নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে বৃষ্টি উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল বিভিন্ন এলাকা প্রদক্ষিণকালে পুলিশ বক্স ভাঙচুর, ইট-পাটকেল নিক্ষেপ এবং ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মীদের ধাওয়া দেওয়ার ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার বেলা ৪টার দিকে নগরের জামিয়াতুল ফালাহ মসজিদ সংলগ্ন ওয়াসা মোড়ে এই ঘটনা ঘটে। এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃষ্টি উপেক্ষা করে জুমার নামাজের পর শতশত আন্দোলনকারী নগরের আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদে জড়ো হন। সেখানে তাঁদের সঙ্গে যোগ দেয় সাধারণ মুসল্লিরা।
পরে বৃষ্টির মাঝেও আব্দুল খালেক চত্বরে সোয়া ২টা পর্যন্ত আধাঘণ্টা অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে মিছিলটি নগরের লালদীঘি হয়ে নিউমার্কেট যায়। সেখানে মিছিলটি আধাঘণ্টা অবস্থানের পর টাইগাস পাস মোড়ে যায়। টাইগার পাস মোড় থেকে পরে মিছিলটি ওয়াসা মোড় অতিক্রমকালে পুলিশ বক্স ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
সেখানে আগে থেকেই ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীদের অবস্থান ছিল। আন্দোলনকারীরা ওয়াসা মোড় অতিক্রমের সময় ঘটনাস্থলে থাকা ক্ষমতাসিন দলের নেতা-কর্মীদের সঙ্গে তাদের সরাসরি দেখা হয়। পরে সেখানে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওয়াসা মোড়ে ছাত্রলীগ–যুবলীগ নেতা–কর্মীদের দেখে আন্দোলনকারীরা তাঁদের ধাওয়া দেয়। এ সময় ধাওয়া খেয়ে ছাত্রলীগ–যুবলীগের নেতা–কর্মীরা পাশে বাগমনিরাম এলাকায় গলির দিকে পালিয়ে যায়। পরে আন্দোলনকারীরা সড়কে একিটি সাঁজোয়া যান দেখে তাঁর উপর ইট পাটকেল নিক্ষেপ করে। ১৫–২০ মিনিট ওই এলাকা উত্তপ্ত পরিস্থিতি থাকে। এ সময় পুলিশ বক্স ভাঙচুর করেন তাঁরা।
পরে আবারও আন্দোলনকারীরা মিছিল নিয়ে ষোলোশহর হয়ে বহদ্দারহাটের দিকে চলে যায়। সরেজমিন জানা যায়, বহদ্দারহাটে ৪০ মিনিটের মতো অবস্থানের পর বিকেল ৫টা ১০ মিনিটে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।
এর আগে আন্দোলনকারীদের চলে যাওয়ার পর ওয়াসা মোড়ে সড়কের মাঝে ইটের বড় বড় ভাঙা টুকরো পড়ে থাকতে দেখা যায়। সেখানে পুলিশের একটি সাঁজোয়া যান অবস্থান করছিল। এর বাইরে শহরের কোথাও অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। কর্মসূচি ঘিরে বিপুল পরিমাণের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সতর্ক অবস্থানি ছিল।
এই বিষয়ে বক্তব্য জানতে পুলিশের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার কাজী তারেক মো. আজিজ ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওয়াসা মোড়ে ভাঙচুর শেষে মিছিলটি দামপাড়া পুলিশ লাইন অতিক্রমকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘরও ভাঙচুর করে। এতে জাদুঘুরের নামখচিত ফলক ভেঙে গেছে।’ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
চট্টগ্রামে বৃষ্টি উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল বিভিন্ন এলাকা প্রদক্ষিণকালে পুলিশ বক্স ভাঙচুর, ইট-পাটকেল নিক্ষেপ এবং ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মীদের ধাওয়া দেওয়ার ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার বেলা ৪টার দিকে নগরের জামিয়াতুল ফালাহ মসজিদ সংলগ্ন ওয়াসা মোড়ে এই ঘটনা ঘটে। এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃষ্টি উপেক্ষা করে জুমার নামাজের পর শতশত আন্দোলনকারী নগরের আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদে জড়ো হন। সেখানে তাঁদের সঙ্গে যোগ দেয় সাধারণ মুসল্লিরা।
