Ajker Patrika

কুমিল্লা-১১: স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের ভোট বর্জন ঘোষণা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা-১১: স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের ভোট বর্জন ঘোষণা

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে কেন্দ্র থেকে জোরপূর্বক এজেন্ট বের করে দেওয়া ও বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান। আজ রোববার দুপুর ১২টায় তিনি গণমাধ্যমকর্মীদের সামনে ভোট বর্জনের ঘোষণা দেন। 

মিজানুর রহমান এ আসনে ফুলকপি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

মিজানুর রহমান অভিযোগ করে বলেন, ‘সকাল থেকে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র থেকে নৌকার প্রার্থীর লোকজন প্রকাশ্যে অস্ত্র নিয়ে আমার ফুলকপি প্রতীকের এজেন্টদের কেন্দ্র করে থেকে বের করে দিয়ে প্রকাশ্যে নৌকাতে সিল মারে। আমি এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে একাধিকবার অভিযোগ করেও এর কোনো প্রতিকার পাইনি। প্রশাসন পক্ষপাতিত্ব আচরণ করছে। আমি এ নির্বাচন বর্জনের মাধ্যমে এ আসনে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি।’ 

মিজানুর রহমানের নির্বাচনের প্রধান সমন্বয়কারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান বলেন, সকাল থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে নৌকার প্রার্থীর লোকজন ফুলকপি প্রতীকের এজেন্টদের মারধর করে বের করে দেয়। বিভিন্ন কেন্দ্রগুলোতে প্রকাশ্যে নৌকায় সিল প্রদান করা হলেও প্রিসাইডিং অফিসাররা বাধা দেয়নি। 

তিনি আরও বলেন, প্রিসাইডিং অফিসাররা সরাসরি নৌকার পক্ষপাতিত্ব করছেন। আমরা এ নির্বাচন বাতিলের দাবি জানিয়ে ভোট বর্জন করলাম। 

এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ানের বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে একাধিক কল করলেও তিনি রিসিভ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত