Ajker Patrika

ঘুষ লেনদেনে অভিযুক্ত শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদের বদলি

রামু (কক্সবাজার) প্রতিনিধি
ঘুষ লেনদেনে অভিযুক্ত শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদের বদলি

কক্সবাজারের রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদের ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার এক মাসের মাথায় তাঁকে বদলি করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার আজকের পত্রিকার হাতে আসা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের জারি করা এক প্রজ্ঞাপনে দেখা যায়, রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদকে রামু থেকে বদলি করে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। গত ৭ জুন জারি করা একই প্রজ্ঞাপনে সারা দেশের মোট ১৯ জন শিক্ষা কর্মকর্তাকে বদলি করা হয়েছে। 

এ দিকে এই শিক্ষা কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ না করে বদলি করে অন্য উপজেলায় পদায়নের খবরে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলার একাধিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। বিষয়টিকে ‘অসাধু কর্মকর্তাদের প্রশ্রয়’ দেওয়ার শামিল বলে মন্তব্যও করছেন তারা। 

রামু ধেছুয়াপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান আজকের পত্রিকাকে বলেন, ‘অসাধু এই শিক্ষা কর্মকর্তা বদলি হওয়ায় সকল শিক্ষক মোটামুটি সন্তুষ্ট। তবে দ্রুত তদন্তপূর্বক শাস্তির দাবি জানাচ্ছি।’ 

নাইক্ষ্যংছড়ি হাজী এম. এ কালাম সরকারি কলেজের অধ্যাপক নীলোৎপল বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ থাকার পরেও বিচার না করে চাকরিতে বহাল রাখার প্রবণতা সরকার এবং সাধারণ জনগণকে একটি দীর্ঘমেয়াদি হুমকিতে ফেলবে। পাশাপাশি অসাধু ও দুর্নীতিতে লিপ্ত কর্মকর্তারা অসৎ কাজে আরও উৎসাহী হবেন।’ 

এ বিষয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদের ঘুষ লেনদেনের অভিযোগ সামনে আসার পরপরই লিখিতভাবে শিক্ষা অধিদপ্তরকে জানিয়েছিলাম আমরা। তারপরে গতকাল বদলির আদেশ আসে, পরে হয়তো আরও ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

সর্বশেষ রামু উপজেলার ধেছুয়াপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মোবাইলে গোপনে ধারণ করা এক ভিডিওতে দেখা যায় ঘুষ নিচ্ছেন শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এবং ঘুষের বিষয়ে বিস্তারিত কথা বলছেন। এ নিয়ে আজকের পত্রিকায় গত ১১ই মে ‘যেখানেই যান ঘুষ খান শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ’ শিরোনামে একটি সংবাদ ও ভিডিও প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর নানা মহল থেকে প্রতিক্রিয়া ও সমালোচনা শুরু হয়। 

উল্লেখ্য, এর আগে ঘুষ লেনদেনে অভিযুক্ত রামু মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ রাঙামাটি উপজেলার বাঘাইছড়িতেও শিক্ষা কর্মকর্তা থাকাকালীন তাঁর বিরুদ্ধে একাধিক ঘুষ লেনদেনের অভিযোগ শিক্ষামন্ত্রনায়লের তদন্তে প্রমাণিত হয়। শিক্ষা দপ্তর থেকে তাঁকে তিরস্কার করে প্রজ্ঞাপন জারি হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত