চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে কেন্দ্র থেকে জোরপূর্বক এজেন্ট বের করে দেওয়া ও বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান। আজ রোববার দুপুর ১২টায় তিনি গণমাধ্যমকর্মীদের সামনে ভোট বর্জনের ঘোষণা দেন।
মিজানুর রহমান এ আসনে ফুলকপি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মিজানুর রহমান অভিযোগ করে বলেন, ‘সকাল থেকে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র থেকে নৌকার প্রার্থীর লোকজন প্রকাশ্যে অস্ত্র নিয়ে আমার ফুলকপি প্রতীকের এজেন্টদের কেন্দ্র করে থেকে বের করে দিয়ে প্রকাশ্যে নৌকাতে সিল মারে। আমি এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে একাধিকবার অভিযোগ করেও এর কোনো প্রতিকার পাইনি। প্রশাসন পক্ষপাতিত্ব আচরণ করছে। আমি এ নির্বাচন বর্জনের মাধ্যমে এ আসনে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি।’
মিজানুর রহমানের নির্বাচনের প্রধান সমন্বয়কারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান বলেন, সকাল থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে নৌকার প্রার্থীর লোকজন ফুলকপি প্রতীকের এজেন্টদের মারধর করে বের করে দেয়। বিভিন্ন কেন্দ্রগুলোতে প্রকাশ্যে নৌকায় সিল প্রদান করা হলেও প্রিসাইডিং অফিসাররা বাধা দেয়নি।
তিনি আরও বলেন, প্রিসাইডিং অফিসাররা সরাসরি নৌকার পক্ষপাতিত্ব করছেন। আমরা এ নির্বাচন বাতিলের দাবি জানিয়ে ভোট বর্জন করলাম।
এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ানের বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে একাধিক কল করলেও তিনি রিসিভ করেননি।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে কেন্দ্র থেকে জোরপূর্বক এজেন্ট বের করে দেওয়া ও বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান। আজ রোববার দুপুর ১২টায় তিনি গণমাধ্যমকর্মীদের সামনে ভোট বর্জনের ঘোষণা দেন।
মিজানুর রহমান এ আসনে ফুলকপি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মিজানুর রহমান অভিযোগ করে বলেন, ‘সকাল থেকে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র থেকে নৌকার প্রার্থীর লোকজন প্রকাশ্যে অস্ত্র নিয়ে আমার ফুলকপি প্রতীকের এজেন্টদের কেন্দ্র করে থেকে বের করে দিয়ে প্রকাশ্যে নৌকাতে সিল মারে। আমি এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে একাধিকবার অভিযোগ করেও এর কোনো প্রতিকার পাইনি। প্রশাসন পক্ষপাতিত্ব আচরণ করছে। আমি এ নির্বাচন বর্জনের মাধ্যমে এ আসনে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি।’
মিজানুর রহমানের নির্বাচনের প্রধান সমন্বয়কারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান বলেন, সকাল থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে নৌকার প্রার্থীর লোকজন ফুলকপি প্রতীকের এজেন্টদের মারধর করে বের করে দেয়। বিভিন্ন কেন্দ্রগুলোতে প্রকাশ্যে নৌকায় সিল প্রদান করা হলেও প্রিসাইডিং অফিসাররা বাধা দেয়নি।
তিনি আরও বলেন, প্রিসাইডিং অফিসাররা সরাসরি নৌকার পক্ষপাতিত্ব করছেন। আমরা এ নির্বাচন বাতিলের দাবি জানিয়ে ভোট বর্জন করলাম।
এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ানের বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে একাধিক কল করলেও তিনি রিসিভ করেননি।
রংপুরের বদরগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্র হক সাহেবের মোড় থেকে স্টেশন সড়ক এবং শহীদ মিনার থেকে থানা সড়কের এক পাশ দিয়ে ড্রেন নির্মাণের কাজ শুরু হওয়ায় ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ। ঈদ সামনে রেখে কেনাকাটায় বের হওয়া মানুষজন সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন।
২ ঘণ্টা আগেঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মসজিদের নামে তোলা টাকার সিংহভাগই ছয়নয় করার অভিযোগ উঠেছে সাবরেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে। আগে মসজিদটিতে দলিলপ্রতি মাত্র ২০ টাকা দেওয়া হলেও বর্তমানে তা-ও দেওয়া হয় না। আর এসব বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন মসজিদের সাধারণ সম্পাদক দীন ইসলাম।
২ ঘণ্টা আগেনিজের সম্বন্ধী আর বন্ধুবান্ধব ছাড়া কাউকেই চিনছেন না রাজশাহী গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম। দরপত্রের প্রক্রিয়ার গোপন দর ফাঁস করে তিনি তাঁদের লাখ লাখ টাকার কাজ পাইয়ে দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে অন্য কোনো ঠিকাদার কাজ পাচ্ছেন না। বঞ্চিত ঠিকাদারদের মধ্যে তীব্র ক্ষোভ...
২ ঘণ্টা আগেআওয়ামী লীগ সরকারের আমলের সাবেক সংসদ সদস্যদের (এমপি) জন্য শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা বিলাসবহুল ল্যান্ড ক্রুজার খালাস না হওয়ায় শেষ পর্যন্ত নিলামে তোলে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। গত মাসে অনুষ্ঠিত নিলামে প্রতিটি ৯ কোটি ৬৭ লাখ টাকা দামের ২৪টি গাড়ি বিক্রির জন্য তোলা হয়। সেই নিলামে ১৪ জন অংশগ্রহণ...
৩ ঘণ্টা আগে