকে রামু থেকে বদলি করে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। গত ৭ জুন জারি করা একই প্রজ্ঞাপনে সারা দেশের মোট ১৯ জন শিক্ষা কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
এ দিকে এই শিক্ষা কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ না করে বদলি করে অন্য উপজেলায় পদায়নের খবরে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলার একাধিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। বিষয়টিকে ‘অসাধু কর্মকর্তাদের প্রশ্রয়’ দেওয়ার শামিল বলে মন্তব্যও করছেন তারা।
রামু ধেছুয়াপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান আজকের পত্রিকাকে বলেন, ‘অসাধু এই শিক্ষা কর্মকর্তা বদলি হওয়ায় সকল শিক্ষক মোটামুটি সন্তুষ্ট। তবে দ্রুত তদন্তপূর্বক শাস্তির দাবি জানাচ্ছি।’
নাইক্ষ্যংছড়ি হাজী এম. এ কালাম সরকারি কলেজের অধ্যাপক নীলোৎপল বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ থাকার পরেও বিচার না করে চাকরিতে বহাল রাখার প্রবণতা সরকার এবং সাধারণ জনগণকে একটি দীর্ঘমেয়াদি হুমকিতে ফেলবে। পাশাপাশি অসাধু ও দুর্নীতিতে লিপ্ত কর্মকর্তারা অসৎ কাজে আরও উৎসাহী হবেন।’
এ বিষয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদের ঘুষ লেনদেনের অভিযোগ সামনে আসার পরপরই লিখিতভাবে শিক্ষা অধিদপ্তরকে জানিয়েছিলাম আমরা। তারপরে গতকাল বদলির আদেশ আসে, পরে হয়তো আরও ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সর্বশেষ রামু উপজেলার ধেছুয়াপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মোবাইলে গোপনে ধারণ করা এক ভিডিওতে দেখা যায় ঘুষ নিচ্ছেন শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এবং ঘুষের বিষয়ে বিস্তারিত কথা বলছেন। এ নিয়ে আজকের পত্রিকায় গত ১১ই মে ‘যেখানেই যান ঘুষ খান শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ’ শিরোনামে একটি সংবাদ ও ভিডিও প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর নানা মহল থেকে প্রতিক্রিয়া ও সমালোচনা শুরু হয়।
উল্লেখ্য, এর আগে ঘুষ লেনদেনে অভিযুক্ত রামু মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ রাঙামাটি উপজেলার বাঘাইছড়িতেও শিক্ষা কর্মকর্তা থাকাকালীন তাঁর বিরুদ্ধে একাধিক ঘুষ লেনদেনের অভিযোগ শিক্ষামন্ত্রনায়লের তদন্তে প্রমাণিত হয়। শিক্ষা দপ্তর থেকে তাঁকে তিরস্কার করে প্রজ্ঞাপন জারি হয়েছিল।
কক্সবাজারের রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদের ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার এক মাসের মাথায় তাঁকে বদলি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার আজকের পত্রিকার হাতে আসা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের জারি করা এক প্রজ্ঞাপনে দেখা যায়, রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদকে রামু থেকে বদলি করে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। গত ৭ জুন জারি করা একই প্রজ্ঞাপনে সারা দেশের মোট ১৯ জন শিক্ষা কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
এ দিকে এই শিক্ষা কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ না করে বদলি করে অন্য উপজেলায় পদায়নের খবরে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলার একাধিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। বিষয়টিকে ‘অসাধু কর্মকর্তাদের প্রশ্রয়’ দেওয়ার শামিল বলে মন্তব্যও করছেন তারা।
রামু ধেছুয়াপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান আজকের পত্রিকাকে বলেন, ‘অসাধু এই শিক্ষা কর্মকর্তা বদলি হওয়ায় সকল শিক্ষক মোটামুটি সন্তুষ্ট। তবে দ্রুত তদন্তপূর্বক শাস্তির দাবি জানাচ্ছি।’
নাইক্ষ্যংছড়ি হাজী এম. এ কালাম সরকারি কলেজের অধ্যাপক নীলোৎপল বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ থাকার পরেও বিচার না করে চাকরিতে বহাল রাখার প্রবণতা সরকার এবং সাধারণ জনগণকে একটি দীর্ঘমেয়াদি হুমকিতে ফেলবে। পাশাপাশি অসাধু ও দুর্নীতিতে লিপ্ত কর্মকর্তারা অসৎ কাজে আরও উৎসাহী হবেন।’
এ বিষয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদের ঘুষ লেনদেনের অভিযোগ সামনে আসার পরপরই লিখিতভাবে শিক্ষা অধিদপ্তরকে জানিয়েছিলাম আমরা। তারপরে গতকাল বদলির আদেশ আসে, পরে হয়তো আরও ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সর্বশেষ রামু উপজেলার ধেছুয়াপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মোবাইলে গোপনে ধারণ করা এক ভিডিওতে দেখা যায় ঘুষ নিচ্ছেন শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এবং ঘুষের বিষয়ে বিস্তারিত কথা বলছেন। এ নিয়ে আজকের পত্রিকায় গত ১১ই মে ‘যেখানেই যান ঘুষ খান শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ’ শিরোনামে একটি সংবাদ ও ভিডিও প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর নানা মহল থেকে প্রতিক্রিয়া ও সমালোচনা শুরু হয়।
উল্লেখ্য, এর আগে ঘুষ লেনদেনে অভিযুক্ত রামু মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ রাঙামাটি উপজেলার বাঘাইছড়িতেও শিক্ষা কর্মকর্তা থাকাকালীন তাঁর বিরুদ্ধে একাধিক ঘুষ লেনদেনের অভিযোগ শিক্ষামন্ত্রনায়লের তদন্তে প্রমাণিত হয়। শিক্ষা দপ্তর থেকে তাঁকে তিরস্কার করে প্রজ্ঞাপন জারি হয়েছিল।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। ওই বাসার সাবেক কেয়ারটেকারই ‘তল্লাশি’ করতে জনগণকে উসকানি দিয়েছে।
১০ মিনিট আগেযশোর জেলার প্রথম নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার রওনক জাহান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে...
২১ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে এক তরুণীকে (১৯) দলবদ্ধ ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করে টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় গতকাল মঙ্গলবার রাতে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত দুজন হলেন টঙ্গী পূর্ব থানার মরকুন মাস্টারপাড়া...
২৬ মিনিট আগেমুন্সিগঞ্জের সিরাজদিখানে আবু তাহের লেংটা (৪০) নামের এক মিশুকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বালুচর রাজানগর গ্রামের কাঁচা রাস্তা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত আবু তাহের ওই গ্রামের আলম চান মাতবরের ছেলে।
৩৮ মিনিট আগে