চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে কেন্দ্র থেকে জোরপূর্বক এজেন্ট বের করে দেওয়া ও বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান। আজ রোববার দুপুর ১২টায় তিনি গণমাধ্যমকর্মীদের সামনে ভোট বর্জনের ঘোষণা দেন।
মিজানুর রহমান এ আসনে ফুলকপি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মিজানুর রহমান অভিযোগ করে বলেন, ‘সকাল থেকে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র থেকে নৌকার প্রার্থীর লোকজন প্রকাশ্যে অস্ত্র নিয়ে আমার ফুলকপি প্রতীকের এজেন্টদের কেন্দ্র করে থেকে বের করে দিয়ে প্রকাশ্যে নৌকাতে সিল মারে। আমি এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে একাধিকবার অভিযোগ করেও এর কোনো প্রতিকার পাইনি। প্রশাসন পক্ষপাতিত্ব আচরণ করছে। আমি এ নির্বাচন বর্জনের মাধ্যমে এ আসনে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি।’
মিজানুর রহমানের নির্বাচনের প্রধান সমন্বয়কারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান বলেন, সকাল থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে নৌকার প্রার্থীর লোকজন ফুলকপি প্রতীকের এজেন্টদের মারধর করে বের করে দেয়। বিভিন্ন কেন্দ্রগুলোতে প্রকাশ্যে নৌকায় সিল প্রদান করা হলেও প্রিসাইডিং অফিসাররা বাধা দেয়নি।
তিনি আরও বলেন, প্রিসাইডিং অফিসাররা সরাসরি নৌকার পক্ষপাতিত্ব করছেন। আমরা এ নির্বাচন বাতিলের দাবি জানিয়ে ভোট বর্জন করলাম।
এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ানের বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে একাধিক কল করলেও তিনি রিসিভ করেননি।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে কেন্দ্র থেকে জোরপূর্বক এজেন্ট বের করে দেওয়া ও বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান। আজ রোববার দুপুর ১২টায় তিনি গণমাধ্যমকর্মীদের সামনে ভোট বর্জনের ঘোষণা দেন।
মিজানুর রহমান এ আসনে ফুলকপি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মিজানুর রহমান অভিযোগ করে বলেন, ‘সকাল থেকে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র থেকে নৌকার প্রার্থীর লোকজন প্রকাশ্যে অস্ত্র নিয়ে আমার ফুলকপি প্রতীকের এজেন্টদের কেন্দ্র করে থেকে বের করে দিয়ে প্রকাশ্যে নৌকাতে সিল মারে। আমি এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে একাধিকবার অভিযোগ করেও এর কোনো প্রতিকার পাইনি। প্রশাসন পক্ষপাতিত্ব আচরণ করছে। আমি এ নির্বাচন বর্জনের মাধ্যমে এ আসনে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি।’
মিজানুর রহমানের নির্বাচনের প্রধান সমন্বয়কারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান বলেন, সকাল থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে নৌকার প্রার্থীর লোকজন ফুলকপি প্রতীকের এজেন্টদের মারধর করে বের করে দেয়। বিভিন্ন কেন্দ্রগুলোতে প্রকাশ্যে নৌকায় সিল প্রদান করা হলেও প্রিসাইডিং অফিসাররা বাধা দেয়নি।
তিনি আরও বলেন, প্রিসাইডিং অফিসাররা সরাসরি নৌকার পক্ষপাতিত্ব করছেন। আমরা এ নির্বাচন বাতিলের দাবি জানিয়ে ভোট বর্জন করলাম।
এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ানের বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে একাধিক কল করলেও তিনি রিসিভ করেননি।
রাজশাহীতে এক ব্যক্তির ৬৮ বছর আগে কেনা জমি দখলচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আদালতে মামলা নিষ্পত্তি হওয়ার আগেই এলাকার একটি প্রভাবশালী মহল ওই জমিতে ইট-বালু ফেলে সীমানাপ্রাচীর নির্মাণ শুরু করেছেন। ভুক্তভোগী ব্যক্তিকে দেওয়া হচ্ছে হুমকিও।
২ ঘণ্টা আগে‘জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি, সিলেট’র গঠনতন্ত্র লঙ্ঘন করে ক্ষমতার জোরে অ্যাডহক কমিটি গঠনের অভিযোগ উঠেছে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদের বিরুদ্ধে। সদস্যরা বলছেন, সমিতির বাইরের লোকজন দিয়ে আট সদস্যের ‘মনগড়া’ এই কমিটির আহ্বায়ক ডিসি নিজেই।
২ ঘণ্টা আগেনেত্রকোনার আটপাড়ায় নিয়মবহির্ভূতভাবে সারের সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে। ওই শিক্ষকের নাম নুরুল আমিন তালুকদার। তিনি উপজেলার সীতারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
২ ঘণ্টা আগেনরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মাধবদী রেস্টহাউসের কেয়ারটেকার হাবিবুর রহমান শূন্য থেকে কোটিপতি বনে গেছেন। ভুয়া স্থায়ী ঠিকানা ও ভুয়া সনদে চাকরি নিয়ে দালালি আর অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটিপতি হওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
৩ ঘণ্টা আগে