পরে বৃষ্টির মাঝেও আব্দুল খালেক চত্বরে সোয়া ২টা পর্যন্ত আধাঘণ্টা অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে মিছিলটি নগরের লালদীঘি হয়ে নিউমার্কেট যায়। সেখানে মিছিলটি আধাঘণ্টা অবস্থানের পর টাইগাস পাস মোড়ে যায়। টাইগার পাস মোড় থেকে পরে মিছিলটি ওয়াসা মোড় অতিক্রমকালে পুলিশ বক্স ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
সেখানে আগে থেকেই ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীদের অবস্থান ছিল। আন্দোলনকারীরা ওয়াসা মোড় অতিক্রমের সময় ঘটনাস্থলে থাকা ক্ষমতাসিন দলের নেতা-কর্মীদের সঙ্গে তাদের সরাসরি দেখা হয়। পরে সেখানে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওয়াসা মোড়ে ছাত্রলীগ–যুবলীগ নেতা–কর্মীদের দেখে আন্দোলনকারীরা তাঁদের ধাওয়া দেয়। এ সময় ধাওয়া খেয়ে ছাত্রলীগ–যুবলীগের নেতা–কর্মীরা পাশে বাগমনিরাম এলাকায় গলির দিকে পালিয়ে যায়। পরে আন্দোলনকারীরা সড়কে একিটি সাঁজোয়া যান দেখে তাঁর উপর ইট পাটকেল নিক্ষেপ করে। ১৫–২০ মিনিট ওই এলাকা উত্তপ্ত পরিস্থিতি থাকে। এ সময় পুলিশ বক্স ভাঙচুর করেন তাঁরা।
পরে আবারও আন্দোলনকারীরা মিছিল নিয়ে ষোলোশহর হয়ে বহদ্দারহাটের দিকে চলে যায়। সরেজমিন জানা যায়, বহদ্দারহাটে ৪০ মিনিটের মতো অবস্থানের পর বিকেল ৫টা ১০ মিনিটে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।
এর আগে আন্দোলনকারীদের চলে যাওয়ার পর ওয়াসা মোড়ে সড়কের মাঝে ইটের বড় বড় ভাঙা টুকরো পড়ে থাকতে দেখা যায়। সেখানে পুলিশের একটি সাঁজোয়া যান অবস্থান করছিল। এর বাইরে শহরের কোথাও অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। কর্মসূচি ঘিরে বিপুল পরিমাণের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সতর্ক অবস্থানি ছিল।
এই বিষয়ে বক্তব্য জানতে পুলিশের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার কাজী তারেক মো. আজিজ ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওয়াসা মোড়ে ভাঙচুর শেষে মিছিলটি দামপাড়া পুলিশ লাইন অতিক্রমকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘরও ভাঙচুর করে। এতে জাদুঘুরের নামখচিত ফলক ভেঙে গেছে।’ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে অপর্ণা চক্রবর্তী (২৩) নামের এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩১ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় নীলফামারী-১ আসনের (ডোমার-ডিমলা) সাবেক সংসদ সদস্য (এমপি) আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৫ মার্চ) মধ্যরাতে রংপুর নগরীর সেনপাড়ার গুড় মজিবরের বাড়ি থেকে তাঁকে...
১ ঘণ্টা আগেরাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সালেহ উদ্দিন জানান, আগুনে বস্তির প্রায় শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে।
২ ঘণ্টা আগেনেতৃত্বের শূন্যতায় ধুঁকছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)। তার প্রভাব পড়ছে নগরজীবনে। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, দূষণ, যানজট, জলজট, খানাখন্দে ভরা রাস্তাঘাট, মশার উপদ্রব, সড়কবাতির অভাবে রাতে ভুতুড়ে পরিবেশ—এসব এখন নগরবাসীর নিত্যসঙ্গী। কিন্তু এসব দেখার কেউ নেই।
৬ ঘণ্টা আগে