রামগড়ে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩, ১৫: ৩৩
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১৬: ০১

খাগড়াছড়ির রামগড়-ফেনী মহাসড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ নাসির (২২) নামের একজন নিহত হন। এতে জাহিদুল ইসলাম নামের একজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ফটিকছড়ির ভুজপুর থানার চিকনছড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোহাম্মদ নাসির চট্টগ্রামের ভুজপুর থানার দাঁতমারা এলাকার আবুল হোসেনের ছেলে। অন্যদিকে আহত জাহিদুল ইসলাম একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী নাসির ও জাহিদুল হেয়াকো থেকে মোটরসাইকেলে করে রামগড়ে যাচ্ছিলেন। অন্যদিকে রামগড় থেকে বারৈয়ারহাটগামী একটি অজ্ঞাত ট্রাকের সঙ্গে রামগড়-ফেনী সড়কের চিকনছড়ি বাজারে মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসকেরা মোহাম্মদ নাসিরকে মৃত ঘোষণা করেন। আহত জাহিদুলকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ পার্শ্ববর্তী ভুজপুর থানায় নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

ভারত ও তরুণ প্রজন্মের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত