Ajker Patrika

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট

দাউদকান্দি প্রতিনিধি
আপডেট : ২৮ জুলাই ২০২২, ১২: ৩১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর রাস্তা মেরামতের জন্য মহাসড়কের একাংশ বন্ধ করে দেওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর।

জানা গেছে, মহাসড়কের চান্দিনা অংশে রাস্তার এক পাশ বন্ধ রেখে মেরামতের কাজ করছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। সড়কের একই অংশ দিয়ে দুই দিকের গাড়ি চলাচল করছে। এতে যানজটের সৃষ্টি হয়েছে। এ ছাড়া সড়কের নিমসারে উল্টো পথে সড়ক বিভাজকের ওপর দুর্ঘটনাকবলিত একটি ট্রাক পড়ে আছে। রাস্তা বন্ধ ও সড়কে দুর্ঘটনার কারণেই যানজট ব্যাপক আকার ধারণ করেছে। এতে ভোগান্তিতে পড়েছে মানুষ। 

ব্যক্তিগত কাজে কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে সকাল ৬টায় রওনা হয়েছেন আমির হোসেন। তিনি বলেন, ‘আজ সকাল ১০টার মধ্যে আমাকে ঢাকায় পৌঁছাতে হবে। কিন্তু মহাসড়কের বুড়িচং অংশের কাবিলাতেই আটকে আছি। সকাল গড়িয়ে দুপুর হয়েছে, তবু যানজট ছাড়ছে না।’

তিশা বাসের যাত্রী এমরান হোসেনে বলেন, ‘সকাল ৮টায় কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছি। এখন ১১টা বাজে, তবু চান্দিনাতেই আটকে আছি। গাড়ি চলছেই না, স্থির হয়ে আছে।’

এ বিষয়ে ওসি বলেন, ‘এক লেন বন্ধ করে মহাসড়ক মেরামতের কাজ করায় যানজটের সৃষ্টি হয়েছে। আর বৃহস্পতিবার এই সময়ে মহাসড়কে যানবাহনের চাপ থাকে। তাই সওজকে আপাতত কাজ বন্ধ রাখতে বলেছি। আমাদের দুটি টিম যানজট নিরসনে কাজ করছে।’

সওজের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, রাস্তা মেরামতের কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে নিমসারে দুর্ঘটনাও ঘটেছে। তাই যানজটের সৃষ্টি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত