নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নগরীর পাহাড়তলীতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নাছির উদ্দিন (৪৩) নামে এক গার্মেন্টস ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যসহ বিভিন্ন সূত্রের বরাত দিয়ে পুলিশ বলছে, পাওনাদারের চাপে ওই ব্যবসায়ী আত্মহত্যা করে থাকতে পারেন।
গতকাল সোমবার রাত ৮টা নাগাদ নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা স্কয়ার বঙ্গবন্ধু ক্লাবের সামনে চৌধুরী ম্যানসন থেকে ওই ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করা হয়। নাছির উদ্দিন জেএনকে ফ্যাশনের মালিক।
পাহাড়তলী থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, ‘নাছিরের নিজের বাসা অফিস কাম গোডাউন ছিল। তিনি ওই অফিসের দরজা বন্ধ করে ভেতরে ছিলেন। পরে পরিবারের সদস্যরা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় নাছির উদ্দিনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
ওসি মোস্তাফিজুর আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটা আত্মহত্যার ঘটনা। এর পরও পুরোপুরি নিশ্চিত হতে নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’
ওসি বলেন, ‘পরিবারের সদস্যসহ বিভিন্নজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পাওনাদারের চাপে উনি আত্মহত্যা করে থাকতে পারেন। কেউ বলছেন, তাঁর কাছ থেকে বিভিন্নজন ১৪ লাখ টাকা পাবেন, আবার কেউ বলছেন ১৭ লাখ টাকা।’
নগরীর পাহাড়তলীতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নাছির উদ্দিন (৪৩) নামে এক গার্মেন্টস ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যসহ বিভিন্ন সূত্রের বরাত দিয়ে পুলিশ বলছে, পাওনাদারের চাপে ওই ব্যবসায়ী আত্মহত্যা করে থাকতে পারেন।
গতকাল সোমবার রাত ৮টা নাগাদ নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা স্কয়ার বঙ্গবন্ধু ক্লাবের সামনে চৌধুরী ম্যানসন থেকে ওই ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করা হয়। নাছির উদ্দিন জেএনকে ফ্যাশনের মালিক।
পাহাড়তলী থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, ‘নাছিরের নিজের বাসা অফিস কাম গোডাউন ছিল। তিনি ওই অফিসের দরজা বন্ধ করে ভেতরে ছিলেন। পরে পরিবারের সদস্যরা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় নাছির উদ্দিনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
ওসি মোস্তাফিজুর আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটা আত্মহত্যার ঘটনা। এর পরও পুরোপুরি নিশ্চিত হতে নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’
ওসি বলেন, ‘পরিবারের সদস্যসহ বিভিন্নজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পাওনাদারের চাপে উনি আত্মহত্যা করে থাকতে পারেন। কেউ বলছেন, তাঁর কাছ থেকে বিভিন্নজন ১৪ লাখ টাকা পাবেন, আবার কেউ বলছেন ১৭ লাখ টাকা।’
কারখানার ভেতরে আবর্জনায় ভরা। দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। ছিটিয়ে রাখা হয়েছে তৈরি করা বিভিন্ন খাদ্যপণ্য। এমন অস্বাস্থ্যকর পরিবেশে যখন খাদ্যপণ্য প্রক্রিয়াজাতের কাজ চলছিল তখন পুলিশ নিয়ে উপস্থিত হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
১৪ মিনিট আগেচট্টগ্রামের আকবরশাহতে সন্ত্রাস দমন ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে স্থাপন করা পুলিশ ফাঁড়ি সন্ত্রাসীদের দখল থেকে পুনরুদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অতি শিগগিরই সেখানে ফাঁড়ির কার্যক্রম শুরু করা হবে।
১৬ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৪টার দিকে গুলির ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। আজ সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। তাঁকে গ্রেপ্তারের খ
২০ মিনিট আগে